টপিকঃ সেমিফাইনালে জার্মানি ও দক্ষিণ কোরিয়া মুখোমুখি হচ্ছে
আগামী ২৯ জুলাই এবারের ফেবারিট জার্মানি ও দক্ষিণ কোরিয়া মুখোমুখি হচ্ছে ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে । খেলাটি সরাসরি ইএসপিএনে দেখা যাবে।আর অপর সেমিফাইনাল খেলবে কলম্বিয়া ও নাইজেরিয়া।
এর আগে কোয়ার্টার ফাইনালে জার্মানি ২-০ গোলে উত্তর কোরিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অন্য সেমিফাইনাল কলম্বিয়া একই ব্যবধানে হারায় সুইডেনকে। তবে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচের লড়াইটি বেশ জমেছিল। টাইব্রেকারে নিষ্পত্তি হয় এ ম্যাচটি। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকা এ ম্যাচে নাইজেরিয়া টাইব্রেকারে ৪-২ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে। ম্যাচের নবম মিনিটে যুক্তরাষ্ট্র এগিয়ে গেলেও ৭৯ মিনিটে নাইজেরিয়া খেলায় সমতা ফিরিয়ে আনে। অতিরিক্ত সময়ের খেলায় কোনো দল আর গোল করতে পারেনি।