Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
Ami IATKOS s3v2 use korchi.
Jara linix e theme dia mac bananor chesta korchen, tader amar bolar kichu e nai.
Mac is awsome. Not slow. I'm happy. If you told me your PC Configuration, may be I can help.
iDeneb টা কেমন? আপনি কীভাবে করেছেন জানান।
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
Mac is AWESOME পুরাই ভুয়া কথা। আমি Mac চালিয়েছি এবং এর প্রতি বিন্দুমাত্র আকর্ষণ আমার নেই।
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
Mac is AWESOME পুরাই ভুয়া কথা। আমি Mac চালিয়েছি এবং এর প্রতি বিন্দুমাত্র আকর্ষণ আমার নেই।
একটু খেয়াল করে কথা বল ভাই। তুমি লিনাক্স চালিয়েছ - তাই ম্যাক তোমার কাছে পানসে লাগতেই পারে।
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
তুমি লিনাক্স চালিয়েছ - তাই ম্যাক তোমার কাছে পানসে লাগতেই পারে।
ঐটাই হইছে! আসলেই লিনাক্স পুরাই ফালতু! এরজন্য ম্যাক আমার কাছে পানসে লাগতেছে। কোন কুলক্ষনে যে ইউজ করা শুরু করছিলাম!
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
আমারও এক সময় ইচ্ছা ছিল এখন আর নাই মিন্ট আর উবুন্তু ইউজ করার পর আর ম্যাক এর আচ্ছা নাই।
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
আমার কাছে Avant এর চেয়ে Cairo-Dock টাই বেশি ভাল লাগে।
cairo dock নামিয়েছি। এখন কিভাবে কি করব কাইন্ডলি সংক্ষেপে বলবেন কি বাবর ভাই?
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
বাবর লিখেছেন:
আমার কাছে Avant এর চেয়ে Cairo-Dock টাই বেশি ভাল লাগে।cairo dock নামিয়েছি। এখন কিভাবে কি করব কাইন্ডলি সংক্ষেপে বলবেন কি বাবর ভাই?
একসেসরিজ মেনু থেকে ওপেন করুন। নিচে চলে আসবে। এবার রাইট ক্লিক করে মন মত কনফিগার করে নিন।
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
আচ্ছা জ্ঞানি-গুনি ভাইয়েরা, ইদানিং নাকি windows PC তেও একটু কায়দা-কসরত করে Mac চালানো যায় । আমি তো চরম আগ্রহী Mac সম্পর্কে,Mac কেনার তো টাকা নেই, যদি কেউ এ বিষয়ে জানেন তাহলে একটু বিস্তারিত জানালে উপকৃত হই ।
১. AitKOS বা Hazard এর MAC DVD ডাউনলোড করুন !
২. DVD রাইট করুন 8x স্পীডে !
৩. Easy BCD Download করুন! Windows এ ইন্সটল করুন!
৪. MAC এর জন্য Boot menu add করুন!
৫. একটা Partition তৈরী করুন!
৬. MAC DVD te pc boot korun!
৭. যদি load হয় ! আমাকে জানান!
৮. THANX!
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
@rajibnill
এটা কিন্তু অফ টপিক তাই পোষ্ট করা থেকে বিরত থাকুন
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
টনিম্যাক ভাইয়ার কথামত কাজ করেন
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
কথাটা কি সইত্য ।
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
কথাটা কি সইত্য ।
মো: আল আমিন ভাই মানা করছে ! তাই আমি আর কিছু কইতে সাহস পাচ্ছিনা !
তবে এইটা ঠিক যে ম্যাক আমাকে সবসময় টানে !
কেউ ব্যবহার করতে চাইলে ইচ্ছা করে একটু হেল্প করি !
আমি চিন্তা করছি আবার ম্যাক ইন্সটল দিব...
তবে এইবার 10.7 (সিংহ মামা)...
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
একটা জিনিস আমাকে খুব কষ্ট দেয় । লিনাক্সে adobe-র সফটওয়্যারগুলোর strong alternative নেই। আমার ছোট ভাই আমাকে ভেংচি দিয়ে বলে " ২৫ মেগাবাইটের গিম্পের সাথে ৪শ মেগাবাইটের ফটোশপের তুলনা??"
cinelerra-র কথা বললে বলে "ওই ২০-২৫ মেগাবাইটের সফটওয়্যারের সাথে তুমি adobe-র ১০গিগাবাইটের ভিডিও এডিটরের তুলনা কর ? ২০-২৫ মেগাবাইটের মধ্যে আর কি-ই বা আছে?"
আমরা প্রত্যেকেই ম্যাচের কাঠির মতো।
আগুনটা বের করতে শুধু একটা ঘষা দরকার।
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
একটা জিনিস আমাকে খুব কষ্ট দেয় । লিনাক্সে adobe-র সফটওয়্যারগুলোর strong alternative নেই। আমার ছোট ভাই আমাকে ভেংচি দিয়ে বলে " ২৫ মেগাবাইটের গিম্পের সাথে ৪শ মেগাবাইটের ফটোশপের তুলনা??"
cinelerra-র কথা বললে বলে "ওই ২০-২৫ মেগাবাইটের সফটওয়্যারের সাথে তুমি adobe-র ১০গিগাবাইটের ভিডিও এডিটরের তুলনা কর ? ২০-২৫ মেগাবাইটের মধ্যে আর কি-ই বা আছে?"
