টপিকঃ চীন বানাচ্ছে দানব আকৃতির বাস!
চীন সম্প্রতি দানবাকৃতির এক বাস তৈরির পরিকল্পনা করেছে। জানা গেছে, এই বাসের তলা দিয়ে নাকি গাড়িও চলাচল করতে পারবে। ‘থ্রিডি এক্সপ্রেস কোচ’ নামের এই বাস তৈরি ফলে কার্বন নিঃসরণ কমবে এবং জ্যাম কমাতে রাস্তা বড় করার ঝামেলাটিও পোহাতে হবে না বলেই জানা গেছে। খবর ইয়াহু অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ‘থ্রিডি এক্সপ্রেস কোচ’ নামের এই বাস ‘থ্রি-ডাইমেনশনাল ফাস্ট বাস’ নামেও পরিচিত।
জানা গেছে, ২ মিটারের কম উচ্চতার যে কোনো গাড়িই এই বাসের তলা দিয়ে অতিক্রম করতে পারবে।
৬ মিটার প্রশস্ত ‘থ্রিডি এক্সপ্রেস কোচ’ বিদ্যুৎ ও সৌরশক্তির সমন্বয়ে চলতে সক্ষম। এই বাসের গতি ঘন্টা প্রতি ৬০ কিলোমিটার বলেই জানা গেছে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বাসে একসঙ্গে ১২০০ থেকে ১৪০০ যাত্রী যাতায়াত করতে পারবে। অবশ্য, এই বাস চলার জন্য আলাদা ট্র্যাক বসাতে হবে। আর তাই চীন ট্র্যাক বসানোর কাজও শুরু করেছে বলে জানা গেছে। প্রথমে চীনের মন্তুগু জেলায় ১১৫ মাইল ট্র্যাক বসানো কাজ চলছে।
দানবাকৃতির এই বাস তৈরি করছে সেনজেন হুয়াশি ফিউচার পাকিং ইকুপমেন্ট কোম্পানি।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করেছেন যে, কেবল ১ বছর সময় আর ৫০ কোটি ইউয়ান খরচেই চীনের ভবিষ্যত যোগাযোগ ব্যবস্থাটি তৈরি হয়ে যাবে।
সূত্র : http://tech.bdnews24.com/details.php?shownewsid=1142
দানব আকৃতির এই বাসের খবর শুনেই আমার মাথা কেন জানি চক্কর দিচ্ছে। একই সাথে ভবিষ্যতে দেখার কৌতুহল বোধ করছি। গ্রাফিক্স/ছবি দেখেই আন্দাজ করতে পারছি এই বাস কতোটা চমকপ্রদ হবে। চীনের এই দানব আকৃতির বাস যোগাযোগ ব্যাবস্হায় নি:সন্দেহে বিশেষ অবদান রাখবে আশাকরি। আপনারা কি বলেন?