Re: মহাকাশ দেখার সফটওয়্যার প্রয়োজন
পৃথিবী কত্ত বদলে গেছে!
আমদের সময় আমরা টেলিস্কোপ দিয়ে আকাশ দেখতাম, আর এখন সবাই দেখে সফটওয়্যার দিয়ে!!
টাকা থাকলে টেলীস্কোপ দিয়েই দেখতাম। এই ধরেন, বাসার ছাদে ২/৩টা হাবল টেলিস্কোপ ই বসায়া ফেলতাম
টাকা নাই, তাই ফ্রীতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখার জন্য সফটয়্যার। এবার মিটাও দুধের স্বাদ, ঘোল দিয়ে।