১২১ ০৯-০৬-২০১০ ১৭:২১
১২৫ ১০-০৬-২০১০ ০২:২৪
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
১২৭ ১২-০৬-২০১০ ০১:৪২
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
মনে হয় এই টপিকটা এইখানেই শেষ।
উইন্ডোজ প্রেমীদের হালে পানি নেই।
কম্পিউটার থাকুক ভাইরাসমুক্ত,
দেশ থাকুক দূর্নীতিমুক্ত।
১২৮ ১২-০৬-২০১০ ১১:০১
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
আমি উবুন্তু ব্যবহার করি। তবে নতুন। অনেক কিছুই বুঝে উঠতে পারছি না। Gnome Panel লোড হয় না, বারবার রিস্টার্ট দিলে তবেই একসময় লোড হয়। কখনো কখনো লোড হলেও সময়টা লুকিয়ে থাকে।
সাউন্ড নিয়ে খুবই ঝামেলায় আছি। সাউন্ড আউটপুট ঠিকাছে, ইনপুট কাজ করে না। উইন্ডোজে ঠিকই কাজ করে।
স্কাইপি কাজ করে না ঠিকমতো। সাউন্ড প্রবলেম। আরো সমস্যা উবুন্তুতে ক্যামেরার ছবি আপসাইড ডাউন আসে।
গুগলকে খুঁচিয়েও লাভ হয় নি। নতুন বলেই হয়তো।
আমার বিশ্বাস সমস্যাগুলোর উপযুক্ত সমাধান আছে। নতুন বলেই হয়তো ধরতে পারছি না, গুগলের সমাধান গুলোকেও কাজে লাগাতে পারছি না।
তবুও সুখে আছি, পাইরেটেড সফ্টওয়ারতো আর ব্যবহার করছি না।
১২৯ ১২-০৬-২০১০ ১১:৪৮
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
ধানসিঁড়ি, আপানি আলাদা একটি টপিক খুলুন।
সেখানে আপনার প্রশ্নের উত্তর দেয়া যাবে।
১৩০ ১২-০৬-২০১০ ১১:৫০ সর্বশেষ সম্পাদনা করেছেন arnob216 (১২-০৬-২০১০ ২০:০৩)
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
১৩১ ১২-০৬-২০১০ ১৪:২৩
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
@অর্ণব২১৬,
কী এমন করেছিলেন যে পার্টিশন ও ডেটা গায়েব হল?
আমি গত তিন বছরে একবারও এই কর্মটি করতে পারিনি । এমনকি আমার সাথে ফোনে কনসাল্ট করে নতুন কিছু ব্যবহারকারী ইনস্টল করতে গিয়েও কখনো এ ধরণের বিপদে পড়েনি।
ছুরি দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। এখন সেটা দিয়ে কেউ নিজের অদক্ষতার কারণে হাত কেটে ফেলে ছুরিকে দোষারোপ করাটা কতটা যুক্তিযুক্ত?
