টপিকঃ আমার ডাক কি শুনতে পাচ্ছেন আপনাদের সাহায্য কামনা করছি।
আমার কিছু সাহায্য দরকার। আমি বরাবরই আমার সমস্যা গুলো ফোরাম থেকে সাহায্য নিয়ে সমাধান করে থাকি। তাই আজও একটি বিষয়ে সাহায্য চাচ্ছি আশা করি সাহায্য করবেন সবাই। আমার আগামী ১১-০৬-২০১০ তারিখে পল্লী বিদ্যুতে জুনিয়র আইটি পদে পরীক্ষা হবে। এর আগে কথনও পরীক্ষা দেইনি তাই বুঝতে পারছি না কি পড়ব সব প্রশ্ন অবজেকটিক সিস্টেমে আসবে শুনলাম কম্পিউটার বিষয়ের উপরই টুকটাক সব প্রশ্ন করা হবে। এখন আমার হাতের কাছে তেমন কোন কম্পিউটারের বই নেই পড়ার মত। তাই ফোরামের সবার কাছে আমার অনুরোধ য়ে কোন ভাবে আমাকে সাহায্য করবেন এবং কম্পিউটার বিষয়ের উপর কোন বাংলা সাইট জানা থাকলে লিংক দিবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ।