Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
@আশিফ শাহো এবং প্রিন্স১১
দয়া করে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
@আশিফ শাহো এবং প্রিন্স১১
দয়া করে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন।
অতশত বুঝিনা, ব্যবহার করে দেখেছি, উইন্ডোজ সোনা হলে, লিনাক্স হল হীরা
বাংলাদেশে অনেকে Windows OS চালানো ছেরে দিয়েছে কারন একটাই, "পাইরেসি" !! এশিয়াতে বাংলাদেশ পাইরেসিতে এক নম্বর হয়েছে ! এর অন্যতম মূল কারন হলো বাংলাদেশে অধিকাংশ মানুষ cracked বা patched windows চালায় ! তাই অনেকেই বাংলাদেশিদেরকে ubuntu বা linux চালাতে উৎসাহিত করছে । এ নিয়ে নানান রকম কর্মশালাও চলছে । কিন্তু এখন কথা হল তারা কতটা সফল হবে ? সফল না হওয়ার সম্ভবনাই বেশি ! এর কারনো অনেক !
Microsoft Windows OS প্রায় সকল সফটওয়ারই সাপোর্ট করে । এছাড়া Microsoft Windows OS এর কোন সমস্যা হলে তা সহজেই সমাধান করা যায় । Microsoft Windows OS গুলোর আরো অনেক সুবিধা আছে ।
Microsoft Windows OS এর একটি বৈশিষ্ট্য এর কারনে এই OS অন্য সকল OS থেকে আলাদা । আর বৈশিষ্ট্যটি হলো এর Gaming technology ! Microsoft Windows OS প্রায় সকল Game ই সাপোর্ট করে । কিন্তু অন্যান্য OS গুলো Game চালানোর জন্য তেমন সুবিধাজনক নয় । তাই অধিকাংশ গেমাররাই Microsoft Windows OS ব্যবহার করে । Microsoft এর Direct x technology গেম খেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন । Microsoft এর নতুন Direct x 11 technology Microsoft Windows Vista service pack 2 এবং 7 এর সাথে পাওয়া যাচ্ছে । এছাড়া Microsoft, Intel, nVidia, ATI এর মত বড় বড় প্রতিষ্ঠানগুলোর দিরঘো পরিশ্রমের ফলে এখন Microsoft PC Gaming System, Gaming Console গুলো এর মতই শক্তিশালী Gaming system এ পরিণত হয়েছে । বাংলাদেশে অনেক গেমার রয়েছে । তাদেরকে Microsoft থেকে বিরত রাখা কি সম্ভব হবে ?!
এছাড়া Microsoft Windows OS এর এন্টারটেইন্টমেন্ট technology অতুলনিয় !
সুতরাং আমাদের বিকল্প রাস্তা খোজা উচিত !তা না হলে বাংলাদেশকে তার এ অবস্থান থেকে নামানো সম্ভব হবে না !
হ্যা তা ঠিক, এই গেইম এর কারনে ই অনেকে ইচ্ছা থাকা সত্তেও লিনাক্স ব্যবহার করতে পারে না।আমি ও তাদের একজন।
যত কষ্টই হোক লিনাক্সেই যাব পারমানেন্ট হব, সিকিউরিটি নিয়া ব্যাপক টেনশনে আছি।
বাংলাদেশে অনেকে Windows OS চালানো ছেরে দিয়েছে কারন একটাই, "পাইরেসি" !! এশিয়াতে বাংলাদেশ পাইরেসিতে এক নম্বর হয়েছে ! এর অন্যতম মূল কারন হলো বাংলাদেশে অধিকাংশ মানুষ cracked বা patched windows চালায় ! তাই অনেকেই বাংলাদেশিদেরকে ubuntu বা linux চালাতে উৎসাহিত করছে । এ নিয়ে নানান রকম কর্মশালাও চলছে । কিন্তু এখন কথা হল তারা কতটা সফল হবে ? সফল না হওয়ার সম্ভবনাই বেশি ! এর কারনো অনেক !
