টপিকঃ ওয়ার্ল্ড কাপের সুপার হিরো মি: অক্টোপাস দ্য পল
পল বলেছে স্পেন জিতবে!!!! হল্যান্ড সাবধান!!!!!
এবারের ওয়ার্ল্ড কাপের সুপার হিরো মি: অক্টোপাস দ্য পল এবার তার শেষ জাদু (নাকি ঝলক) দেখানোর প্রস্তুতি সম্পন্ন করেছে।
তার মতে , আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় হবে জার্মানি।
আর রবিবারের গ্রান্ড ফিনালে জিতে প্রথমবারের মতো প্রথম হবে স্পেন।
উল্লেখ্য, জার্মান এই অক্টোপাস একের পর এক বিস্ময় জন্ম দিয়ে এই বিশ্বকাপে সেরা চরিত্র হিসেবে নিজেকে প্রমাণিত করেছে।
দেখা যাক, শেষ জাদু দেখিয়ে পল তার দিকে ম্যাচের ফল ঘুরিয়ে কি আবার হিরো হবে , নাকি হল্যান্ড বা উরুগুয়ে প্রমাণ করবে এতদিনের হিরোইজম ছিল শুধুই ফ্লুক ।
বিস্তারিত জানতে নিম্নের লিংককে ক্লিক করুন:
http://www.huffingtonpost.com/2010/07/0 … 40575.html