তারিক ভাই, উন্মাতাল ভাই, আমি আপনাদের অনেক কথার/পয়েন্টের সাথে সহমত।
অবশ্যই উইন্ডোজে যা করা যায় লিনাক্স দিয়ে তা করতে পারা যায় বা যাবে। অবশ্যই উইন্ডোজের চেয়ে লিনাক্স আমাদের মত একটি গরীব দেশের জন্য বেশি গ্রহনীয়,কারন লিনাক্স ফ্রী এবং ফ্লেক্সিবল। অবশ্যই আমাদের উচিত ব্যাক্তিজিবনে লিনাক্সকে প্রাধান্য দেয়া।
তবে আমি কিন্তু সম্পুর্ন ভিন্ন এক বিষয়ে ফোকাস করেছিলাম। সেটা হলো কর্পোরেট লেভেল!!! আচ্ছা, বাংলাদেশের কয়টি ব্যাংক বর্তমানে লিনাক্স ব্যবহার করছে? অথবা,আমাদের দেশের পুজিবাজারে হাজার হাজার কোটি টাকার লেনদেন যে TESA application টি দিয়ে হচ্ছে,তা কি লিনাক্স এ ব্যবহার করা হয়? আপনারা কি জানেন, হাজার হাজার যুবক এখন দেশের ব্রোকার হাউজগুলোতে চাকুরী করছে,অর্থ উপার্জন করছে এবং তারা শুধু উইন্ডোজ এনভাইরনমেন্টে কাজ করছে?
আমি রিয়ালিটিতে ফোকাস করছি,থিওরিতে নয়। তাছারা,আমার মেইন কনসার্ন হল, অর্থনৈতীক। কোন ওএস কতটা কুল তা নয়।
না,আমার ক্লায়েন্টদের আমি চাইলেই লিনাক্স ব্যবহার করাতে পারব না,অথবা লিনাক্স ব্যবহার করার মত অবস্থা তৈরী করতে বা করাতে পারব না। উদাহরন হলো,আমাদের এক ক্লায়েন্ট Citrix Metaframe নামক এক ধরনের সার্ভার ব্যবহার করে। আমরা যখন কাজ করি,তখন তাদের মাদার সার্ভারে আমাদের লগিন করতে হয় তাদের তৈ্রী আর একটি client application দিয়ে। এই client application উইন্ডোজ ছাড়া run করবে না,এবং একটা secured channel এর মাধ্যমে ডেটা আদান প্রদান করে। অর্থাৎ আমাদের কাজের জন্য উইন্ডোজের কোন বিকল্প নেই।
আমি কিন্তু এমন অনেক অফিসিয়াল কাজ দেখেছি,যেটা উইন্ডোজ ছাড়া নরমালি করা যায়না। অথবা ক্লায়েন্টদের MOU তে স্পস্ট করে লিখা থাকে - উইন্ডোজ এনভাইরনমেন্টে কাজটা করতে হবে। আমার মনেহয়,আপনাদের অনেকেরই বাইরের দেশের সাথে কাজ করার অভিজ্ঞতা নেই। তাই হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না/পারবেন না।
যেমনটি আমি নিজেও বলেছি আর আপনারাও বলছেন- মাইক্রসফট মনোপলি বিজনেস করে। একটি বিশাল কর্পোরেট মার্কেট তারা এখনও কন্ট্রল করে মনোপলির মাধ্যমে । সেটা শুধু আমেরিকাতে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও। আমেরিকার গভর্নমেন্টও তাদের সাপোর্টে আছে। বাংলাদেশের মত একটা গরীব দেশেও হয়তো তারা এক সময় তাদের মনোপলি বিজনেস শুরু করবে। আমাদের গভর্নমেন্ট তাদেরকে মেনে নিতে বাধ্য হবে। এখানে আমাদের তেমন কিছুই করার নেই। মাইক্রসফট যদি আমাদের গভর্নমেন্টকে দেশের ইমপর্টেন্ট সেক্টরগুলোতে তাদের ওএস ব্যবহার করতে বাধ্য করে(তাদের এই ক্ষমতাটা আছে),তাহলে আমাদের জব মার্কেটের কি হবে!!! দেশের ইয়াং জেনারেশন কি করবে,কোন পথে যাবে!!
মাইক্রসফট ওয়ার্ল্ড মার্কেটের অনেকটা অংশ দখল করে আছে। ভবিষ্যতের কথা জানিনা,তবে বর্তমান কর্পোরেট মার্কেট ট্রেন্ডটা কিন্তু মাইক্রসফটের দিকে। আর ট্রেন্ডের বিপরিতে যাওয়াটা বোহয় ঠিক হবেনা। স্রোতের বিপরীতে সাতার কেটে আপনি কতক্ষন টিকে থাকতে পারবেন!
তাই,আমার মনেহয়, আমাদের কোন এক তৃতীয় পথ বা স্ট্রাটেজি খুজে বের করা দরকার। উইন্ডোজ বা লিনাক্স-দুটোর কোন একটাকে হয়তো পুরোপুরি বর্জন বা গ্রহন না করে,দুটোকেই সমানভাবে প্রমোট করা উচিত। আমাদের পরবর্তি প্রজন্মকে দেখানো,বোঝানো উচিত কিভাবে আমরা উভয় অপারেটিং সিস্টেম ব্যবহার করে শুধু দেশের অভ্যন্তরে নয়,বিদেশের সাথে বানিজ্যিক সম্পর্ক তৈ্রী করতে পারব, অর্থনৈ্তিকভাবে উন্নতি করতে পারব। একটি নির্দিস্ট ওএস এর প্রতি ঘৃনা বা ইমোশন থেকে নয়,বরং আমাদের উচিত বাস্তবতার আলোকে- উইন্ডোজ আর লিনাক্স- উভয় ওএস কে বিবেচনা করা। উভয়ের ভাল দিকগুলো গ্রহ্নন করা,খারাপ দিকগুলো বর্জন করা।
ধন্যবাদ আপনাদের সুন্দর পয়েন্টগুলো এবং লাইভলি ডিসকাশনের জন্য।
*** একটা ব্যাপার...............। জানিনা,বলা ঠিক হবে কিনা.....................। আমি কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করছি শুধুমাত্র উইন্ডোজ এনভাইরনমেন্টে কাজ করে। আমি যদি এক সময় কোটিপতি হই,তাহলে কিন্তু এই উইন্ডোজ এনভাইরনমেন্টে কাজ করেই হব। তাই, উইন্ডোজ ওএস এবং অন্য application গুলো কেনার জন্য লাখ টাকা “ইনভেস্ট” করায় আমি কোন সমস্যা দেখিনা। জানি,এটা সবার ব্যাপারে প্রযোজ্য নয়। আফটার অল,আমরা একটা গরীব দেশ! কিন্তু “ইনভেস্ট” না করলে “প্রফিট” ও কিন্তু ভাল হয়না!!!
- অভ্রকে ধন্যবাদ তার চমৎকার সফটওয়্যারটির জন্য! অভ্রর পাশে আছি।