Microsoft Windows OS প্রায় সকল সফটওয়ারই সাপোর্ট করে । এছাড়া Microsoft Windows OS এর কোন সমস্যা হলে তা সহজেই সমাধান করা যায় । Microsoft Windows OS গুলোর আরো অনেক সুবিধা আছে ।
Microsoft Windows OS এর একটি বৈশিষ্ট্য এর কারনে এই OS অন্য সকল OS থেকে আলাদা । আর বৈশিষ্ট্যটি হলো এর Gaming technology ! Microsoft Windows OS প্রায় সকল Game ই সাপোর্ট করে । কিন্তু অন্যান্য OS গুলো Game চালানোর জন্য তেমন সুবিধাজনক নয় । তাই অধিকাংশ গেমাররাই Microsoft Windows OS ব্যবহার করে । Microsoft এর Direct x technology গেম খেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন । Microsoft এর নতুন Direct x 11 technology Microsoft Windows Vista service pack 2 এবং 7 এর সাথে পাওয়া যাচ্ছে । এছাড়া Microsoft, Intel, nVidia, ATI এর মত বড় বড় প্রতিষ্ঠানগুলোর দিরঘো পরিশ্রমের ফলে এখন Microsoft PC Gaming System, Gaming Console গুলো এর মতই শক্তিশালী Gaming system এ পরিণত হয়েছে । বাংলাদেশে অনেক গেমার রয়েছে । তাদেরকে Microsoft থেকে বিরত রাখা কি সম্ভব হবে ?!
এছাড়া Microsoft Windows OS এর এন্টারটেইন্টমেন্ট technology অতুলনিয় !
সুতরাং আমাদের বিকল্প রাস্তা খোজা উচিত !তা না হলে বাংলাদেশকে তার এ অবস্থান থেকে নামানো সম্ভব হবে না !
ভাই সোবাই টো windows এর জোননো বানাচে টো, টার software বেশি
windows এ সোমোসা হলে সেটা কোনো সমস্যা না,লিনাক্স সমস্যা হলে সেটা সমস্যা
আরে ভাই উইন্ডোজে অনেক ধরনের গেম সাপোর্ট করে এতে কিন্তু উইন্ডোজের কোন কৃতিত্ব নেই। কেননা সফওয়্যার নির্মাতারা যদি উইন্ডোজের জন্য গেম না বানাতেন তবে কেমনে গেম খেলতেন? লিনাক্স যে কি জিনিস তা যে ব্যবহার করে সেই জানেন। আর পাইরেটেড সফটওয়ার ব্যবহার করে আপনারা কেমনে বুক ফুলিয়ে কথা বলেন? অবশ্য আমিও পূর্বে এগুলো ব্যবহার করতাম এখন লিনাক্স-ই ভরসা। কেউ কথায় মনে কিছু করবেন না। কেননা আমরা পরিস্থিতির শিকার। তাই আসুন লিনাক্স শিখি সবার মাঝে এটা ছড়িয়ে দেই। তাতে করে বাংলাদেশ থেকে পাইরেসি নামক অপবাদটা ঘুচাবে।
কত জনের কত দরকারি টপিক পড়ে আছে, আপনারা সেসবে পোস্ট করছেন না। এখানে লিনাক্স আর উইন্ডোজ নিয়ে লাগছেন। দুইটা ভিন্ন জিনিস, তাও মানুষের বানানো, কি দরকার এসব নিয়ে এত মাথা ঘামানোর। হ্যাঁ দুটো তাদের নিজস্ব সুবিধাগুলোর জন্য অনন্য। আর এজন্যই যার যেটা সুবিধা সে সেটা ব্যবহার করেন। আর অনেকেই পোস্টগুলো দেখে বোঝা যাচ্ছে দুটোই ব্যবহার করেন। তারপরও কি দরকার এত সমালোচনার। এর থেকে যদি আপনার জ্ঞানী মানুষরা (এখানে যে কত সফটওয়্যার প্রোগ্রামার আছেন, তা আশা করি সবাই বুঝবেন) নিজেরা একটা অপারেটিং সিস্টেম বানান, যা মোটামুটি উইন্ডোজ আর লিনাক্স দুটোর ব্যবহারকারীকেই সাহায্য করে তাহলে কি ভালো হয়না? নিজের দেশের জিনিস আমরা সবাই ইনশাল্লাহ ব্যবহার করব। আর দিন দিন তার উন্নতি হবে। আমি আমার মতে যা মনে হয়েছে তাই বললাম। কেউ আশা করি কিছু মনে করবেন না।
Ubuntu তথা Linux OS এর ভক্তদের প্রায় সবার লেখাই পড়লাম। প্রত্যেকের কথাতেই মনে হল তারা এক এক জন Software Engineer!!
