Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
Windows Use you.
that's why i choose Linux ;-)
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
তারিক ভাই, উন্মাতাল ভাই, আমি আপনাদের অনেক কথার/পয়েন্টের সাথে সহমত।
অবশ্যই উইন্ডোজে যা করা যায় লিনাক্স দিয়ে তা করতে পারা যায় বা যাবে। অবশ্যই উইন্ডোজের চেয়ে লিনাক্স আমাদের মত একটি গরীব দেশের জন্য বেশি গ্রহনীয়,কারন লিনাক্স ফ্রী এবং ফ্লেক্সিবল। অবশ্যই আমাদের উচিত ব্যাক্তিজিবনে লিনাক্সকে প্রাধান্য দেয়া।
তবে আমি কিন্তু সম্পুর্ন ভিন্ন এক বিষয়ে ফোকাস করেছিলাম। সেটা হলো কর্পোরেট লেভেল!!! আচ্ছা, বাংলাদেশের কয়টি ব্যাংক বর্তমানে লিনাক্স ব্যবহার করছে? অথবা,আমাদের দেশের পুজিবাজারে হাজার হাজার কোটি টাকার লেনদেন যে TESA application টি দিয়ে হচ্ছে,তা কি লিনাক্স এ ব্যবহার করা হয়? আপনারা কি জানেন, হাজার হাজার যুবক এখন দেশের ব্রোকার হাউজগুলোতে চাকুরী করছে,অর্থ উপার্জন করছে এবং তারা শুধু উইন্ডোজ এনভাইরনমেন্টে কাজ করছে?
আমি রিয়ালিটিতে ফোকাস করছি,থিওরিতে নয়। তাছারা,আমার মেইন কনসার্ন হল, অর্থনৈতীক। কোন ওএস কতটা কুল তা নয়।
না,আমার ক্লায়েন্টদের আমি চাইলেই লিনাক্স ব্যবহার করাতে পারব না,অথবা লিনাক্স ব্যবহার করার মত অবস্থা তৈরী করতে বা করাতে পারব না। উদাহরন হলো,আমাদের এক ক্লায়েন্ট Citrix Metaframe নামক এক ধরনের সার্ভার ব্যবহার করে। আমরা যখন কাজ করি,তখন তাদের মাদার সার্ভারে আমাদের লগিন করতে হয় তাদের তৈ্রী আর একটি client application দিয়ে। এই client application উইন্ডোজ ছাড়া run করবে না,এবং একটা secured channel এর মাধ্যমে ডেটা আদান প্রদান করে। অর্থাৎ আমাদের কাজের জন্য উইন্ডোজের কোন বিকল্প নেই।
আমি কিন্তু এমন অনেক অফিসিয়াল কাজ দেখেছি,যেটা উইন্ডোজ ছাড়া নরমালি করা যায়না। অথবা ক্লায়েন্টদের MOU তে স্পস্ট করে লিখা থাকে - উইন্ডোজ এনভাইরনমেন্টে কাজটা করতে হবে। আমার মনেহয়,আপনাদের অনেকেরই বাইরের দেশের সাথে কাজ করার অভিজ্ঞতা নেই। তাই হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না/পারবেন না।
যেমনটি আমি নিজেও বলেছি আর আপনারাও বলছেন- মাইক্রসফট মনোপলি বিজনেস করে। একটি বিশাল কর্পোরেট মার্কেট তারা এখনও কন্ট্রল করে মনোপলির মাধ্যমে । সেটা শুধু আমেরিকাতে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও। আমেরিকার গভর্নমেন্টও তাদের সাপোর্টে আছে। বাংলাদেশের মত একটা গরীব দেশেও হয়তো তারা এক সময় তাদের মনোপলি বিজনেস শুরু করবে। আমাদের গভর্নমেন্ট তাদেরকে মেনে নিতে বাধ্য হবে। এখানে আমাদের তেমন কিছুই করার নেই। মাইক্রসফট যদি আমাদের গভর্নমেন্টকে দেশের ইমপর্টেন্ট সেক্টরগুলোতে তাদের ওএস ব্যবহার করতে বাধ্য করে(তাদের এই ক্ষমতাটা আছে),তাহলে আমাদের জব মার্কেটের কি হবে!!! দেশের ইয়াং জেনারেশন কি করবে,কোন পথে যাবে!!