১৩২ ১২-০৬-২০১০ ১৫:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন কবির (১২-০৬-২০১০ ১৬:০৮)
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
১৩৩ ১২-০৬-২০১০ ১৭:০৪ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১২-০৬-২০১০ ১৯:৫৬)
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
১৩৫ ১২-০৬-২০১০ ১৯:৫৯
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
১৩৬ ১২-০৬-২০১০ ২০:৫৬ সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী৮৩ (১২-০৬-২০১০ ২০:৫৮)
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
অর্ণব ভাই, লিনাক্স মিন্ট অল্প কয়েকদিন চালিয়েছিলাম, তবুও যতদূর জানি ওটাতে উবুন্টুর সবকিছুই চালানো যাবে।
মিন্টে Winamp এর বিকল্প চাচ্ছিলেন ? Audacious ইন্সটল করে দেখুন তো
Power DVD কি হিসেবে আপনার ভালো লাগে জানিনা (আমার কাছে প্রসেসরের ক্ষমতার অপচয় মনে হয়) তবে মিন্টে SMplayer, VLC এই দুটো সবগুলো ফরম্যাটই সাপোর্ট করে। কোয়ালিটি আমার কাছে উইন্ডোজের থেকে ভালই লাগে।
আপনার যদি মিন্টের উইন্ডো ম্যানেজার (নটিলাস বলে এটাকে ? ) পছন্দ না হয়ে থাকে তাহলে Dolphin টা ইন্সটল করে দেখতে পারেন। আমার কাছে এটা বেশ জোশ লাগে।
ডিস্ক ইউটিলিটি র কথা শাবাব ভাই বলেই দিয়েছেন, নতুন করে বলার দরকার দেখিনা। তবে উইন্ডোজের পার্টিশন ম্যানেজার থাকার পরও যেকারনে আপনি ম্যাজিক পার্টিশন জাতীয় সফটওয়্যার ব্যবহার করেন, ঠিক সেকারনেই জিপার্টেড ব্যাবহার করেছেন। আর ডিস্ক পার্টিশনিং যথেষ্ঠ সেনসিটিভ বলেই কি মনে হয় না আপনার কাছে ? আপনার ডাটা লসের কারনটা নিশ্চিত না, জেনে শুনে আমার লিনাক্সের দায়ভার আমি কখনো উইন্ডোজ কে দেই নাই (বিড়ালের হাতে দুধ পাহাড়া ? ) প্রথমবার আমার একটা হার্ডডিস্কে উ্ইন্ডোজ ৭ আর এক্সপি রেখে আরেকটা ৪০গিগার হার্ডডিস্কে উবুন্টু সেটআপ দিয়েছিলাম। গ্রাব আলাদা রেখে। শুধু বুট করার সময় কোন হার্ডডিস্ক থেকে বুট করবে সেটা সিলেক্ট করে দিতাম। পরে অবশ্য গ্রাব আপডেট করে সবগুলোকেই একই লিস্টে নিয়ে এসেছি।
ডাউনলোডের জন্য আমি ফায়ারফক্সের "ডাউনলোড দেম অল" ব্যবহার করি। যথেষ্ঠ ভাল লাগে। এছাড়াও অনেকগুলো আছে, গুগোল করলেই পেয়ে যাবেন।
বুটিং অপশন পাল্টানো খুবই জরুরী ??? সফটওয়্যার সেন্টারে Grub লিখে সার্চ দিন, গ্র্যাব এডিট করার মত বেশ কিছু সফটয়্যার পেয়ে যাবেন।
পিকাসা ??? মিন্ট থেকে Google.com/picassa তে যান নাই বুঝি ?
নোকিয়া পিসি সুইট দিয়ে কি কি সুবিধা পাচ্ছেন বাড়তি সেটা জানালে অল্টারনেটিভ খুঁজে দেয়ার চেষ্টা করতাম।
মিন্টের নতুনটায় নাকি গেম বাদ দিসে নাকি যেন শুনছিলাম। তবে উবুন্টুতে ঠিক ই আছে।
আমি ফোনেটিকে লিখি না, আইবাস (iBus) এ ইউনিজয় দিয়ে লিখি। তবে Sciim নিয়ে যেমনটা বলছেন, তেমনতো আমার করতে হয় নি আগে কখনো, দুইটি ফাইল বোধহয় ডাউনলোড করা লেগেছিল শুধু।
