টপিকঃ বাংলা ইউজারনেম

ফোরামে বাংলা ইউজারনেম ব্যবহার করে নিবন্ধন ও লগিনের ব্যবস্থা করা হয়েছে। ফলে নতুন সদস্যরা ইচ্ছা করলে বাংলায় নিজেদের ইউজারনেম রাখতে পারেন। অন্য কোন সফটওয়্যারের প্রয়োজন নেই।

আর যারা ইতিমধ্যে সদস্য হয়েছেন, তারা যদি বাংলায় পরিবর্তন করতে চান এই আলোচনায় আপনাদের ইংরেজি ইউজারনেম এবং কাঙ্খিত বাংলা ইউজারনেমটি জানান। নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই।  পাসওয়ার্ড যা ছিল তাই থাকবে।

smile মতামতের অপেক্ষায় রইলাম।

Re: বাংলা ইউজারনেম

ভালো উদ্যোগ। লগইন-এ বাংলা অপশন দেখে ভাল লাগছে।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাংলা ইউজারনেম

Re: বাংলা ইউজারনেম

আমি আবারও আমাদের সদস্যদের উৎসাহ দিচ্ছি বাংলা নামে ইউজারনেম পরিবর্তন করার। আগ্রহ থাকলে এই টপিকে তা জানান।

অবশ্য এডমিন নামটিই বাংলায় নয়। করছিনা সিস্টেমের ঝামেলায় পড়ে যেতে পারি। কারণ, এডমিন একাউন্ট নিয়ে সমস্যা হলে তো কেউ সেটা সমাধান করতে পারবেনা। কিন্তু অন্য কোন একাউন্টের সমস্যা এডমিন সমাধান করতে পারবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (২২-০২-২০০৭ ১১:০৪)

Re: বাংলা ইউজারনেম

Re: বাংলা ইউজারনেম

ভালো উদ্যোগ।

Re: বাংলা ইউজারনেম

Re: বাংলা ইউজারনেম

Re: বাংলা ইউজারনেম

আমার নাম পরিবর্তন করে বাংলাতে চাই,িক ভা েব ক রা যায়?

১০

Re: বাংলা ইউজারনেম

আপনি যে বানানে ইউজার নাম দেখতে চান তা এখানে লিখে জানান ... প্রথম সুযোগেই পরিবর্তন করে দেব।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: বাংলা ইউজারনেম

বাংলা ইউজারনেম এ একটা সমস্যা হচ্ছে.....
ওখানে ফোনেটিক এ টাইপ করা যাচ্ছে না .......

আর আমি বিজয় পারি না sad

কি করা যায় ???

১২

Re: বাংলা ইউজারনেম

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: বাংলা ইউজারনেম

১৪

Re: বাংলা ইউজারনেম

আমি তো প্রথম থেকেই বাংলা ইউজার নাম নিয়ে প্রবেশ করেছি। এখন কি করবো?

১৫

Re: বাংলা ইউজারনেম

এখন তো বৃদ্ধা আঙ্গুল কে লাভ ক্যান্ডি মনে করা ছাড়া আর যে কাজটি করতে পারেন, সেটি হল, নিয়নিত আলোচনা (পোস্টিং) করা।

big_smile মাসুদকরিম, আপনাকে তো এ ব্যাপারে কিছুই করতে হবে না কারণ আপনার ইউজারনেম বাংলা।

ধন্যবাদ।

১৬

Re: বাংলা ইউজারনেম

অ্যালবাট্রসঃ
আপনি যদি একই কম্পিউটার থেকে বেশির ভাগ সময়ে লগইন করেন তাহলে, কোন সফট ইনস্টল করে নিন; যেমন: উইন্ডোজে - অভ্র। তাহলে ঐ পেজ খুলতে হবে না।

আমার ধারণা এ্যাডমিন এই সমস্যার সমাধানের জন্য কাজ করছেন। ব্যাপারটার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: বাংলা ইউজারনেম

ধন্যবাদ আমার মতন অভাগা এর জন্য চিন্তা করার জন্য sad

এখন ফোরাম এর কোন জায়গা থেকে আমার নাম কপি করে পাস্ট করে কাজ চালাচ্ছি ....... কিন্তু কতকাল ???

১৮

Re: বাংলা ইউজারনেম

বাংলা ইউজারনেম পরিবর্তনে আমি ইচ্ছুক, তবে কি ভাবে পরিবর্তন করা যায়, তা আমি জানিনা। পারলে ভালো হতো।

১৯

Re: বাংলা ইউজারনেম

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন Ahsanullah Tutul (০৯-০৪-২০০৭ ১৬:০৭)

Re: বাংলা ইউজারনেম