টপিকঃ মাইক্রোসফট একসেসের বিকল্প
ডেস্কটপ কম্পিউটারে যারা ডাটাবেজ ব্যবহার করেন তাদের নিকট মাইক্রোসফট একসেস অপরিচিত নয়। মাইক্রোসফট একসেস মূলত ডেস্কটপ ডাটাবেজ এপ্লিকেশন। এর মাধ্যমে আপনি একটি ফাইলে সুন্দর ডাটাবেজ তৈরি করে ফেলতে পারবেন। তবে সেটিকে কোনো ডাটাবেজ সার্ভারের রাখা যাবে না। আর ডাটাবেজ সার্ভারে রাখলে বিশেষ ব্যবস্থায় সেটির ইন্টারফেস ওয়েবে প্রকাশ করতে হবে। যেমন আপনি ওয়েব সার্ভারে রেখে সেটিকে পিএইচপি কিংবা এএসপি’র মাধ্যমে প্রকাশ করতে পারেন। তবে বর্তমানের মাইক্রোসফট একসেস ডাটাবেজকে মাইক্রোসফট এসকিউএল সার্ভারে প্রকাশ করার জন্য Upsize উইজার্ড আছে যা ব্যবহার করে মাইক্রোসফট একসেস ডাটাবেজকে মাইক্রোসফট এসকিউএল ডাটাবেজে কনভার্ট করতে পারবেন।
এতদিন যাবৎ লিনাক্স ও ওপেন সোর্স ঘরানার সফটওয়্যারে বড় ঘাটতি ছিল মাইক্রোসফট একসেসের মতো ডেস্কটপ ডাটাবেজ এপ্লিকেশনের। ওপেন সোর্স MySQL অনেক সুবিধার হলেও নবীশ ইউজাররা মাইক্রোসফট একসেসের মতো কোনো ডাটাবেজ চেয়ে আসছে যাতে একটি ফাইল কপি করার মাধ্যমেই তারা সেই ডাটাবেজটি ব্যবহার করতে পারে। তাদের সেই আশা এখন পূরণ হয়েছে বলা চলে।
মাইক্রোসফট একসেসের বিকল্প হিসেবে দুটি ওপেন সোর্স ডাটাবেজ সফটওয়্যার ব্যবহৃত হতে পারে।প্রথমটি হলো OpenOffice.org Base, দ্বিতীয়টি হলো Kexi।
ওপেনঅফিস.ওরগ বেজ এর মাধ্যমে আপনি MySQL সার্ভারের ডাটাবেজ তৈরি করতে পারবেন, আবার একসেসের মতো ডেস্কটপ ডাটাবেজ ফাইলও তৈরি করতে পারবেন। এটিতে আপনি উইজার্ড ব্যবহার করেও নূতন ডাটাবেজ তৈরি করতে পারেন। উইজার্ডের সাহায্যে SQLকোয়েরি, টেবিল, ফরম, ইত্যাদির তৈরির সুবিধা আছে। আবার উইজার্ড ছাড়াও এসব তৈরি করতে পারেন। ওপেনঅফিস প্যাকের সাথে ডিফল্ট হিসেবে এটি ইনস্টল হবে।
Kexi হলো ডাটাবেজ এপ্লিকেশন তৈরির জন্য Rapid Application Development বা RAD টুল। এর মাধ্যমেও আপনি MySQLডাটাবেজ কিংবা ডেস্কটপ ডাটাবেজ তৈরি করতে পারবেন।
উইন্ডোজ ও লিনাক্স উভয় অপারেটিং সিস্টেমেই চলবে এ দুটি ডাটাবেজ এপ্লিকেশন।
বিস্তারিত: কেক্সি এবং ওপেনঅফিস.ওরগ বেজ
আমার ব্লগ