টপিকঃ উবুন্টু লিনাক্স ইনস্টলেশন নিয়ে আমার টিউটোরিয়াল
যদিও উবুন্টু লিনাক্স ইন্সটল করা খুব সহজ তবে একদম নতুন লিনাক্স ইউজার যারা উইন্ডোজের নানান জ্বালায় অতিষ্ঠ হয়ে লিনাক্স ব্যবহারে আগ্রহী তাদের জন্য এই টিউটোরিয়ালটি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » উবুন্টু লিনাক্স ইনস্টলেশন নিয়ে আমার টিউটোরিয়াল
যদিও উবুন্টু লিনাক্স ইন্সটল করা খুব সহজ তবে একদম নতুন লিনাক্স ইউজার যারা উইন্ডোজের নানান জ্বালায় অতিষ্ঠ হয়ে লিনাক্স ব্যবহারে আগ্রহী তাদের জন্য এই টিউটোরিয়ালটি
খুবই ভালো কাজ। ডার্কলর্ডের টিউটোরিয়ালগুলো আমার লিনাক্সের শুরুর দিকের সময়ে দারুন সাহায্য করেছিলো।
১. টিউটোরিয়ালটার শিরোনামে উল্লেখ করে দিলে ভাল হয় যে এটা ৬.০৬ ড্যাপার ড্রেক-এর জন্য।
২. নতুন ভার্সনের জন্যও বাংলায় আপডেটেড টিউটোরিয়াল দেয়া যেতে পারে।
৩. অঙ্কুরের বাংলা অপারেটিং সিস্টেম শ্রাবণী লিনাক্স - যেটা ড্যাপার ড্রেকের উপর ভর করে বানানো হয়েছে সেটার একটা টিউটোরিয়াল থাকা উচিৎ বলে মনে হয়।
খুবই ভালো কাজ। ডার্কলর্ডের টিউটোরিয়ালগুলো আমার লিনাক্সের শুরুর দিকের সময়ে দারুন সাহায্য করেছিলো।
১. টিউটোরিয়ালটার শিরোনামে উল্লেখ করে দিলে ভাল হয় যে এটা ৬.০৬ ড্যাপার ড্রেক-এর জন্য।
২. নতুন ভার্সনের জন্যও বাংলায় আপডেটেড টিউটোরিয়াল দেয়া যেতে পারে।
৩. অঙ্কুরের বাংলা অপারেটিং সিস্টেম শ্রাবণী লিনাক্স - যেটা ড্যাপার ড্রেকের উপর ভর করে বানানো হয়েছে সেটার একটা টিউটোরিয়াল থাকা উচিৎ বলে মনে হয়।
আমার হার্ডিস্কে এই মুহুর্তে উবুন্টু ইনস্টল করার মত জায়গা নাই। তাই নতুনটা ট্রাই করতে পারছিনা। পারলে দিবো ইনশাল্লাহ।
আর অন্কুরের টিউটোরিয়াল অন্কুরের সিডির কাগজের কভারেই দেয়া থাকে ডিটেইলে।
ডার্কলর্ড টিউটোরিয়লের জন্য ধ্যনবাদ ।
টিউটোরিয়ালগুলো আমার হয়ত কাজে লাগবে।
আমি আমার কম্পিউটারে লিনাক্সের (বাংলা)অপারেটিং সিস্টেম ইনস্টল এবং বাংলাভাষা ব্যবহার করতে চাই।
লিনাক্সের কোন অপারেটিং সিস্টেমটা বাংলাভাষার জন্য ভাল অনুগ্রহ করে বলবেন কি।
১.উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম।
২.অঙ্কুরের বাংলা অপারেটিং সিস্টেম।
ডার্কলর্ড টিউটোরিয়লের জন্য ধ্যনবাদ ।
টিউটোরিয়ালগুলো আমার হয়ত কাজে লাগবে।
আমি আমার কম্পিউটারে লিনাক্সের (বাংলা)অপারেটিং সিস্টেম ইনস্টল এবং বাংলাভাষা ব্যবহার করতে চাই।
লিনাক্সের কোন অপারেটিং সিস্টেমটা বাংলাভাষার জন্য ভাল অনুগ্রহ করে বলবেন কি।
১.উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম।
২.অঙ্কুরের বাংলা অপারেটিং সিস্টেম।
আপনার জন্য উবুন্টুর লেটেস্ট ভার্সান ব্যবহার করা উত্তম। কারণ আপনি সকল সময়ে অনলাইন থাকতে পারেন ... উচ্চগতির ইন্টারনেট আছে। সুতরাং সবকিছুই লেটেস্ট নিতে পারবেন।
