এর উত্তর তো কয়েকবারই দিলাম। সফটওয়্যার বিক্রি করতে ও কিনতে কোন সমস্যা নাই। এখানে কথা হচ্ছে, আমরা যেন চুরি না করি। চুরি করার জন্য যে দোহাই দেয়া হয় - উইন্ডোজ সেরা। সেটা খন্ডানোর জন্যই লিনাক্সওয়ালাদের এত চিল্লাচিল্লি করতে হয়। টাকা দিয়ে উইন্ডোজ কিনে, গেম কিনে চালান আপনার ভাল লাগলে, কেউ না করছে না। কিন্তু চুরি করার অপবাদ থেকে মুক্ত হওয়াটা জরুরী।
আর দামী সফটওয়্যারের তুলনায় যদি ফ্রি সফটওয়্যারে ভাল কাজ করা যায়, তবে চুরি করার প্রয়োজনটাই বা কি?
ভাল জিনিস হলে টাকা দিয়ে কিনতে আমার আপত্তি নাই। আমি ম্যাক ওএসএক্স কিনেই ব্যবহার করি। আরও অনেক সফটওয়্যারই আমি কিনেছি। লিনাক্সেও সফটওয়্যার কিনে ব্যবহার করা যায়। রেডহ্যাট লিনাক্স কিনে ব্যবহার করতে হয়। ম্যাটল্যাব, ম্যাথমেটিকা সহ বিভিন্ন গাণিতিক সফটওয়্যার লিনাক্সেও কিনে ব্যবহার করতে হয়। এগুলোর ফ্রি বিকল্পও আছে। কিন্তু কারও যদি সত্যিকারের প্রয়োজন হয়, তবে সে এগুলো কিনেই লিনাক্সে ব্যবহার করে।
সফটওয়্যার চুরি করাটা এখন আমাদের কাছে প্রয়োজন না। এটা একটা নেশার মত। কার হার্ডডিস্কে কত লক্ষ সফটওয়্যার আছে, সেই প্রতিযোগিতা। এই ফোরামেই এ ধরণের টপিক আছে। একজন মানুষ খুব বেশি হলে গোটা দশেক সফটওয়্যারে পারদর্শী হতে পারে। একটা সফটওয়্যার চালানোর দক্ষতা অর্জন করা খুব সহজ কাজ নয়। একজন গ্রাফিক্স ডিজাইনার ফটোশপ শিখতে শিখতেই জীবন পার করে দিতে পারবে। লক্ষাধিক সফটওয়্যার চালানোর-শেখার কোন সময়ই কোন মানুষের নাই।
সাধারণ ব্যবহারের জন্য হাজার-হাজার ডলার মূল্যের সফটওয়্যার লাগে না। যার মোবাইল ক্যামেরায় তোলা ছবি রিটাচ করার জন্য সফটওয়্যার দরকার, তার পিকাসা জাতীয় ফ্রি সফটওয়্যারই যথেষ্ট। অযথা ফটোশপ চুরি করে চোরের লেবেল লাগানোর তো কোন দরকার নাই।