Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করাটা যে সুখের আর গুণের বিষয়,এতদিন জানা ছিলনা।পন্ডিতজি,আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দোয়া করি,আপনার মত সুখী আর গুণী ব্যক্তি যেনো বাংলার ঘরে ঘরে জন্মায়।আমিন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করাটা যে সুখের আর গুণের বিষয়,এতদিন জানা ছিলনা।পন্ডিতজি,আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দোয়া করি,আপনার মত সুখী আর গুণী ব্যক্তি যেনো বাংলার ঘরে ঘরে জন্মায়।আমিন।
মাহীর লিখেছেন:কিন্তু এখন কথা হল তারা কতটা সফল হবে ? সফল না হওয়ার সম্ভবনাই বেশি ! এর কারনো অনেক
মুখ কামড়ে উইন্ডোজে পড়ে থাকার ইচ্ছে থাকলে এবং নতুন কিছু শিখবোনা, বিকল্প জানবোনা এই ইচ্ছে যাদের আছে তাদের বাদ দিলে এই মুহুর্তে লিনাক্স বেইজড ওএসগুলো অনেক সফল।
আপনি উইন্ডোজ সম্পর্কে যতটা জানেন লিনাক্স ওএস সম্পর্কে ততটা খোঁজ রাখেন না আমি নিশ্চিত। থাকলে অন্তত সফল না হওয়ার সম্ভাবনা বেশি কথাটা আর বলতেন না। হ্যা মানি উইন্ডোজ যথেষ্ঠ ব্যবহার বান্ধব, না জেনেই আন্দাজে ঢিল ছুড়ে অনেক কাজ করে ফেলা যায়। (সেটাকে কি আসলেই কম্পিউটার ব্যবহার বলা হল?)মাইক্রোসফট সব সফটয়্যারকে সাপোর্ট করে কথাটা ঠিক না। সবাই সফটয়্যার বানায়ই মাইক্রোসফটের জন্য। এটার কারন ও আছে, এপলের দামী মেশিনগুলো যখন সাধারন মানুষদের হাতের বাইরে ছিল, তখন মাইক্রোসফটের বদন্যতায় মানুষ সল্পমূল্যে কম্পিউটার পেয়ে যায়। অর্থাৎ খরচ তুলনামূলক ভাবে কম। আপনাকে কখনোই উইন্ডোজ ব্যবহার করতে নিরুৎসাহীত করা হবে না। যে ব্যাপারটিকে নিরুৎসাহী করা হয় সেটা হচ্ছে পাইরেসী/ক্র্যাক। মানুষ কেন লিনাক্স ব্যবহার করবে সেটা আসলে বুঝতে পারবেন যখন আপনার ৩০হাজার টাকার কম্পিউটারসিস্টেমটির জন্য আরো ১০/১২হাজার টাকা দিয়ে শুধু একটা ওএস কিনতে হবে। শুধু তাই না, বাকি সব সফটয়্যার অরিজিনাল ইউজ করতে গেলে খাজনার চেয়ে বাজনা বেশী অবস্থা হয়ে যাবে। শুধু এডোব মাস্টার কালেকশন এর দামই তো লাখ টাকার উপরে।
গেমিং সাপোর্টের কথাগুলো একটু সত্যি। মাইক্রোসফট এদিক থেকে যথেষ্ট এগিয়ে আছে। বিশেষ করে ডাইরেক্ট এক্স প্রযুক্তি। তবে বাংলাদেশে যেসব গেমার আছে তাদের ভিতরে যারা হার্ডকোর গেমার তারা হয়তো টাকা পয়সা দিয়ে জেনুইন ওএস, জেনুইন গেম কিনে নিবেন। যাদের এত শখ নাই তারা ক্রসওভার কিংবা সেডেগা ব্যবহার করতে পারেন। এগুলোও ডাইরেক্ট এক্স সাপোর্ট করে।
মাইক্রোসফটের এনটারটেইনমেন্ট ??? থার্ড পার্টি সফটয়্যার ছাড়া ডিফল্ট উইন্ডোজ মিডিয়া দিয়ে কি কি চালানো যায়???
