টপিকঃ ভারচুয়ালবক্সে সারভার টেস্টিং করা যায় কি ?
ভারচুয়ালবক্সে গেস্ট ওএস কে সারভার হিসেবে তৈরী করে হোস্ট পিসি থেকে সেই সারভার ব্রাউস করার সিস্টেম আছে কোন ?
তাই সারভার নিয়ে গবেষনা ভারচুয়ালবক্সে করা যেত, বার বার ভিপিএসে ওএস রিইন্সটল দিতে হত না।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » ভারচুয়ালবক্সে সারভার টেস্টিং করা যায় কি ?
ভারচুয়ালবক্সে গেস্ট ওএস কে সারভার হিসেবে তৈরী করে হোস্ট পিসি থেকে সেই সারভার ব্রাউস করার সিস্টেম আছে কোন ?
তাই সারভার নিয়ে গবেষনা ভারচুয়ালবক্সে করা যেত, বার বার ভিপিএসে ওএস রিইন্সটল দিতে হত না।
অবশ্যই। আপনাকে হোস্ট আর গেস্টের মধ্যে বৃজিং করতে হবে।
আমি সাধারণত: ভিবক্সে দুইটা হোস্ট ইথারনেট ইন্টারফেস এনাবল করি (ম্যাক্সিমাম ৪টা দেয়া যায়)। প্রথমটা NAT, এবং দ্বিতীয়টা Bridge নেটওয়ার্ক দিয়ে রাখি।
বৃজ করা ইন্টারফেস দিয়ে আপনার গেস্ট সার্ভারে কানেক্ট করতে পারবেন। (উইন্ডোজে আরেকটু ঝামেলা আছে, নেটওয়ার্কিং সেন্টারে ভিবক্স এবং হোস্টের ল্যান কার্ডের এ্যাডাপ্টার সিলেক্ট করে বৃজ করতে হয়ে। লিনাক্সে ডাইরেক্ট হয়ে যায়)
ভিবক্স গেস্টের বৃজড ইথারনেট ইন্টার্ফেসের আইপি এ্যাড্রেসটা জানুন - ঐটা দিয়ে কানেক্ট করতে পারবেন (উপরের মত ২টা ইন্টারফেস দিলে eth1 ডিভাইস বৃজড হবে, শিওর না হলে দুইটাতেই পিং করেন)
দারান ট্রাই করেছি। কিন্তু গেস্টের আইপি বের করব কিভাবে। দেখি আগে ভারচুয়াল বক্স ওপেন করে ঘুতাই, পেয়ে যাবো মনে হয়।
সারিম ভাই এই ভিডিওটা দেখতে পারেন।
করতে পারিনি।
ডেবিয়ানে সারভার ইন্সটল করেছি।
ডেবিয়ানে,
ping 127.0.0.1
wget http://127.0.0.1
কাজ করতেছে। চেরোকির ডিফল্ট পেজ পাইতেছে।
কিন্তু
ifconfig -a
দিলে এইটা শো করে,
আর /etc/network/interfaces
এখানে লাস্টের দুই লাইন আমি যোগ করেছি। ইন্সটল দেওয়া সময় ভারচুয়ালবক্সের ইথারনেট LAN অফ করে রাখছিলাম, কারন অন থাকলে নেটের সাথে কানেক্ট হয়ে হাজারটা জিনিস নামানো শুরু করে।
ইন্সটল হওয়ার পরে eth0 এর জন্য লাস্টের ওই দুই লাইন যোগ করেছি।
ব্রিজড eth1 এর জন্য কি কি লেখা লাগবে এখানে ?
ভিবক্স ২+ এবং লিনাক্সের নতুন ভার্সনগুলোতে তো ম্যানুয়ালী TAP ইনস্টল করতে হয় না। অনেক আগে (ভিবক্স ১-এ) এইরকম বিদঘুটে ঝামেলা করতে হতো - এখন তো এসব কিছুই লাগে না। তবে আমি ল্যানকার্ড দিয়ে ইন্টারনেট (এডিএসএল) কানেক্ট করি - তাই হয়তো অটোমেটিক হয়ে যায়। আপনার পিসিতে ল্যান কার্ড এ্যাক্টিভ আছে?
127.0.0.1 শুধু লোকাল কার্ণেলের ইন্টারনাল নেমস্পেসে কাজ করে, এই আইপি দিয়ে কখনো এক্সটারনাল সিস্টেম এ্যাক্সেস করতে পারবেন না।
আর স্কৃণশটে দেখা যাচ্ছে গেস্টের eth1-এ শুধু IPv6 এনাবল আছে, IPv4 নাই। স্কৃণশটও অসম্পূর্ণ, eth0 কই?