কিন্তু আমি বুঝতে পারছি না, এদেশে এত Software Engineer থাকার পরও কেন আমাদের নিজেদের কোন OS নেই কেন?! কেন আমরা Ubuntu এবং Windows এর ক্ষমতা নিয়ে নিজেরা বিবাদে জড়াচ্ছি। কেন আমরা নতুন সিস্টেম বানাতে পারছি না!!
উত্তর একটাই- OS বানানো হয়ত সহজ, কিন্তু সেটা সর্বজনবিদিত করা খুবই কঠিন। এই ব্যাপারটাই লিনাক্স করতে পারছে না। ব্যবহারকারীর সংখ্যাই বলে দেয় কেন আমরা উইন্ডোজ ব্যবহার করব।
বিশ্বের শতকরা ৯০ ভাগ পিসিতেই উইন্ডোজ ব্যবহার করা হয়। অনেকে বলে এর নিরাপত্তা কম। ভাইরাসে আক্রান্ত হয় খুব বেশী। একটু চিন্তা করে দেখুন কিভাবে লিনাক্সে ভাইরাস ধরবে? লিনাক্স ব্যবহার করে প্রতি একশ জনে এক জন। তাহলে হ্যাকাররা কেন লিনাক্সের জন্য ভাইরাস বানাবে।
সম্প্রতি মাইক্রোসফট একটা এন্টিভাইরাস ছেড়েছে। যা যে কোন এন্টিভাইরাসের তুলনায় শক্তিশালী। আমি নিজে এটি ব্যবহার করেছি। পিসির র্যাম যদি ২৫৬ মেগাবাইটও হয় তবুও এটা পিসি ধীরগতির করবে না। কারণ এর সাইজ মাত্র ৭ মেগাবাইট (কমবেশী)।
সবশেষে বলছি- উবুন্টু নিয়ে নাচানাচি বন্ধ করে প্র্যাকটিকাল হোন। আর উইন্ডোজ সম্পর্কেও একটু ভালভাবে জানুন। আপনারা যেমন ভাবছেন অন্যরা উবুন্টু সম্পর্কে জানেন না, তেমনি আপনারাও উইন্ডোজ সম্পর্কে জানেন না। উবুন্টুতে নতুন সফটওয়্যার ইন্সটল করতে বেশ সমস্যা হয়। আমি এর ৯.১ ভার্সন চালিয়েছি। আমার এক বন্ধুর কম্পিউটার এর উইন্ডোজ ক্রাশ করেছিল এটা চালিয়ে।
বি:দ্র: আমি জানি আপনারা আমার ****্দ গোষ্ঠি উদ্ধার করবেন। খুব সম্ভব এটাই আমার প্রথম ও শেষ পোস্ট। যদিও এটা অনলাইন ফোরাম তবু আপনাদের সাথে যা তা নিয়ে আলোচনা করতে আমার বিবেকে বাধবে।
ভাই,আমিও আপনার সাথে একমত।ওরা সবাই আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভাব ধরে।কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম তারা সেই বিষয়ের ভুল না ধরে আমি কথাটা এভাবে বললাম কেন?কথাটা অন্যভাবে বললে ভালো হত ইত্যাদি লেখা শুরু করলো।আমার মনে হয় তাদের জন্য ব্যকরন বিষয়ক আরেকটি বিভাগ খুললে ভালো হত।আর প্রজন্মতে লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা বেশী এজন্য তারা একটি লিনাক্সবিরোধী পোস্ট করলে সবাই মিলে উঠে পড়ে লেগে যায়।