ফাইলের সাইজের চেয়ে দাম দিয়ে তুলনা করলে ভালো হয়। কেউ নিশ্চই ৫০ হাজার টাকা দিয়ে ২৫ মেবি সাইজের সফটওয়্যার কিনবে না
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
একটা জিনিস আমাকে খুব কষ্ট দেয় । লিনাক্সে adobe-র সফটওয়্যারগুলোর strong alternative নেই। আমার ছোট ভাই আমাকে ভেংচি দিয়ে বলে " ২৫ মেগাবাইটের গিম্পের সাথে ৪শ মেগাবাইটের ফটোশপের তুলনা??"
cinelerra-র কথা বললে বলে "ওই ২০-২৫ মেগাবাইটের সফটওয়্যারের সাথে তুমি adobe-র ১০গিগাবাইটের ভিডিও এডিটরের তুলনা কর ? ২০-২৫ মেগাবাইটের মধ্যে আর কি-ই বা আছে?"
এই দুঃখে ভাই আমি আর বাচি না!!
এই জিনিসগুলা থাকলে আমি কবে জানালা ছাড়তাম!!
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
আকীক লিখেছেন:একটা জিনিস আমাকে খুব কষ্ট দেয় । লিনাক্সে adobe-র সফটওয়্যারগুলোর strong alternative নেই। আমার ছোট ভাই আমাকে ভেংচি দিয়ে বলে " ২৫ মেগাবাইটের গিম্পের সাথে ৪শ মেগাবাইটের ফটোশপের তুলনা??"
cinelerra-র কথা বললে বলে "ওই ২০-২৫ মেগাবাইটের সফটওয়্যারের সাথে তুমি adobe-র ১০গিগাবাইটের ভিডিও এডিটরের তুলনা কর ? ২০-২৫ মেগাবাইটের মধ্যে আর কি-ই বা আছে?"ফাইলের সাইজের চেয়ে দাম দিয়ে তুলনা করলে ভালো হয়। কেউ নিশ্চই ৫০ হাজার টাকা দিয়ে ২৫ মেবি সাইজের সফটওয়্যার কিনবে না
ফ্রি ফ্ল্যাশ প্লেয়ার প্লাগইনের বিকল্পই বানাতে পারে না আবার এগুলার বানাবে।
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
একটা জিনিস আমাকে খুব কষ্ট দেয় । লিনাক্সে adobe-র সফটওয়্যারগুলোর strong alternative নেই। আমার ছোট ভাই আমাকে ভেংচি দিয়ে বলে " ২৫ মেগাবাইটের গিম্পের সাথে ৪শ মেগাবাইটের ফটোশপের তুলনা??"
cinelerra-র কথা বললে বলে "ওই ২০-২৫ মেগাবাইটের সফটওয়্যারের সাথে তুমি adobe-র ১০গিগাবাইটের ভিডিও এডিটরের তুলনা কর ? ২০-২৫ মেগাবাইটের মধ্যে আর কি-ই বা আছে?"
সাইজ দিয়ে সব কিছু তুলনা হয় না। তা হলে আপনার কখনই লিনাক্স ইউজ করা উচিৎ নয়। কারণ উইন্ডোজ ইন্সটল করতে অনেক যায়গা লাগে সেখানে। অথচ সেখানে কিছুই থাকে না। আর লিনাক্সের একটা সিডিতেই আপনি প্রায় সব কিছু পেয়ে যাচ্ছেন। নব্য উইন্ডোজ ব্যবহারকারীর কিছু প্রশ্ন (?) টপিকটা দেখতে পারেন।
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।
৩৯ ১৭-১২-২০১১ ১৮:৪৬ সর্বশেষ সম্পাদনা করেছেন আকীক (১৭-১২-২০১১ ১৯:০৬)
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
সাইজ দিয়ে সব কিছু তুলনা হয় না। তা হলে আপনার কখনই লিনাক্স ইউজ করা উচিৎ নয়। কারণ উইন্ডোজ ইন্সটল করতে অনেক যায়গা লাগে সেখানে। অথচ সেখানে কিছুই থাকে না। আর লিনাক্সের একটা সিডিতেই আপনি প্রায় সব কিছু পেয়ে যাচ্ছেন। নব্য উইন্ডোজ ব্যবহারকারীর কিছু প্রশ্ন (?) টপিকটা দেখতে পারেন।
সাইজ দিয়ে সবকিছু বিচার করা যায় না , এটা আমিও জানি। তবে এটা সত্যি কথা যে লিনাক্সে
adobe-র applicationগুলির সত্যিকারের বিকল্প এখনও আসেনি।
যাইহোক, তারপরেও আমি লিনাক্সকেই ভালবাসি, কারণ সবকিছু হালাল ভাবে পাচ্ছি। এটাই
সবচেয়ে বড় কথা। এরচেয়ে বড় সান্ত্বনা আর কিছুই হতে পারেনা।
এরপরে সবচেয়ে important ব্যাপারটা হচ্ছে নিরাপত্তা। খুব শান্তিতে আছি যেদিন থেকে লিনাক্স ইউজ
করা শুরু করেছি।
তবে কিছু কিছু আক্ষেপ তো থেকেই যায়। এটাকে মেনে নিতেই হয় ।দুই একটা অসুবিধা থাকলেও সুবিধার সংখ্যা অসুবিধার চেয়ে অনেক বেশি।
আমরা প্রত্যেকেই ম্যাচের কাঠির মতো।
আগুনটা বের করতে শুধু একটা ঘষা দরকার।
Re: উইন্ডোজ চালানো কম্পিউটারে Mac install করতে চাই
এটা আমিও জানি
কিন্তু আপনার ভাই কি জানে?? আপনি জানলে তাকেও জানান, বোঝান।
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।