বৃজড নেটওয়ার্কিং কাজ না করলে Internal অথবা Host-only মোডে এ্যাডাপ্টার সেট করেন (এই মোডে অবশ্য গেস্টে ইন্টারনেট এ্যাক্সেস পাবে না)
এখানে দেখতে পারেন: http://www.virtualbox.org/manual/ch06.h … rk_bridged
আপডেট:
ইন্সটল দেওয়া সময় ভারচুয়ালবক্সের ইথারনেট LAN অফ করে রাখছিলাম, কারন অন থাকলে নেটের সাথে কানেক্ট হয়ে হাজারটা জিনিস নামানো শুরু করে।
সম্ভবত: এই কারণে গেস্টের ইথারনেট সেটাপ কম্প্লিট হয় নাই। ল্যান এনাবল রেখে গেস্ট রি-ইনস্টল করুন (আমি এই সময় রাউটারটা আনপ্লাগ করে দেই তবে সব ডিভাইস এ্যাক্টিভেটেড থাকে)। গেস্টে ভিবক্সের গেস্ট টুলস ইনস্টল করেছেন?
ভাই আপনার গেস্টের /etc/network/interfaces ফাইলটা শেয়ার করেন একটু।
আপডেট:
করতে পেরেছি। গেস্টের জন্য প্রথমটা LAN কার্ড দিছি Host Only adapter -> vboxnet0 এবং ২য় টা দিছি NAT
এরপর ডেবিয়ানে গিয়ে,
nano /etc/network/interfaces এখানে লাস্টে
auto eth0
iface eth0 inet dhcp
auto eth1
iface eth1 inet dhcp
করছি। তারপর /etc/init.d/networdking restart মারলাম। কাজ হয়ে গেছে।
ঘটনা ঠিক বুঝলাম না? আমার লুসিডে গেস্ট হিসেবে এক্সপি আছে সেটায় XAMPP ইন্সটল দিলাম। কিন্তু লুসিড (হোস্ট ওএস) থেকে তো ব্রাউজ করা যাচ্ছে না। এক্সপির এক্ষেত্রে কি করবো? জানালে অনেক উপকার হতো।
সারা দুনিয়ার লিনাক্স সারভার ব্যবহৃত হচ্ছে আর আপনি উইন্ডোজ এক্সপিকে সারভার বানাইতে চাচ্ছেন
উইন্ডোজ কিভাবে হবে সেইটা আমি জানি না। আপনি গেস্টে ডেবিয়ান সেটাপ দিয়ে সারভার বানাতে পারেন। আমারটা জটিল চলতেছে
আপনি গেস্টে ডেবিয়ান সেটাপ দিয়ে সারভার বানাতে পারেন। আমারটা জটিল চলতেছে
কিভাবে জটিল চলিতেছে আমাদের জানানো যাবে কি? মাইনি কিভাবে কি করলেন তা জানতে চাচ্ছিলাম।
প্রথমে গেস্টে ডেবিয়ান সেটাপ দিন। তারপর সারভার যেমন চেরোকি বা অ্যাপাচি সেটাপ দিন।
ভারচুয়াল বক্সে, গেস্টের জন্য দুইটা LAN কার্ড অ্যাড করেন, আগেই বলছি , ওই ভাবে
গেস্টের জন্য প্রথমটা LAN কার্ড দিছি Host Only adapter -> vboxnet0 এবং ২য় টা দিছি NAT
এরপর ডেবিয়ানে গিয়ে,
nano /etc/network/interfaces এখানে লাস্টে
auto eth0
iface eth0 inet dhcp
auto eth1
iface eth1 inet dhcp
করছি। তারপর /etc/init.d/networdking restart মারলাম। কাজ হয়ে গেছে।
এরপর ব্রাসু ভাইয়ের কথা মত ifconfig -a কমান্ড দিন। দেখবেন আপনার আইপি টা পাবেন। যেমন আমি পাইছি 192.168.56.101/ ।
এখন হোস্টের ব্রাউসার যেমন গুগল ক্রোমে গিয়ে 192.168.56.101/ তে যান। দেখবেন কাজ করতেছে।
ওয়াও আজ ভারচুয়াল বক্সে উবিন্টু সার্ভার এডিশন ১০.৪ ইনস্টল করলাম। ফাটা-ফাটি চলিতেছে।
তবে নেট কানেক্ট করতে একটু বেজাল করলে ফেলেছি।
বৃজ করা ইন্টারফেস দিয়ে আপনার গেস্ট সার্ভারে কানেক্ট করতে পারবেন। (উইন্ডোজে আরেকটু ঝামেলা আছে, নেটওয়ার্কিং সেন্টারে ভিবক্স এবং হোস্টের ল্যান কার্ডের এ্যাডাপ্টার সিলেক্ট করে বৃজ করতে হয়ে। লিনাক্সে ডাইরেক্ট হয়ে যায়)
ভিবক্স গেস্টের বৃজড ইথারনেট ইন্টার্ফেসের আইপি এ্যাড্রেসটা জানুন - ঐটা দিয়ে কানেক্ট করতে পারবেন (উপরের মত ২টা ইন্টারফেস দিলে eth1 ডিভাইস বৃজড হবে, শিওর না হলে দুইটাতেই পিং করেন)
এভাবে কি গেস্টের ওয়েব সার্ভার হোস্টের বাইরের একই নেটওয়ার্কের অন্য কোন কম্পিউটার থেকে কেউ একসেস করতে পারবে??