মাইক্রসফট ওয়ার্ল্ড মার্কেটের অনেকটা অংশ দখল করে আছে। ভবিষ্যতের কথা জানিনা,তবে বর্তমান কর্পোরেট মার্কেট ট্রেন্ডটা কিন্তু মাইক্রসফটের দিকে। আর ট্রেন্ডের বিপরিতে যাওয়াটা বোহয় ঠিক হবেনা। স্রোতের বিপরীতে সাতার কেটে আপনি কতক্ষন টিকে থাকতে পারবেন!
তাই,আমার মনেহয়, আমাদের কোন এক তৃতীয় পথ বা স্ট্রাটেজি খুজে বের করা দরকার। উইন্ডোজ বা লিনাক্স-দুটোর কোন একটাকে হয়তো পুরোপুরি বর্জন বা গ্রহন না করে,দুটোকেই সমানভাবে প্রমোট করা উচিত। আমাদের পরবর্তি প্রজন্মকে দেখানো,বোঝানো উচিত কিভাবে আমরা উভয় অপারেটিং সিস্টেম ব্যবহার করে শুধু দেশের অভ্যন্তরে নয়,বিদেশের সাথে বানিজ্যিক সম্পর্ক তৈ্রী করতে পারব, অর্থনৈ্তিকভাবে উন্নতি করতে পারব। একটি নির্দিস্ট ওএস এর প্রতি ঘৃনা বা ইমোশন থেকে নয়,বরং আমাদের উচিত বাস্তবতার আলোকে- উইন্ডোজ আর লিনাক্স- উভয় ওএস কে বিবেচনা করা। উভয়ের ভাল দিকগুলো গ্রহ্নন করা,খারাপ দিকগুলো বর্জন করা।
ধন্যবাদ আপনাদের সুন্দর পয়েন্টগুলো এবং লাইভলি ডিসকাশনের জন্য।
*** একটা ব্যাপার...............। জানিনা,বলা ঠিক হবে কিনা.....................। আমি কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করছি শুধুমাত্র উইন্ডোজ এনভাইরনমেন্টে কাজ করে। আমি যদি এক সময় কোটিপতি হই,তাহলে কিন্তু এই উইন্ডোজ এনভাইরনমেন্টে কাজ করেই হব। তাই, উইন্ডোজ ওএস এবং অন্য application গুলো কেনার জন্য লাখ টাকা “ইনভেস্ট” করায় আমি কোন সমস্যা দেখিনা। জানি,এটা সবার ব্যাপারে প্রযোজ্য নয়। আফটার অল,আমরা একটা গরীব দেশ! কিন্তু “ইনভেস্ট” না করলে “প্রফিট” ও কিন্তু ভাল হয়না!!!
mrtq13 ভাইয়া আপনার মত আমি প্রোগ্রামার না তবে একজন গ্লোবাল গেমার ! তাই মাইক্রোসফট ছাড়া আমি থাকতে পারিনা ! Ubuntu বা Linux গেম সাপোর্ট করলে আমি সোজা মাইক্রোসফট চালানো ছেড়ে দেব !!
! কিন্তু দুরভাগ্য এর জন্য অনেকদিন অপেক্ষা করতে হবে !
