Re: বাংলা ইউজারনেম
কেউ যদি বাংলা ইউজার নেইমকে পরিবর্তন করে তার নিজের নাম দিতে চায় তাহলে কি দেওয়া সম্ভব?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা ইউজারনেম
কেউ যদি বাংলা ইউজার নেইমকে পরিবর্তন করে তার নিজের নাম দিতে চায় তাহলে কি দেওয়া সম্ভব?
কেউ যদি বাংলা ইউজার নেইমকে পরিবর্তন করে তার নিজের নাম দিতে চায় তাহলে কি দেওয়া সম্ভব?
এক কথায় অসম্ভব তবে এডমিনকে যদি কনভিন্স করা যায় তাহলে হয়তো কিছু একটা হতে পারে।
তবে এডমিনকে যদি কনভিন্স করা যায় তাহলে হয়তো কিছু একটা হতে পারে।
খুব মাইনর ভুলত্রুটি থাকলে সেটা হয়তো কনভিন্স করা যায় (পর্টি-> পার্টি) কিন্তু অন্যথায় কেউ রাজী হবে না। সোজা কথায়, "অসম্ভব"
ক্রোম থেকে লগিন করতে পারিনা।
আমার নাম শর্টকাট করে "আরাফাত" করে দেওয়া হোক!
ক্রোম থেকে লগিন করতে পারিনা।
![]()
আমার নাম শর্টকাট করে "আরাফাত" করে দেওয়া হোক!
সম্ভবত সেটা সম্ভব হবে না। আপনি ক্রোম থেকে লগইন করার ক্ষেত্রে নীচের পন্থা ব্যাবহার করুন:
Username: 7816
Password: < আপনার পাসওয়ার্ড >
আমি আবারও আমাদের সদস্যদের উৎসাহ দিচ্ছি বাংলা নামে ইউজারনেম পরিবর্তন করার। আগ্রহ থাকলে এই টপিকে তা জানান।
অবশ্য এডমিন নামটিই বাংলায় নয়। করছিনা সিস্টেমের ঝামেলায় পড়ে যেতে পারি। কারণ, এডমিন একাউন্ট নিয়ে সমস্যা হলে তো কেউ সেটা সমাধান করতে পারবেনা। কিন্তু অন্য কোন একাউন্টের সমস্যা এডমিন সমাধান করতে পারবে।
আমি নতুন নিবন্ধন করেছি। ইংলিশ নেম mijankarim ,বাংলায় "মিজান করিম " করতে চাই।
ক্রোম থেকে লগিন করতে পারিনা।
![]()
আমার নাম শর্টকাট করে "আরাফাত" করে দেওয়া হোক!
এখন লগিন করতে পারবেন। এই টপিকটা দেখুন।
'য়' জাতীয় সমস্যা
আমি নতুন নিবন্ধন করেছি। ইংলিশ নেম mijankarim ,বাংলায় "মিজান করিম " করতে চাই।
করে দেয়া হয়েছে। নেক্সটাইম লগিন করার সময় "মিজান করিম" ইউজারনেম হিসেবে ইউজ করতে হবে।
আমার নাম শরীফ আহম্মেদ কিন্তু এইখানে অা টা অ দেখাচ্ছে হয়তো কোন কারনে ভুল হয়েছে এইটা ঠিক করবো কি করে ? আমি শুধু শরীফ রাখতে চাই ।
আমার ইউজার নেম জাবেদ ভুঁইয়া করে দেন ।
বাংলা নাম পরিবর্তন সম্ভব না।
আমি ফোরামে প্রথমে নাজমুল শুভ নামে নিবন্ধন করি। কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করার পূর্বেই আমার মেইল আইডি হ্যাক হয়ে যায়। আমার নাম নাজমুল শুভ করে দিন, প্লিজ। উল্লেখ্য, বর্তমানে ফোরামে এই নিকে কেউ নেই।
আমি ফোরামে প্রথমে নাজমুল শুভ নামে নিবন্ধন করি। কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করার পূর্বেই আমার মেইল আইডি হ্যাক হয়ে যায়। আমার নাম নাজমুল শুভ করে দিন, প্লিজ। উল্লেখ্য, বর্তমানে ফোরামে এই নিকে কেউ নেই।
এটা করা সম্ভব নয়। আপনার কি ঐ ইমেইলে একসেস আছে এখন? থাকলে সেই মেইল খুলে দেখুন আবার একটিভেট করতে পারেন কি না।
ইলিয়াস লিখেছেন:তবে এডমিনকে যদি কনভিন্স করা যায় তাহলে হয়তো কিছু একটা হতে পারে।
খুব মাইনর ভুলত্রুটি থাকলে সেটা হয়তো কনভিন্স করা যায় (পর্টি-> পার্টি) কিন্তু অন্যথায় কেউ রাজী হবে না। সোজা কথায়, "অসম্ভব"
ভাই আমি আমার প্রোফাইল নেম বাংলায় করবো <<<<< মোঃ আশিক খান >>>>> নাম দেন
ভাই আমি আমার প্রোফাইল নেম বাংলায় করবো <<<<< মোঃ আশিক খান >>>>> নাম দেন
আপনার ইউজারনেমটি পরিবর্তন (মোঃ আশিক খান) করে দেওয়া হয়েছে। আর তাই এখন থেকে ফোরামে প্রবেশ করতে নতুন ইউজারনেমটি ব্যবহার করুন।
আমার নামটা পরিবর্তন করে 'গিক' করে দিন
করে দেয়া হয়েছে। পরবর্তিতে লগিন করার সমই এই নামটিই ব্যবহার করতে হবে।
আমার username:rahul337 পরিবর্তন করে নিশাচর করব
আমার username:rahul337 পরিবর্তন করে নিশাচর করব
নিশাচর ইউজারনেমে একজন সদস্য ইতিমধ্যেই নিবন্ধিত আছেন। আপনি অন্য একটি ইউজারনেম নির্বাচন করুন।
ফোরামে বাংলা ইউজারনেম ব্যবহার করে নিবন্ধন ও লগিনের ব্যবস্থা করা হয়েছে। ফলে নতুন সদস্যরা ইচ্ছা করলে বাংলায় নিজেদের ইউজারনেম রাখতে পারেন। অন্য কোন সফটওয়্যারের প্রয়োজন নেই।
আর যারা ইতিমধ্যে সদস্য হয়েছেন, তারা যদি বাংলায় পরিবর্তন করতে চান এই আলোচনায় আপনাদের ইংরেজি ইউজারনেম এবং কাঙ্খিত বাংলা ইউজারনেমটি জানান। নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। পাসওয়ার্ড যা ছিল তাই থাকবে।
মতামতের অপেক্ষায় রইলাম।
আমি তো জানি না যে, বাংলা ইউজার নেম ব্যবহার করা যাবে। তাই ইংরেজী ইউজার নেম ব্যবহার করে ফেলেছি। এখন পরিবর্তন করবো কিভাবে ?
নামটা ‘তোফায়েল খান’ প্রদর্শন করানো দরকার বাট আসতেছে tufaelkhanbd মানে ইউজার নেমটি।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা ইউজারনেম
০.০৮৯৪৮৮৯৮৩১৫৪২৯৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.২৫৪৫৫২৭০৮৯৮২ টি কোয়েরী চলেছে