টপিকঃ নতুন মডারেটর
দেখতে ভাল লাগছে যে ফোরামের সদস্য সংখ্যা বাড়ছে এবং সে সাথে একটিভ পোস্টকারীর সংখ্যাও বাড়ছে। ফলে প্রতিদিন অনেক পোস্ট হচ্ছে যা ২/১ জনের পক্ষে মডারেশন করা সম্ভব নয়। সেই প্রয়োজনেই ফোরামে আজকে থেকে আরও দুইজন মডারেটর এর যুক্ত হচ্ছে। তাদের সাথেই আলোচনা করেই এ সিন্ধান্ত নেয়া হয়েছে। এরা দুইজনই আমাদের সবার পরিচিত।
১. মাঞ্চুমাহারা (manchumahara)
২. বিপ্রতীপ
আশা করি আপনারা সবাই নতুন মডারেটরবৃন্দকে সহযোগিতা করবেন।