টপিকঃ আসুন Firefox এর প্রয়োজনীয় ও মজার addon সম্পর্কে এখানে শেয়ার করি..
Web browsing এর জন্য সবচেয়ে জনপ্রিয় software Firefox'র রয়েছে প্রায় ১৩০০০ এর মত addons এবং এর সাথে প্রতিদিন আরও নতুন নতুন addon যোগ হচ্ছে । এর মধ্যে সবগুলো হয়ত তেমন উপকারী না বা সবার দরকারও হয়না। সুতরাং আসুন আমরা যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করি অথবা আমাদের কাছে ভাল লেগেছে সেই সব addon নিয়ে আলোচনা করি , আশা করি এতে সবাই উপকৃত হবে ।
তো শুরু করা যাক...
১. Paste and Go
কোন link কপি করে তা address bar এ paste করার পর enter না করে (Google Chrome এর মত) ঐ সাইটে যেতে পারবেন এই addon টির দ্বারা । Link কপি করার পর address bar এর উপর মাউসের ডান Button click করে "Paste and Go" তে click করুন তাহলেই হবে ।
Search করার জন্য Text copy করার পর একইভাবে Search bar এর মাউসের ডান Button click করে "Paste and Search" তে click করুন ।
২. Yes Popups
Popup মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে বিরক্তিকর । Firefox'র setting change করে বা addblock addon ব্যবহার করে সব popup block করা সম্ভব হয় না । আমি অনেক খোঁজাখুজি করে "Yes popup" নামে একটি addon পেয়েছি যা দিয়ে ৯৯%....
বাকিটা এখানে দেখুন.. http://forum.projanmo.com/topic16705.html
৩. Linkification
অনেক সময় দেখা যায় কোন webpage এ link দেওয়া থাকে কিন্তু link'র উপর click করা যায় না । এই addon টি website এর ঠিকানা যুক্ত text কে link এ convert করে দেবে । বাকিটা এখানে পড়ুন..http://forum.projanmo.com/topic16498.html
৪. Copy Link Text
মনে করুন web page এ দেওয়া কোন link এর text টি আপনার copy করা প্রয়োজন, সেক্ষেত্রে mouse এর left button hold করে আপনাকে ঔ অংশটি select করা লাগবে । আবার copy করতে গেলে দুর্ঘটনা বশতঃ link টাতে click হয়ে যায় । এই সমস্যা এড়ানোর জন্য "Copy Link Text" addon টি install করুন ।
এরপর থেকে উপরের চিত্রের মত "Copy Link text" নামে নতুন একটি option পাবেন ।
এটি একটি fun addon । এই addon টির দ্বারা যে কোন web page কে shoot-em up ভিডিও গেমে রুপান্তর করতে পারবেন । addon টি install করলে Navigational toolbar এ এর icon দেখতে পাবেন, এতে click করলেই ৩-২-১--- শুরু হয়ে যাবে খেলা, page টির যেকোন object এর উপর mouse click করুন আর দেখুন মজা ।
৬. FEBE
আমার মতে এটি firefox'র অন্যতম প্রয়োজনীয় একটি addon । এর মাধ্যমে আপনি Bookmark, Cookie, User name-password, Search plug in, History, Form fill history,Permission এমনকি addon গুলো পর্যন্ত .xpi format এ backup করে রাখতে পারবেন । Install করার পর এর option থেকে Directory সেট করে দিন যেখানে backup file গুলো জমা থাকবে । আপনার কি কি backup দরকার তা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবেন, চাইলে Schedule করে দিতে পারেন backup এর সময়টা ।
আবার পরবর্তিতে backup file গুলো restore করতে পারবেন আপনার প্রয়োজন মত ।
৭. Fission
এই addon টির সাহায্যে Safari, Avant এত মত progress bar দেখতে পাবেন address bar এ ।
Connection status ও Active link দেখতে পারবেন address bar এ (optional) । Progress color change পারবেন আপনার নিজের পছন্দ অনুযায়ি ।