লিনাক্স আপডেট আপনাকে কি এরর দিলো বুঝলাম না। এরর মেসেজ টা জানালে কিছু বলতে সুবিধা হতো। যদি আপডেট করতে গেলে আধা আধি হওয়ার পর ঝামেলায় পড়েছে জাতীয় মেসেজ দেয় তাহলে টার্মিনালে sudo apt-get clean লিখে এন্টার মারুন। পাসওয়ার্ড দিন। তারপর আবার আপডেট চেষ্টা করুন।
ব্যাকআপ ড্রাইভ ??? aptonCD ব্যবহার করে দেখেছেন ? ওর মত Awesome জিনিস আমি এখনো উইন্ডোজে পাইনি। আপনার যতকিছু আপডেট একবার ডাউনলোড করেছেন, পুরোটাকে একবার ব্যাকআপ করে ফেলা যায়। তারপর যতবারই লীনাক্স সেটআপ করেন না ক্যান, একবার এপ্টন থেকে রিস্টেোর করে নিয়ে জাস্ট সিলেক্ট করবেন কোনটা কোনটা ইন্সটল করতে হবে, সে সাথে সাথে ইন্সটল করে নিবে। এমনকি লীনাক্সের আপডেট গুলোও।
লিনাক্সে সুইচ করা খুব সহজ না, আমি নিজে দুইমাস লাগিয়েছি উবুন্টুতে সুইচ করতে (যদিও প্রচুর আলসেমী করতাম), মিন্টে অবশ্য কম লাগার কথা একটু। কিন্তু সুইচ করে ফেলায় বেশ শান্তি। আপাতত উইন্ডোজেই থাকুন, ভার্চুয়াল বক্সে মিন্ট সেটআপ করে নানা রকম ঘাটাঘাটি করুন, বিভিন্ন সফট্য়্যার ইন্সটল করে দেখুন (আপনার জন্য সেটাই সবচেয়ে ভাল হবে, ডাটা লস ছাড়াই নিশ্চিন্তে শিখতে পারবেন মিন্ট/উবুন্টু কি জিনিস) তবে একটা জিনিস, পিউর লিনাক্সে স্বাদ নিতে অনেকেই উবুন্টুর কথা বলেন, আপনিও একবার চেষ্টা করবেন নাকি ?
১৩৮ ১২-০৬-২০১০ ২১:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১২-০৬-২০১০ ২১:৫৬)
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
১৩৯ ১২-০৬-২০১০ ২২:৪৭ সর্বশেষ সম্পাদনা করেছেন তৌফিক ইমাম (১২-০৬-২০১০ ২২:৫৪)
Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
FFmpeg version SVN-r0.5.1-4:0.5.1-1ubuntu1, Copyright (c) 2000-2009 Fabrice Bellard, et al.
configuration: --extra-version=4:0.5.1-1ubuntu1 --prefix=/usr --enable-avfilter --enable-avfilter-lavf --enable-vdpau --enable-bzlib --enable-libgsm --enable-libschroedinger --enable-libspeex --enable-libtheora --enable-libvorbis --enable-pthreads --enable-zlib --disable-stripping --disable-vhook --enable-runtime-cpudetect --enable-gpl --enable-postproc --enable-swscale --enable-x11grab --enable-libdc1394 --enable-shared --disable-static
libavutil 49.15. 0 / 49.15. 0
libavcodec 52.20. 1 / 52.20. 1
libavformat 52.31. 0 / 52.31. 0
libavdevice 52. 1. 0 / 52. 1. 0
libavfilter 0. 4. 0 / 0. 4. 0
libswscale 0. 7. 1 / 0. 7. 1
libpostproc 51. 2. 0 / 51. 2. 0
built on Mar 4 2010 12:35:30, gcc: 4.4.3
Seems stream 0 codec frame rate differs from container frame rate: 2000.00 (2000/1) -> 23.98 (24000/1001)
Input #0, flv, from '/home/tonmoy/Desktop/date.flv':
Duration: 00:03:26.33, start: 0.000000, bitrate: 255 kb/s
Stream #0.0: Video: h264, yuv420p, 320x172 [PAR 1:1 DAR 80:43], 255 kb/s, 23.98 tbr, 1k tbn, 2k tbc
Stream #0.1: Audio: aac, 22050 Hz, stereo, s16
Unknown encoder 'libmp3lame'
Press Enter to Continue