টপিকঃ বাংলা ইউজারনেম
ফোরামে বাংলা ইউজারনেম ব্যবহার করে নিবন্ধন ও লগিনের ব্যবস্থা করা হয়েছে। ফলে নতুন সদস্যরা ইচ্ছা করলে বাংলায় নিজেদের ইউজারনেম রাখতে পারেন। অন্য কোন সফটওয়্যারের প্রয়োজন নেই।
আর যারা ইতিমধ্যে সদস্য হয়েছেন, তারা যদি বাংলায় পরিবর্তন করতে চান এই আলোচনায় আপনাদের ইংরেজি ইউজারনেম এবং কাঙ্খিত বাংলা ইউজারনেমটি জানান। নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। পাসওয়ার্ড যা ছিল তাই থাকবে।
মতামতের অপেক্ষায় রইলাম।