Re: আসুন Firefox এর প্রয়োজনীয় ও মজার addon সম্পর্কে এখানে শেয়ার করি..
মাঝে একবার পেজের স্ক্রীণশট নেয়ার জন্য একটা এডঅন ইনস্টল করেছিলাম। তারপর থেকে র্যাম ইউজ বেড়ে গিয়ে ৬০০/৭০০ মেগা (শুধুমাত্র ফায়ারফক্স একাই) হয়ে গেল।
পরে বাদ দিতেই আবার সব ঠিকঠাক।
নির্জলা সত্যি কথা । একসময় আমি ফাস্টারফক্স নামে একটা অ্যাড-অন ব্যবহার করতাম। র্যাম খেত ৭০০ মেগা মত। প্রথম দিকে বুঝতে পারিনি এত মেমরি কিভাবে ফায়ারফক্স নিচ্ছে। তারপর এলিমিনিশন পদ্ধতিতে আবিষ্কার করলাম ঐ অ্যাড-অনটাই কালপ্রিট। সঙ্গে সঙ্গে আনইন্সটল।