শ্রাবণী লিনাক্সে টিউটোরিয়ালে দেয়া ছবির মত সব কিছুই বাংলায়। মেনু, মেসেজ সবকিছুই। আর বাংলাদেশের ইন্টারনেটের অসুবিধার কথা চিন্তা করে অতিরিক্ত হিসেবে কিছু মাল্টিমিডিয়া সফটওয়্যার দেয়া আছে যেগুলো সাধারণ উবুন্টুতে প্রথমেই দেয়া থাকে না। অপর ব্যাপার হল, শ্রাবণী লাইভ ভার্সান নাই। সরাসরি বুট করে ইনস্টল করা শুরু করবে।
তবে উবুন্টুর যে কোন ভার্সানই ইনস্টলের সময়ে যদি আপনি ভাষা হিসেবে বাংলা সিলেক্ট করে দেন... তাহলে ইনস্টলেশনের নির্দেশাবলী বাংলাতেই পাবেন।
তাছাড়া, যে কোন সময়েই লগইনের সময়ে ভাষা = বাংলা সিলেক্ট করে দিলে প্রায় সবকিছুই (মেনু, মেসেজ) বাংলা হয়ে যায়। কাজেই বাংলা ব্যবহারের জন্য উবুন্টুর লেটেস্ট ভার্সানেও কোন সমস্যা নাই।
আবার অপারেটিং সিস্টেমের ভাষা ইংরেজি থাকলেও বাংলা ব্যবহারে কোন সমস্যা নাই। অর্থাৎ মেনু-মেসেজ সব ইংরেজিতে কিন্তু বাংলায় কম্পোজিং সহ সব কাজই করতে পারবেন। (প্রভাত এবং ইউনিজয় কি-বোর্ড সাপোর্ট আছে - তার মধ্যে প্রভাতটা বিল্ট ইন। আর ইউনিজয় ইনস্টল করতে হয়, তবে খুব সম্ভবত, শ্রাবণীতে ইউনিজয় সাপোর্টও বিল্টইন।)
অফটপিক:
উবুন্টু ও অঙ্কুর কোনটিই কিন্তু অপারেটিং সিস্টেম নয়, লিনাক্স হল অপারেটিং সিস্টেম আর এগুলো এর ডিস্ট্রিবিউশন।
আরও ভালো করে বলতে গেলে শুধু লিনাক্স বলাও ঠিক নয়, বলা উচিৎ "জিএনইউ/লিনাক্স"। কারন লিনাক্স একটি কার্নেল ছাড়া আর কিছুই নয়, সম্পুর্ন অপারেটিং সিস্টেমটি তৈরী লিনাক্স কারনেল ও জিএনইউ সফ্টওয়ার দিয়ে। সংক্ষেপে যদিও আমরা লিনাক্স বলি কিন্তু জিএনইউ এবং তার জনক রিচার্ড এম. স্টলম্যান-এর মতে বলা উচিৎ জিএনইউ/লিনাক্স। অবশ্য লিনাস টোরভাল্ডস ও জিএনইউ কমুনিটির মধ্যে মাঝে মাঝেই তর্ক বেধে যায় লিনাস যেমন জিনোম বা গনোম দেখতেই পারেন না এবং যথেষ্ট কটু কথাও বলেছেন (দূ:খজনক)। (সোর্সটা এই মুহুর্তে আমার কাছে নাই তবে আমি নিজে পড়েছি, একটু ফ্রী হলে দিব যদি দরকার মনে করেন)
GNU/Linux কথাটায় আমার আপত্তি আছে। এটা ঠিক যে, GNU থেকে পাওয়া প্রচুর ইউটিলিটি লিনাক্সে ব্যবহৃত হয়, কিন্তু এর বাইরেও প্রচুর সফটওয়্যার ব্যবহার করা হয়। শুধুমাত্র GNU সফটওয়্যার দিয়েই লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরী হয় না। লিনাক্সে ইনস্টলের জন্য প্রচুর কমার্শিয়াল সফটওয়্যারও আছে, যা কোনভাবেই GNU নয়। এনভিডা গ্রাফিক্স কার্ডের যে ড্রাইভার এখন ব্যবহৃত হচ্ছে, তা পুরোপুরি রূদ্ধ-সফটওয়্যার। এছাড়াও অনেক বিএসডি সফটওয়্যারও ব্যবহার করা হয় লিনাক্সে। এফএসএফ এর উপর পূর্ণ শ্রদ্ধা আমার আছে। মূলত তাদের জন্যই তো মুক্ত সফটওয়্যারের জয়জয়কার। কিন্তু এই নামের ব্যাপারটা নিয়ে জল ঘোলা করাটা কখনোই ভালো লাগেনি। তারা নিজেরাই তো একটা কার্ণেল বানানোতে হাত দিয়েছিল, সেটা চালু রেখে GNU/HURD বললেই পারে। শুধু শুধু লিনাক্স নিয়ে টানাহেঁচড়া কেন?
