টপিকঃ ফোরামে সাবস্ক্রাইব করা প্রসঙ্গে
আমার ইচ্ছে হয় কোন একটি ফোরামে (একটি একটি টপিকে নয়) সাবস্ক্রাইব করতে যাতে সেই ফোরামে কোন পোস্ট হলে যেন আমি জানতে পারি। এটি কি সম্ভব?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » ফোরামে সাবস্ক্রাইব করা প্রসঙ্গে
আমার ইচ্ছে হয় কোন একটি ফোরামে (একটি একটি টপিকে নয়) সাবস্ক্রাইব করতে যাতে সেই ফোরামে কোন পোস্ট হলে যেন আমি জানতে পারি। এটি কি সম্ভব?
অবশ্যই সম্ভব। আপনি পোস্টগুলোর নিচে একটি লিঙ্ক পাবেন এই টপিকে এ সাবস্ক্রাইব করুন। ওখানে ক্লিক করলেই হবে।
কোন একটি টপিকে নয়, আমি জানতে চেয়েছি একটি ফোরামে সাবস্ক্রাইব করা যায় কি না। যেমন, আমি এই টপিকে সাবস্ক্রাইবড। উদাহরন স্বরুপ বলা যায় আমি চাই "পরামর্শ-সমস্যা-সমাধান" ফোরামেই সাবস্ক্রাইবড করতে যাতে এই ফোরামে কোন পোস্ট হলেই যেন জানতে পারি।
ওহ! আমি বুঝতে পারিনি। সম্ভবত মনোযোগ দিয়ে না পড়েই উত্তর দিয়েছিলাম।
না এখন পর্যন্ত এটি সম্ভব নয়। এর জন্য একটা এড-অন পাওয়া যায় সম্ভবত। কিন্তু এর চাহিদা কম বলে যোগ করিনি। আর বেশি এড-অন যোগ করলে ভার্সন আপগ্রেডের সময় সমস্যায় পড়তে পারি, এই ভয়ে অনেক সুন্দর সুন্দর ফিচার এড করতে পারছি না।
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » ফোরামে সাবস্ক্রাইব করা প্রসঙ্গে
০.০৩২৬৭০৯৭৪৭৩১৪৪৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৪.৯০১২৬৯১৯২৫৯৭ টি কোয়েরী চলেছে