টপিকঃ রেজিস্ট্রি এডিট থেকে উইন্ডোজ অটোমেটিক রিফ্রেশ করা।
আমরা সাধারনত রাইট বাটন ক্লিক করে বা f5 চেপে উইন্ডোয রিফ্রেশ করি কিন্তু আপনি চাইলে উইন্ডোজকে স্বংয়ক্রিয়ভাবে রিফ্রেশ করতে পারেন। এজন্যে প্রথমে রেজিস্ট্রি এডিটরে
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Update লোকেশন থেকে বাম্পাশের প্যান-এ গিয়ে UpdateMode-এর উপর ডাবল ক্লিক করে এর Value data বক্সে ভ্যালু হিসেবে 0(zero) সেট করুন। এবার রেজিস্ট্রি থেকে বের হয়ে আসুন এবং পিসিটি রিস্ট্রাট করুন ।