অফটপিক
....
আবার অপারেটিং সিস্টেমের ভাষা ইংরেজি থাকলেও .......
অফটপিক:
উবুন্টু ও অঙ্কুর কোনটিই কিন্তু অপারেটিং সিস্টেম নয়, লিনাক্স হল অপারেটিং সিস্টেম আর এগুলো এর ডিস্ট্রিবিউশন। ... ...
তবে রে....
অফটপিক:
কিন্তু এই নামের ব্যাপারটা নিয়ে জল ঘোলা করাটা কখনোই ভালো লাগেনি।
এটা ঠিক, আমারও এইসব ওয়ার ভালো লাগে না। তবে আশার কথা হল এ প্রজন্মের ওপেন ডেভেলপাররা আসলেই ওপেন। তারা অনেক সহনশীল। লিনাস যেমন জিনোমকে স্টুপিড হাবিজাবি বলে কেডিই-এর প্রসংশা করেছে, জিএনইউ ও নাম নিয়ে কাহিনী করেছে। অথচ সম্প্রতি জিনোম আর কেডিই ডেভেলপাররা প্রতি বছর একত্রিত হবার শিডিউল করেছে, নিজেদের কাজের সমালাচোনা ও সহোযোগীতা করার জন্য।
অফটপিক অফটপিক
যদিও আমি কেডিই এখন আর ব্যাবহার করি না তবু স্বীকার করতেই হয় এটা জিনোমের চাইতে অনেক ইউজার ফ্রেন্ডলী যদিও অনেকের কাছে উল্টা। তবে আমার কাছে জিনোম অনেক পলিশড লাগে।
তবে রে....
![]()
![]()
ডার্কলর্ড টিউটোরিয়লের জন্য ধ্যনবাদ ।
টিউটোরিয়ালগুলো আমার হয়ত কাজে লাগবে।
আমি আমার কম্পিউটারে লিনাক্সের (বাংলা)অপারেটিং সিস্টেম ইনস্টল এবং বাংলাভাষা ব্যবহার করতে চাই।
লিনাক্সের কোন অপারেটিং সিস্টেমটা বাংলাভাষার জন্য ভাল অনুগ্রহ করে বলবেন কি।
১.উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম।
২.অঙ্কুরের বাংলা অপারেটিং সিস্টেম।
ইনস্টলের সময় বাংলা ল্যাঙগয়েজ সিলেক্ট করে দিলে যে কোন লিনাক্সে বাংলা দেখতে পাবেন।
আর আমি বলব আপনি অঙ্কুর ইউজকরুন । এতে উবুন্টুর সব কিছু সহ মালটিমিডিয়া কোডেকও রয়েছে এবং মিডিয়া প্লেয়ার রয়ে ছে আপনি সহজেই নানান ভিডিও ফরমেট দেখতে পাবেন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » উবুন্টু লিনাক্স ইনস্টলেশন নিয়ে আমার টিউটোরিয়াল
০.০৭৩৪৯৫৮৬৪৮৬৮১৬৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৫০২৭৫৪৫২২০৯৮ টি কোয়েরী চলেছে