২ ২১-০৬-২০০৭ ১৩:৩২ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (২২-০৬-২০০৭ ১০:১৮)
Re: ছবির ধাঁধাঁ - ০৬
পার্থক্যসমূহ:
১.জেরি'র বাম কান
২.জেরি'র কাগজ ধরা ডান হাত
৩.বুলডগের মাথা-কানের আকার
৪.বুলডগের গলায় বেশ্টের বোতামগুলির রঙ
৫.বুলডগের মাথার পাশে দেখা যাওয়া হালকা সবুজ রঙের ঝোপের আকার
৬.ছবির বামপাশে আকাশের মেঘ
৭.জানালার পাল্লার আকার
৮.
৯.
১০.
টম এন্ড জেরি'র জেরিকে পূর্বে ভুলবশত: মিকি মাউস বলেছিলাম আমি। ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ইশতিয়াককে ধন্যবাদ।
Re: ছবির ধাঁধাঁ - ০৬
পার্থক্যসমূহ:
১.জেরির বাম কান নাই
২.স্পাইকের গলার বেল্টের সূচের আকার সবুজ ও হলুদ
৩.আকাশে মেঘ নাই
৪.কাগজের উপরের জেরির হাত নাই
৫.জানলার বেশি চওড়া
৬.স্পাইকের মাথামোটা
৭.স্পাইকের ভুরু লম্বা
গাড়ি চাপা পড়ে সে।
Re: ছবির ধাঁধাঁ - ০৬
ছবির ধাঁধাঁর উত্তর -
১। ডান পাশের ছবিতে বাম দিকের মেঘ নেই
২। বাম পাশের ছবিতে বাম দিক থেকে দ্বিতীয় মেঘের দৈর্ঘ্য ডান পাশের ছবির মেঘের চাইতে কম
৩। বাম পাশের ছবিতে স্পাইকের (কুকুরের) কানের দৈর্ঘ্য বেশী
৪। বাম পাশের ছবিতে স্পাইকের মাথার উচ্চতা বেশী
৫। ডান পাশের ছবিতে স্পাইকের ডান চোখের উপরের ভুরু লম্বা
৬। স্পাইকের গলার বেল্টের বোতামের রং দুই ছবিতে দুই রংয়ের - সবুজ ও হলুদ
৭। বাম পাশের ছবিতে কাগজের উপরে জেরীর হাত নেই
৮। বাম পাশের ছবিতে জেরীর কান নেই
৯। জানালার পাল্লার আকার দুই ছবিতে দুই রকমের
১০। জেরী যে টেবিলটির উপরে দাড়িয়ে আছে সেই টেবিলটির (বাম দিক থেকে) তিন নাম্বার পায়াটির আকার দুই ছবিতে ভিন্ন।