আমি উইন্ডোজ এবং লিনাক্স দুটোই ব্যবহার করি। আগে উইন্ডোজে বেশী থাকতাম এখন উবুন্টুতে বেশী থাকা হয়। কাজ করে যেটায় মজা পাওয়া যায় সেটাতেই থাকবো সেটাই স্বাভাবিক। আসলে কি, দুটো জিনিসের মধ্যে কে বেশী ভাল সেটা জানার জন্য নিরপেক্ষ হতে হয়, আর সেজন্য দুটোর উপরেই সমান পরিমান জানা থাকা দরকার।
লিনাক্স সফল হবে, কারন বাংলাদেশের হাজার হাজার মানুষের পক্ষে তাদের ২০/২২ হাজার টাকার সিস্টেমের জন্য লাখ লাখ টাকার সফটয়্যার কেনা সম্ভব না। যেখানে লিনাক্সে সবগুলোর কমবেশী বিকল্প আছেই। উইন্ডোজে যতটা মেইনটেনেন্স নিয়ে মাথা ঘামাতে হয়, লিনাক্সে সেটাও করতে হয় না।
লিনাক্স ভাল, উইন্ডোজ ও ভাল, এখন আপনি যেটা ব্যবহার করে ভাল লাগে। সবার পছন্দ, দৃষ্টিভঙ্গি, চাহিদা এক না।আর আসলে তর্ক করবো না, যখন বাংলাদেশে পাইরেসি সংক্রান্ত আইন জোরদার করা হবে, যখন মাইক্রোসফট পাইরেট ওস এর বিরুদ্ধে বাংলাদেশে অভিযান শুরু করবে, তখন এই প্রশ্নের উত্তর এমনিতেই পাওয়া যাবে।
আচ্ছা ভাই,উবুন্টুর টোটেম আর রিদমবক্স দিয়ে কি চালানো যায়?????
আচ্ছা ভাই,উবুন্টুর টোটেম আর রিদমবক্স দিয়ে কি চালানো যায়?????
মুশকিলে ফালাইলেন দেখা যায়। কী চালানো যায় না ঐটা খুঁজতে বললে সহজে বলা যেত। আমার সমস্ত ফাইলইতো চলে। এমনকি ইউটিউবের যেই ভিডিওগুলো টেম্পোরারি থেকে কপি করে রাখি .flv ফরম্যাটে ওগুলাও আরামসে চলে, কিন্তু আমার থেকে যারা নেয় তাঁদের উইন্ডোজে এই ফাইলই চেনে না
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
হাসি ছাড়া কোন কিছু মনে পরতেছে না তাই হাসিয়াই নেইheroksiddiqi লিখেছেন:আর প্রজন্মতে লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা বেশী
এটা আপনাকে কে বলল?
![]()
![]()
আমাকেতো জানালাতেই বেশি থাকতে হয় তাই বলে কি ওপেনসোর্স এর বিরুদ্ধে যাব?
heroksiddiqi লিখেছেন:আমিও ঠিক করছি,প্রজন্মতে আর লেখবোনা।
আল্লাহ হাফেজ
তবে যাই হোক আপনার জন্য কিন্তু আমরা অপেক্ষা করব
অটঃ হীরক ভাই ফরিদপুরে আপনি কোথায় থাকেন ? আমি ফরিদপুর পলিটেকনিকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম।
ভাই,আমার ঠিকানা গোয়াল চামট মোল্লাহবাড়ী সড়ক।আমিও ভাই একই কলেজের একই ডিপার্টমেন্টে পড়ি।যাইহোক,আমাকে heroksiddiqi@gmail.com এ ইমেইল কইরেন।
ভাই,আমার ঠিকানা গোয়াল চামট মোল্লাহবাড়ী সড়ক।আমিও ভাই একই কলেজের একই ডিপার্টমেন্টে পড়ি।যাইহোক,আমাকে
আমি বায়তুল আমান ছিলাম, আমার এক বন্ধুর বাসা আপনাদের গোয়ালচামটে ছিল মাঝে মাঝে যেতাম, মেইল দিলাম।
heroksiddiqi লিখেছেন:ভাই,আমার ঠিকানা গোয়াল চামট মোল্লাহবাড়ী সড়ক।আমিও ভাই একই কলেজের একই ডিপার্টমেন্টে পড়ি।যাইহোক,আমাকে
আমি বায়তুল আমান ছিলাম, আমার এক বন্ধুর বাসা আপনাদের গোয়ালচামটে ছিল মাঝে মাঝে যেতাম, মেইল দিলাম।
ভাইজান,আপনিও দেখি আমার দেশী মানুষ।আসেন লিনাক্স-উইন্ডোজরে দূরে ফেলায় দিয়া বুকু বুকা মিলাইয়া কুলাকুলি করি।
ভাইজান,আপনিও দেখি আমার দেশী মানুষ।আসেন লিনাক্স-উইন্ডোজরে দূরে ফেলায় দিয়া বুকু বুকা মিলাইয়া কুলাকুলি করি।
আমি নিজেই এখন উবুন্টু ইউজার
অনেকদিন পর ঢুকলাম ...
আমি নিজেই উইন্ডোজ ব্যবহার করি ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
০.১৪৬১৮৪৯২১২৬৪৬৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৩০.১১৫৯১১৩২৯১৪৯ টি কোয়েরী চলেছে