টপিকঃ নতুন মডারেটর

দেখতে ভাল লাগছে যে ফোরামের সদস্য সংখ্যা বাড়ছে এবং সে সাথে একটিভ পোস্টকারীর সংখ্যাও বাড়ছে। ফলে প্রতিদিন অনেক পোস্ট হচ্ছে যা ২/১ জনের পক্ষে মডারেশন করা সম্ভব নয়। সেই প্রয়োজনেই ফোরামে আজকে থেকে আরও দুইজন মডারেটর এর যুক্ত হচ্ছে। তাদের সাথেই আলোচনা করেই এ সিন্ধান্ত নেয়া হয়েছে। এরা দুইজনই আমাদের সবার পরিচিত।
১. মাঞ্চুমাহারা (manchumahara)
২. বিপ্রতীপ

আশা করি আপনারা সবাই নতুন মডারেটরবৃন্দকে সহযোগিতা করবেন।

Re: নতুন মডারেটর

roll

Re: নতুন মডারেটর

ওরে জেনে শুনে মাইনকা চিপায় পড়লাম রে...b-(~X(

Re: নতুন মডারেটর

নতুন মডারেটরদের প্রতি:
আপনারা মডারেটর ফিচারগুলো একটু এক্সপ্লোর করুন। আর প্রাথমিক অবস্থায় যে কোন বিষয়ে বর্তমান মডারেটরদের কাছ থেকে সাহায্য বা পরামর্শ নিন।

ধন্যবাদ।

Re: নতুন মডারেটর

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন সুমন (২৩-০৬-২০০৭ ২১:১৪)

Re: নতুন মডারেটর

বিপ্র ও মাঞ্চুমাহারাকে অভিনন্দন।
গতবার সবাই আমারে ভাঙ্গাইছে। এইবার বিপ্র আর মাঞ্চুরে পাইছি। dancing

কোডার ভাই, আর একবার যে প্রোগ্রাম করা লাগে। প্রোগ্রাম না করে গেলে খবর আছে কইলাম।;q

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: নতুন মডারেটর

মোবারক হো... মোবারক হো ...

কিছু জ্ঞানের কথা ঝাড়ি ... ...

রিলে রেসের মত, ব্যাটন হাত বদল হওয়া জরুরী। অন্তত পক্ষে রাজনৈতীক দলগুলির মত পরিবারতন্ত্র যেন গেঁড়ে না বসতে পারে .... এজন্য হলেও।

জাপানে, দেখি অফিসগুলোতে কিছুদিন পর পরই স্টাফ অদল বদল হয়। এতে যেটা হয়... দূর্নীতির সুযোগ কমে যায়। তাছাড়া কাজে বৈচিত্র থাকে বলে ব্যাপারটা উপভোগ্য হয়। আর সকলে ঘুরে ঘুরে সকল ডেস্কে কাজ করে বলে, কারো অনুপস্থিতিতে পরিস্থিতি ভালভাবে সামলাতে পারে (হয়ত আগের ৬ মাস সে ঐ ডেস্কে কাজ করেছিল!)।

বিশ্ববিদ্যালয়ে, প্রফেসরগণ ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকেই হেড অব দা ডিপার্টমেন্ট হতেন। এতে সকলেরই কিছু দ্বায়িত্বপূর্ণ কাজ করার (প্রশাসনিক) অভিজ্ঞতা হয় ... প্রশাসন ভিন্ন বৈচিত্রে সমৃদ্ধ হয়।

-------
আমাদের কোডার ভাই এখন অধিকমাত্রায় ফোরামের উন্নয়নে মন দিতে পারবেন। হয়ত অচিরেই আমরা দারুন সব চমক দেখতে পারব। (ফাঁস করলাম না .... সুমন, আরাফাত ভাই জানেন ব্যাপারটা)

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: নতুন মডারেটর

ধন্যবাদ সবাইকে ...
আশা করি, দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো এবং সবাই সর্বাত্বক সহযোগিতা করবেন... smile

Re: নতুন মডারেটর

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন রুমন (২৩-০৬-২০০৭ ২২:৩৮)

Re: নতুন মডারেটর

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: নতুন মডারেটর

বিপ্র ভাই, মাঞ্চু ভাই উভয়কেই অভিনন্দন।

১২

Re: নতুন মডারেটর

দেখা যাক কি হয়। অভিনন্দন বিপ্রদা এবং মাঞ্***া।

১৩

Re: নতুন মডারেটর

আমার ব্যাক্তিগত উপলব্ধিতা.........বিপ্র ও মাঞ্চুর কাঁধে মোডারেটরের গুরুদায়িত্ব দেয়ায়...............ফোরামটা বোধ হয়  আরও প্রসিদ্ধ হতে চলেছে......................। বিপ্র ও মাঞ্চুকে আমার আন্তরিক অভিনন্দন।

প্রত্যাবর্তনের পথে কিছু কিছু ‘কস্ট্‌লি’ অতীত থেকে যায়।
কেউ ফেরে, কেউ কেউ কখনো ফেরে না, কেউ ফিরে এসে কিছু পায়।
মৌলিক প্রেমিক আর কবি হলে অধিক হারায় - কবি হেলাল হাফিজ

১৪

Re: নতুন মডারেটর

বিপ্র ও মাঞ্চুমাহারা,

তোমাদের কে আমার প্রাণঢালা অভিনন্দন রইল!(y) তয় কামে ফাঁকি দিলে কিন্তু ghusi দিয়াম lol2
ভালো থেকো...

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: নতুন মডারেটর

বিপ্র ও মানচুমাহারা...দুজনকেই.... মনির এবং তিশার পক্ষ থেকে শুভেচ্ছা...কিন্তু... মিষ্টি কই....??

মিষ্টি খাওয়াবে না..কেউ?

১৬

Re: নতুন মডারেটর

১৭

Re: নতুন মডারেটর

ধন্যবাদ উদাসীন ভাই।তবে আপনি এতো উদাসীন কেন -মাঝে মাঝে ফোরামে একটু আসলেও তো পারেন।প্রায়ই মাঝে মাঝে  অনেক দিন উধাও হয়ে যান

মনি চালায় যাও.দেশে আসো অবশ্যই মিষ্ট খাওয়াবো।তবে একা আসলে হবে না,সাথে করে ঐ যে কে যেন তাকে আনতে হবে.।।

১৮

Re: নতুন মডারেটর

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১৯

Re: নতুন মডারেটর

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (২৫-০৬-২০০৭ ০০:১৩)

Re: নতুন মডারেটর