একজন মানুষ কয়জনের প্রশ্নের উত্তর দিতে পারে?তাই,আমিও ঠিক করছি,প্রজন্মতে আর লেখবোনা।যে দেশে গুণীর কদর নেই সেই দেশ গুনী জন্মায়না।আর তেমনি,যে ফোরামে গুণের কদর নেই সেই ফোরামে গুনী জন্মায়না।আমরা পাইরেটেড কপি ব্যবহার করেই সুখী আছি,ওদেরকে ওদের মতো থাকতে দ্যান।
আর তেমনি,যে ফোরামে গুণের কদর নেই সেই ফোরামে গুনী জন্মায়না।আমরা পাইরেটেড কপি ব্যবহার করেই সুখী আছি,ওদেরকে ওদের মতো থাকতে দ্যান।
পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি গুণী ব্যাক্তির কাজ ?
আপাতত উইন্ডোজ ছাড়ছি না , তবে লিনাক্স ব্যবহার করার প্রবল ইচ্ছা মনের মধ্যে চাপা রয়েছে , সুযোগ পেলেই বেড়িয়ে আসবে
অনেক বিনোদনমূলক পুস্ট। পড়ে অনেক মজা পাইলাম।
মাইক্রোসফট উইন্ডোজ থেকে বিরত কারা:
১। পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করেন
২। ম্যাক ব্যবহারকারীগণ।
@ পন্ডিৎজি হীরক
গুরু আপনার হাতে ধরি পায়ে ধরি, প্লীজ আপনি আমাদের ছেড়ে যাবেন না। আপনি তো গুরু মানুষ, এসব ছোটখাট কথায় মাইন্ড খাইলে চলে?
আসলেই এই লিনাক্স ইউজাররা বড্ড বেশি বাড় বেড়েছে। একটা সফট পর্যন্ত ক্র্যাক করতে পারে না, আবার নিজেদের গীক ভাবে।
তারচেয়ে পাইরেসীই ভালো
হাসি ছাড়া কোন কিছু মনে পরতেছে না তাই হাসিয়াই নেই
আর প্রজন্মতে লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা বেশী
এটা আপনাকে কে বলল?
আমাকেতো জানালাতেই বেশি থাকতে হয় তাই বলে কি ওপেনসোর্স এর বিরুদ্ধে যাব?
আমিও ঠিক করছি,প্রজন্মতে আর লেখবোনা।
আল্লাহ হাফেজ তবে যাই হোক আপনার জন্য কিন্তু আমরা অপেক্ষা করব
অটঃ হীরক ভাই ফরিদপুরে আপনি কোথায় থাকেন ? আমি ফরিদপুর পলিটেকনিকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম।
তাই,আমিও ঠিক করছি,প্রজন্মতে আর লেখবোনা।যে দেশে গুণীর কদর নেই সেই দেশ গুনী জন্মায়না।আর তেমনি,যে ফোরামে গুণের কদর নেই সেই ফোরামে গুনী জন্মায়না।আমরা পাইরেটেড কপি ব্যবহার করেই সুখী আছি,ওদেরকে ওদের মতো থাকতে দ্যান।
ভাই নিজেরে কতটুকু গুনী ভাবেন আপনি? আপনি মনে হয় মহা গুনী, তা গুনী ভাই গুনীরা বোধ হয় পাইরেটেড কাজে লিপ্ত থাকে, আর বড়বড় কথা বলে তাই না!