@ মোঃ আল আমিন ভাই এক প্যাচাল বার বার পারতে ভালো লাগে না। সাধারন ব্যবহারকারী, নতুন ব্যবহারকারী কারো জন্যই উবুন্টু কঠিন নয়। এই পরীক্ষা ভহু বার করা হয়েছে। মুল কথা হচ্ছে জানার ইচ্ছা, জানার ইচ্ছা থাকলে যে কোন জিনিস শিক্ষা যায়।
এধরনের টপিকে বরাবরের মতই খাসা পোষ্ট
উন্মাতাল_তারুণ্য ভাই কে ধন্যবাদ। যদিও আমি উইনডোজ ফ্যান, কিন্তু আপনার যুক্তিগুলো সত্যিই অসাধারন।
উন্মাতাল_তারুণ্য সাহেব,ধন্যবাদ!!!! আমি আপনাদের কাছ থেকে এমন কিছু কথাই আশা করছিলাম। আপনি আমার কাজের ধরন সম্পর্কে জানেন না(এমন কি আমার কিছু পয়েন্ট ঠিক মত পড়েননি),তবুও একগাদা রেফারেন্স টেনেছেন!!! Citrix Metaframe আর TESA দুটোকেই আমি যথাক্রমে সাত এবং চার বছর ধরে জানি,ওগুলোতে প্রতক্ষ বা পরোক্ষ ভাবে কাজ করি..................তাই..............!
আর একটা ব্যাপার আমি অন্যকে চাকুরী দেই। চাকুরী হারানোর কোন ভয় আমার নেই। কারন,আমি নিজেই চাকুরীদাতা।
যাক,আমি কোন অপ্রয়োজনীয় তর্কে জড়াতে চাইনা। ওটার দরকারও নেই। তবে একটা ব্যাপার অবাক করার মত। আর সেটা হল,আপনারা লিনাক্স নিয়ে বোধহয় অবসেসড। আর লিনাক্স অবসেশন আপনাদেরকে কিছুটা হলেও উইনডোজের ব্যাপারে ইনটলারেন্ট করে রেখেছে।
একটা ব্যাপার! আমি আপনাদের মত লিনাক্স বাদি না। তবে লিনাক্সকে আমি ভালবাসি ১৯৯৮ থেকে। আমি আর আমার ফ্রেন্ডরা সেসময় যখন লিনাক্স ধরেছিলাম, তখন লিনাক্স আজকের মত এতটা ইউজার ফ্রেন্ডলি ছিলনা। তবু আমি তখন লিনাক্সকে ভালবাসতাম,ব্যবহার করতাম কারন,লিনাক্স একটি ফ্রি ওয়ার্ল্ডের মেসেজ দিত। কম্যুনিজমের মত ফ্রি ওয়ার্ল্ডের ধারনাটাও আমার তখন খুব ভাললাগত! আফটার অল,টিনএজ ছিলাম! সবকিছুতে আইডিয়ালিজম খুজতাম!!!!
লিনাক্স ছেড়ে উইনডোজ ধরেছি অনেক বছর হলো। পরবর্তিতে উইনডোজ আমার জন্য আশির্বাদ ছিল। কারন,আমার চাকুরি থেকে ব্যবসা সবকিছু উইনডোজের কারনে উন্নত হয়েছে,আজো হচ্ছে! তবে আমার জিবনে উইনডোজ পজিটিভ ছিল বলে,অন্যের জিবনেও তা হবে এমন নয়। তবু মাঝে মাঝে আমি ভাবি,আপনাদের লিনাক্স অবসেশন কি অন্যদের ভুল মেসেজ দিচ্ছেনা!!!
যাইহোক,এই থ্রেডে এটাই আমার শেষ পোস্ট। আপনাদের লিনাক্স প্রীতিকে আমি এ্যাপ্রিসিয়েট ও অনার করি। আপনাদের জয় হোক,হোক লিনাক্সের জয়।
শুভ কামনা রইল।
জানালার ইউজার অনেক বেশী ।
জানালা থেকে লিনাক্স যদি ভাল হত তবে সবাই অবশ্যই লিনাক্স ব্যবহার করত ।
লিনাক্স কখনো জানালাকে ফেলতে পারবে না। লিনাক্স দুই পা আগালে জানালা ৪ পা এগুবে।
হেহেহীহ
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
০.০৭২৭৬৭৯৭২৯৪৬১৬৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৩.৭২০৩০৩১৩৪৫৫৩ টি কোয়েরী চলেছে