Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
@আশিফ শাহো এবং প্রিন্স১১
দয়া করে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
@আশিফ শাহো এবং প্রিন্স১১
দয়া করে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন।
যত কষ্টই হোক লিনাক্সেই যাব পারমানেন্ট হব, সিকিউরিটি নিয়া ব্যাপক টেনশনে আছি।
আরে ভাই উইন্ডোজে অনেক ধরনের গেম সাপোর্ট করে এতে কিন্তু উইন্ডোজের কোন কৃতিত্ব নেই। কেননা সফওয়্যার নির্মাতারা যদি উইন্ডোজের জন্য গেম না বানাতেন তবে কেমনে গেম খেলতেন? লিনাক্স যে কি জিনিস তা যে ব্যবহার করে সেই জানেন। আর পাইরেটেড সফটওয়ার ব্যবহার করে আপনারা কেমনে বুক ফুলিয়ে কথা বলেন? অবশ্য আমিও পূর্বে এগুলো ব্যবহার করতাম এখন লিনাক্স-ই ভরসা। কেউ কথায় মনে কিছু করবেন না। কেননা আমরা পরিস্থিতির শিকার। তাই আসুন লিনাক্স শিখি সবার মাঝে এটা ছড়িয়ে দেই। তাতে করে বাংলাদেশ থেকে পাইরেসি নামক অপবাদটা ঘুচাবে।
কত জনের কত দরকারি টপিক পড়ে আছে, আপনারা সেসবে পোস্ট করছেন না। এখানে লিনাক্স আর উইন্ডোজ নিয়ে লাগছেন। দুইটা ভিন্ন জিনিস, তাও মানুষের বানানো, কি দরকার এসব নিয়ে এত মাথা ঘামানোর। হ্যাঁ দুটো তাদের নিজস্ব সুবিধাগুলোর জন্য অনন্য। আর এজন্যই যার যেটা সুবিধা সে সেটা ব্যবহার করেন। আর অনেকেই পোস্টগুলো দেখে বোঝা যাচ্ছে দুটোই ব্যবহার করেন। তারপরও কি দরকার এত সমালোচনার। এর থেকে যদি আপনার জ্ঞানী মানুষরা (এখানে যে কত সফটওয়্যার প্রোগ্রামার আছেন, তা আশা করি সবাই বুঝবেন) নিজেরা একটা অপারেটিং সিস্টেম বানান, যা মোটামুটি উইন্ডোজ আর লিনাক্স দুটোর ব্যবহারকারীকেই সাহায্য করে তাহলে কি ভালো হয়না? নিজের দেশের জিনিস আমরা সবাই ইনশাল্লাহ ব্যবহার করব। আর দিন দিন তার উন্নতি হবে। আমি আমার মতে যা মনে হয়েছে তাই বললাম। কেউ আশা করি কিছু মনে করবেন না।
আপাতত উইন্ডোজ ছাড়ছি না , তবে লিনাক্স ব্যবহার করার প্রবল ইচ্ছা মনের মধ্যে চাপা রয়েছে , সুযোগ পেলেই বেড়িয়ে আসবে
অনেক বিনোদনমূলক পুস্ট। পড়ে অনেক মজা পাইলাম।
@ পন্ডিৎজি হীরক
গুরু আপনার হাতে ধরি পায়ে ধরি, প্লীজ আপনি আমাদের ছেড়ে যাবেন না। আপনি তো গুরু মানুষ, এসব ছোটখাট কথায় মাইন্ড খাইলে চলে?
আসলেই এই লিনাক্স ইউজাররা বড্ড বেশি বাড় বেড়েছে। একটা সফট পর্যন্ত ক্র্যাক করতে পারে না, আবার নিজেদের গীক ভাবে।
তারচেয়ে পাইরেসীই ভালো
আমিও মনে করতাম উইন্ডোজ থেকে বিরত থাকা সম্ভব না। এর একমাত্র কারন হচ্ছে গেমস। কিন্তু এখন ম্যাকস্টোর চালু হওয়ার পর থেকে ম্যাকের জন্যও দারুন সব গেমস রিলিজ হচ্ছে। আমার সবচেয়ে ফেভারিট গেম হচ্ছে এসাসিনসক্রিড সিরিজ। এটা এখন ম্যাকেও চলে এসেছে। কল অফ ডিউটির বেশকয়েকটি পর্বের ম্যাক ভারশন আছে। এছাড়া আইওএসের বেশির ভাগ জনপ্রিয় গেমের ম্যাক ভারশন বের হচ্ছে।
লাস্ট কবে উইন্ডোজে লগইন করেছিলাম মনে পড়ে না। ভাবছি বুটক্যাম্প পার্টিশনটাই ডিলিট করে দেব।
সিদ্দিক ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় পড়াশোনা করেন। উত্তর পাই নি। তবে খুব সম্ভবত ফরিদপুর পলিটেকনিকে পড়াশোনা করেন। পলিটেকনিকের পোলাপাইন খুব লাফায়, বিশেষ করে কম্পিউটার টেকনোলজীর ছাত্ররা। আমিও লাফাইছি। তখন ভাব ধরছি বিয়াপক জ্ঞানের অধিকারী হয়ে গেছি। কিন্তু যখন বাস্তব জীবন মানে চাকুরীর ক্ষেত্রে এলাম তখন বুঝলাম আসলে কতটা জ্ঞানের অধিকারী আমি
একটা বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে তারপর সেই বিষয়ে তর্কে নামা উচিত। অল্প বিদ্যা যে ভয়ংকরি তা আবারও প্রমাণিত হল মাঝখান থেকে প্রজন্মের বদনাম হল যে এখানে কম্পু বিজ্ঞানীর পরিমাণ বেশী
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
০.০৪৭৭৬৯০৬৯৬৭১৬৩১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.৮৯৫১৯৮২৩৫১৫৯ টি কোয়েরী চলেছে