আমিও মনে করতাম উইন্ডোজ থেকে বিরত থাকা সম্ভব না। এর একমাত্র কারন হচ্ছে গেমস। কিন্তু এখন ম্যাকস্টোর চালু হওয়ার পর থেকে ম্যাকের জন্যও দারুন সব গেমস রিলিজ হচ্ছে। আমার সবচেয়ে ফেভারিট গেম হচ্ছে এসাসিনসক্রিড সিরিজ। এটা এখন ম্যাকেও চলে এসেছে। কল অফ ডিউটির বেশকয়েকটি পর্বের ম্যাক ভারশন আছে। এছাড়া আইওএসের বেশির ভাগ জনপ্রিয় গেমের ম্যাক ভারশন বের হচ্ছে।
লাস্ট কবে উইন্ডোজে লগইন করেছিলাম মনে পড়ে না। ভাবছি বুটক্যাম্প পার্টিশনটাই ডিলিট করে দেব।
সিদ্দিক ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় পড়াশোনা করেন। উত্তর পাই নি। তবে খুব সম্ভবত ফরিদপুর পলিটেকনিকে পড়াশোনা করেন। পলিটেকনিকের পোলাপাইন খুব লাফায়, বিশেষ করে কম্পিউটার টেকনোলজীর ছাত্ররা। আমিও লাফাইছি। তখন ভাব ধরছি বিয়াপক জ্ঞানের অধিকারী হয়ে গেছি। কিন্তু যখন বাস্তব জীবন মানে চাকুরীর ক্ষেত্রে এলাম তখন বুঝলাম আসলে কতটা জ্ঞানের অধিকারী আমি
একটা বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে তারপর সেই বিষয়ে তর্কে নামা উচিত। অল্প বিদ্যা যে ভয়ংকরি তা আবারও প্রমাণিত হল মাঝখান থেকে প্রজন্মের বদনাম হল যে এখানে কম্পু বিজ্ঞানীর পরিমাণ বেশী
মাইক্রোসফট উইন্ডোজ থেকে বিরত কারা:
১। পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করেন
২। ম্যাক ব্যবহারকারীগণ।
আর বিরত থাকে যাদের কম্পু নামক বস্তুখানাই নেই। হে হে
শামীম লিখেছেন:মাইক্রোসফট উইন্ডোজ থেকে বিরত কারা:
১। পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করেন
২। ম্যাক ব্যবহারকারীগণ।আর বিরত থাকে যাদের কম্পু নামক বস্তুখানাই নেই। হে হে
আর যারা উইন্ডোজ মোবাইল ব্যবহার করেন না
সিদ্দিক ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় পড়াশোনা করেন। উত্তর পাই নি। তবে খুব সম্ভবত ফরিদপুর পলিটেকনিকে পড়াশোনা করেন। পলিটেকনিকের পোলাপাইন খুব লাফায়, বিশেষ করে কম্পিউটার টেকনোলজীর ছাত্ররা। আমিও লাফাইছি। তখন ভাব ধরছি বিয়াপক জ্ঞানের অধিকারী হয়ে গেছি। কিন্তু যখন বাস্তব জীবন মানে চাকুরীর ক্ষেত্রে এলাম তখন বুঝলাম আসলে কতটা জ্ঞানের অধিকারী আমি
![]()
একটা বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে তারপর সেই বিষয়ে তর্কে নামা উচিত। অল্প বিদ্যা যে ভয়ংকরি তা আবারও প্রমাণিত হল
মাঝখান থেকে প্রজন্মের বদনাম হল যে এখানে কম্পু বিজ্ঞানীর পরিমাণ বেশী
বাস্তব বড়ই কডিন জিনিস
পলিটেকনিকে আমার কম্পিউটারের ক্লাসে বড় একখান লাল দাগ আচিল যার কারন অতি লাফালাফি
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
০.০৯৭৪৩৫৯৫১২৩২৯১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৩০৪৪৮০৬৯৩৭৫৩ টি কোয়েরী চলেছে