OS X রিটেল ডিভিডি নন-এ্যাপল হার্ডওয়্যারে ইনস্টল করতে পারবেন কিনা শিওর না। (OS X 10.4 (Tiger)-এ EFI চীপ না থাকলে ইনস্টল করা যেত না, তবে পরবর্তী ভার্সনগুলো থেকে EFI সরিয়ে ফেলা হয়েছে যতদূর জানি)
আপনাকে হ্যাকিন্টোশ ব্যবহার করতে হবে। iAtkos বা Kalyway ব্যবহার করুন। হ্যাকিন্টোশের HCL (Hardware Compatibility List) এখানে পাবেন।
তবে পিসিতে ওএস টেন ইনস্টল করার সবচাইতে বড় সমস্যা হলো হার্ডওয়্যার। আপনার হার্ডওয়্যার যতবেশী আইম্যাক-কম্প্যাটিবল হবে (অর্থাৎ এ্যাপল মেশিনে যে হার্ডওয়্যার থাকে তা যদি আপনার পিসিতেও থাকে) ততবেশি ড্রাইভার কাজ করবে।
কিছুদিন আগে কোনো একটি ওয়েবসাইটে দেখলাম ঢাকার একটি কম্পিউটার শপে ম্যাক-এর মত কনফিগারেশনের ক্লোন পিসি (OS X পৃইন্সটলড - সম্ভবত: হ্যাকিন্টোশ) বিক্রী করছে।
Calm... like a bomb.