টপিকঃ প্রমীলা মডেল সম্প্রীতি রিজওয়ানা রহমান
বর্তমান সময়ের অন্যতম উঠতি মডেল সম্প্রীতি রিজওয়ানা রহমান। সে এই পর্যন্ত ওয়ারিদ টেলিকম, প্রাণ লেয়ার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপন করেছে। তার কিছু ছবি ও কিছু তথ্য শেয়ার করলাম এখানে।
ইচ্ছের রঙে জীবনের ছন্দকে মুখরিত করতে কেউ কেউ সঞ্চিত আবেগের মাঝে খুঁজে নেন অনুভবের সবটুকুকে। মুগ্ধতার নিক্বণে দূর থেকে দূরে আকাশের গায়ে এঁকে চলেন ভাবনার চিত্রকর্ম। বাতাসের কানে কানে রূপের শিহরণে যে এসে দাঁড়ায় মিডিয়ার আঙ্গিনায় সে সম্প্রীতি রিজওয়ানা রহমান। নির্সগের স্নিগ্ধতা তার অবয়বে, মেঘের ঘনঘটা তার চঞ্চল চক্ষুতে আর ভুবন ভুলানো হাসি তার রাঙা মুখাবয়বে। সম্প্রীতি হালে পরিচিতি পেয়েছেন মডেলিংয়ের মাধ্যমে। মাত্র তিনটি টিভিসিই এই তরুণীকে অবস্থান করে দিয়েছে মডেলিংয়ের বাসস্থানে। গেল বছর অমিতাভ রেজার নির্দেশনায় ওয়ারিদ টেলিকমের বিজ্ঞাপনটি করেন সম্প্রীতি। পর্দায় তার ভালো লাগার উপস্থিতির রেশ কাটতে না কাটতেই সম্প্রীতি সাম্প্রতিক সময়ে আবারও টিভি পর্দায় মুগ্ধতা নিয়ে হাজির হয়েছেন প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপন নিয়ে। এবারও অমিতাভ রেজা এবং অনেকের চোখেই সম্প্রীতি সুন্দরীর টোকেনটুকু ছিনিয়ে নেন। বিজ্ঞাপনের মুখ হওয়া প্রসঙ্গে সুন্দরী এই তনয়া বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের (নর্থ সাউথ ইউনিভার্সিটি) অগ্রজ এক আপু আমাকে বিজ্ঞাপনের বিষয়ে প্রথম বলেন, প্রথম প্রথম কিছুটা দ্বিধা কাজ করলেও পরে স্ক্রিনটেস্ট করি এবং ওয়ারিদের বিজ্ঞাপনটির জন্য নির্বাচিত হই।’ সম্প্রীতির অবশ্য প্রথম পরিচয় সে একজন নৃত্যশিল্পী। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাত্র আড়াই বছর বয়সে মা ডা. জিন্নাত জাহান তার পায়ে বেঁধে দেন নূপুর। নৃত্যগুরু শিবলী মোহাম্মদের কাছে দীর্ঘদিন কত্থকে তালিম নিয়েছেন। বাবা শফিউর রহমানের অনুপ্রেরণায় সম্প্রীতি পরে ভরতনাট্যমে তালিম নেন বেলায়েত হোসেনের কাছে। পড়াশোনা আর নাচ এই দুই নিয়ে সম্প্রীতির কেটে গেছে প্রায় দু’দশক। সব সময়ই বাবা-মা বন্ধু হয়ে পাশে থেকেছেন, দুশ্চিন্তার মেঘে জড়িয়ে ধরেছেন পরম মমতায়। সম্প্রীতি তাই নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের শেষ সেমিস্টারে অধ্যয়নরত এই মেধাবী শিক্ষার্থী নাচকে সারাজীবন ধরে থাকতে চান। তিনি বলেন, ‘নাচ আমার প্রথম প্রেম, প্রথম মুগ্ধতা। বর্তমান সময়ে নাচকে প্রফেশন হিসেবে নেয়া সম্ভব। তবে আমার ইচ্ছে আছে চাকরির পাশাপাশি নাচ ও মডেলিংকে ধরে থাকা’। ইতিমধ্যেই সম্প্রীতি এবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নৃত্যের কোরিওগ্রাফি, বিজিফিদের ইজি শো’র গ্র্যাণ্ডফিনালের নাচের কোরিওগ্রাফিসহ বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি করেছেন। এছাড়া বছর তিনেক আগে সংযুক্ত হয়েছেন নাচের দল অগ্নিশিখার সাথে। আগুন নিয়ে নাচের মুগ্ধতায় সবাইকে শিহরিত করে অগ্নিশিখা। মেরিল প্ল্যাস ও ডেকো বিস্কুট বিজ্ঞাপন দুটোতে কোরিওগ্রাফির পাশাপাশি সম্প্রীতি একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফি করতে যাচ্ছেন। বর্তমানে নৃত্যাঞ্চলের সাথে সম্পৃক্ত থাকলেও এই মডেল কন্যার অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে। তিনি বলেন, ‘ভালো পাণ্ডুলিপি ও অভিনয়ের ক্ষেত্রে পেলে আমি নাটকে কাজ করব, তা না হলে নাচ ও মডেলিং নিয়েই থাকতে চাই। ইতোমধ্যে অনেকেই বলেছেন তবে আমার মাঝে তাড়াহুড়ো নেই। ভালো ও মানসম্পন্ন কাজ করতে চাই। স্রোতে গা ভাসাতে চাই না।’ গাজী শুভ্র’র নির্দেশনায় প্রাণ লেয়ার চকোলেটের বিজ্ঞাপনে কাজ করার পর সম্প্রীতি খুব শিগগিরই নতুন একটি টিভিসিতে কাজ করতে যাচ্ছেন। অবসরে শপিং করা, ঘুরতে যাওয়া, গান শোনা আর ঘুমানো- এই নিয়ে সম্প্রীতির ভুবন হলেও তার মাঝে নাচই তাকে অনুভবের ছন্দ তুলে জাগিয়ে দেয়, মনে করিয়ে দেয় তরুণদের দীর্ঘশ্বাসের সুন্দরী নয়, নিসর্গ ছুঁয়েছেন তার মুগ্ধ অবয়বে।
সূত্রঃ
http://ittefaq.com.bd/content/2010/06/24/news0806.htm
http://www.somewhereinblog.net/blog/the … k/29193861
অফিসিয়াল গ্রুপঃ http://www.facebook.com/group.php?gid=119342889398
ফেসবুক প্রোফাইলঃ http://www.facebook.com/profile.php?id= … ref=search
ফ্যান পেইজঃ http://www.facebook.com/pages/sampriti- … ref=search