ফ্যাক্টরগুলো বিবেচনা করেন প্রথমে:
১। ভার্সিটিগুলোর ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি লিস্ট দেখেন। ভাল শিক্ষার জন্য ভাল ফ্যাকাল্টি (শিক্ষক) দরকার। (আসলেই আছে নাকি ছুটি নিয়ে দেশের বাইরে - এই ব্যাপারগুলো খেয়াল করবেন; আসলেই না থাকলে কোনো লাভ নাই)
২। খরচ দেখেন।
৩। বাসা থেকে যাতায়াতের সুবিধা দেখেন।
(আরও বিষয় যোগ হতে পারে, যেমন বন্ধুরা কোথায় ভর্তি হয়েছে ইত্যাদি)
তারপর প্রতিটা পয়েন্টের জন্য গ্রেডিং করেন। ধরেন গ্রেড ১ (খারাপ/অসুবিধাজনক) - ৫ (সবচেয়ে ভাল/সুবিধাজনক)।
এমন হতে পারে
ইউনিভার্সিটি ক: ফ্যাকাল্টি = ৫, খরচ = ১, যাতায়াত = ২
ইউনিভার্সিটি খ: ফ্যাকাল্টি = ৩, খরচ = ৪, যাতায়াত = ৩
ইউনিভার্সিটি গ: ফ্যাকাল্টি = ১, খরচ = ৫, যাতায়াত = ৩
তাহলে চয়েস হতে পারে খ, কারণ এটার মোট গ্রেড বেশি (৩+৪+৩=১০। আবার আপনার যদি মনে হয় ফ্যাকাল্টি বেশি গুরুত্বপূর্ণ আর বাকী দুইটা কম গুরুত্বপূর্ণ তাহলে আপেক্ষিক গুরুত্ব দিতে পারেন।
ধরি, ফ্যাকাল্টির গুরুত্ব = ৩, খরচের গুরুত্ব = ২, যাতায়াতের গুরুত্ব = ১ (এই ধরাধরির ব্যাপারটা ব্যক্তিভেদে আলাদা হওয়াটাই স্বাভাবিক, যেমন মেয়েদের জন্য যাতায়াতের গুরুত্ব বেশি)
তাহলে:
ক = ৩ x ৫ + ২ x ১ + ১ x ২ = ১৯
খ = ৩ x ৩ + ২ x ৪ + ১ x ৩ = ২০
গ = ৩ x ১ + ২ x ৫ + ১ x ৩ = ১৬
এখানেও খ হবে best চয়েস।
এভাবে আপনার নিজস্ব পছন্দ এবং বিবেচ্য বিষয়গুলো দিয়ে হিসাব করে আপনার জন্য বেস্ট চয়েস সেট করতে পারেন। পরে এজন্য কোন খেদ থাকবে না। আর কেউ প্রশ্ন করলেও গুছিয়ে যুক্তি সহ নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন।
====
বাণিজ্য থেকে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়া যাবে। তবে সেক্ষেত্রে হয়তো প্রথম সেমিস্টারে কিছু নন-ক্রেডিট কোর্স (ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি) করতে হবে - কারণ ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাইলে ইন্টারমিডিয়েট লেভেলের এই কোর্সগুলোতে পাশ করে আসা বাধ্যতামূলক। এই নন-ক্রেডিট কোর্স নেয়ার সুবিধা বা অবকাশ সব জায়গায় থাকে না।
আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আছি। এখানে BBA, MBA, PMBA, EEE, ETE, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ, ELT আছে।