টপিকঃ বিদেশে স্টুডেন্ট ভিসায় যাওয়ার উপায়
আমি এইবার এইচ,এস,সি পরীক্ষা দিয়েছি।আমি চাচ্ছি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা কমপ্লিট করতে চাই।কীভাবে স্টুডেন্ট ভিসা পাওয়া যায়?খরচ কীরকম পরবে?বিস্তারিত জানান প্লিজ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » বিদেশে স্টুডেন্ট ভিসায় যাওয়ার উপায়
আমি এইবার এইচ,এস,সি পরীক্ষা দিয়েছি।আমি চাচ্ছি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা কমপ্লিট করতে চাই।কীভাবে স্টুডেন্ট ভিসা পাওয়া যায়?খরচ কীরকম পরবে?বিস্তারিত জানান প্লিজ।
এভাবে সুবিস্তৃত প্রশ্ন না করে স্পেসিফিক প্রশ্ন করা উচিত। যেমন, আপনি চাচ্ছেন বিজনেস নিয়ে আন্ডারগ্র্যাড লেভেলে পড়বেন। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমাকে সোশিওলজি'র আন্ডারগ্রাড ইনফো ও সাপ্লাই করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝেছেন।
গুগলের ব্যবহারটা শিখে ফেলুন। গুগল হলো ইন্টারনেটে তথ্যের সমুদ্রে একটা কম্পাস।
আমি আই,টি নিয়ে পড়তে চাই।কানাডা যাওয়ার ইচ্ছে।সার্চ ইঞ্জিন গুলায় স্পেসিফিক উত্তর পাইনা।তাছারা ফোরামে অনেক বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন।
http://www.uwaterloo.ca/canu/index.php
এই পেইজে কানাডার প্রায় সব ইউনি'র এড্রেস আছে। আপনার পছন্দের ইউনি'র সাইটগুলো ঘুরে দেখতে পারেন। তবে সাধারন ভাবে যা যা লাগতে পারে তা হলো-
১. স্যাট স্কোর
২. ইংরেজি পারদর্শীতার জন্য আইইএলটিএস
৩. আর্থিক সামর্থ
৪. ভাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড
এই তো। এবার খুঁজতে থাকুন। আবেদন করার সময় একটা ভাল ব্লেন্ড করুন। যেমন রেংকিংএ ভাল এবং মাঝারি ইউনি গুলো রাখুন। যাতে ভাল ইউনি না ডাকলেও যেন মাঝারিগুলো থেকে ডাক পান।
ধন্যবাদ নেজাম ভাই। আমি ইউনীগুলর সাইট ঘুরে আসতাসি।
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » বিদেশে স্টুডেন্ট ভিসায় যাওয়ার উপায়
০.০৫৩৩২৭০৮৩৫৮৭৬৪৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৪২৮৮৩৯৪১৫২১ টি কোয়েরী চলেছে