বৃজড নেটওয়ার্কিং কাজ না করলে Internal অথবা Host-only মোডে এ্যাডাপ্টার সেট করেন (এই মোডে অবশ্য গেস্টে ইন্টারনেট এ্যাক্সেস পাবে না)
ঠিক বুঝলাম না। একটু বুঝিয়ে বলবেন প্লীজ?
আমার তো ব্রীজ দিলে গেস্টে ইন্টারনেট পাচ্ছে না কিন্তু সার্ভার পাচ্ছে। আবার হোস্ট-ওনলি দিলে উল্টোটা হচ্ছে। নেট পাচ্ছে কিন্তু সার্ভার পাচ্ছে না।
ঠিক বুঝলাম না। একটু বুঝিয়ে বলবেন প্লীজ?
আমার তো ব্রীজ দিলে গেস্টে ইন্টারনেট পাচ্ছে না কিন্তু সার্ভার পাচ্ছে। আবার হোস্ট-ওনলি দিলে উল্টোটা হচ্ছে। নেট পাচ্ছে কিন্তু সার্ভার পাচ্ছে না।
দুইটা নেটওয়ার্ক করেন । একটা NAT. এটা দিয়ে হেস্ট ইন্সটারনেট অ্যাক্সেস পাবে। আরেকটা করুন হোস্ট ওনলি -vboxnet0
আমারটা হচ্ছেনা কেন?
আপনাদের পরামর্শ অনুসারে আমার আইপি ১০.০.৩.১৫ কিন্তু হোস্টের মজিলাদিয়ে ব্রাউজ করলে
The connection has timed out
The server at 10.0.3.15 is taking too long to respond.* The site could be temporarily unavailable or too busy. Try again in a few
moments.* If you are unable to load any pages, check your computer's network
connection.* If your computer or network is protected by a firewall or proxy, make sure
that Firefox is permitted to access the Web.
আসে। আমার ভুল হচ্ছে কোথায়? আমার হোস্ট ল্যুসিড ভিএম এ উবুন্টু ১০.০৪ সার্ভার।
আপনি উপরেরটা দিয়ে ব্রাউজ করে দেখুন।
আর ওয়েব সার্ভার ইন্সটল করেছিলেন?
আপনি উপরেরটা দিয়ে ব্রাউজ করে দেখুন।
আর ওয়েব সার্ভার ইন্সটল করেছিলেন?
জ্বি করেছি এ্যাপাচি সার্ভার ইন্সটল করেছি। বিদ্যুৎ আসার পর [মাঝে লোডশেডের খপ্পরে ছিলাম] আমার বর্তমান আই পি কনফিগারেশন এটা-
আমি সারিম ভাইর মেথড অবলম্বন করেছি।
ভুল হচ্ছে, কিন্তু কোথায়? ifconfig -a কমান্ড দুইবারে দুই রকম আসলো কেন?
আপনার প্রথম ল্যান কার্ড টা কনফিগার হচ্ছে না। প্রথম টা NAT রাখুন (ফিক্সড)। এরপর দ্বিতীয়টা একটা একটা করে চেঞ্জ করে টেস্ট করে দেখুন। কোনটায় কাজ হয়। আমার দ্বিতীয়টায় ব্রীজ দিলে সার্ভার পেতাম। দেখুন আপনার বেলায় কোনটা কাজ করে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » ভারচুয়ালবক্সে সারভার টেস্টিং করা যায় কি ?
০.০৮০২৯৪৮৪৭৪৮৮৪০৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.২৮৮০৩৬৭২৪১৬২ টি কোয়েরী চলেছে