Re: ই-গভর্নেন্স ... ব্যাপারটা কি?
অফটপিকঃ
শামীম ভাই,
ই-গভর্নেন্স নিয়ে আরেকটু জ্ঞান-গর্ভ আলোচনা করেন না...
এসব বিষয়ে আপনার কথাগুলো পয়েন্ট আকারে শুনতে বেশ ভালোই লাগে...
Re: ই-গভর্নেন্স ... ব্যাপারটা কি?
সহমত (শামীম ভাইয়ের কাছ থেকে শব্দটা শিখছি )
শামীম ভাই, বলেন না কিছু...
Re: ই-গভর্নেন্স ... ব্যাপারটা কি?
বিপ্র:
আর আমার জ্ঞান ... ... ...
সামনে হয়ত ই-নির্ভর কেমন সমাজ কাঠামো দেখতে চাই সে বিষয়ে একটা ভিশনারী মার্কা পোস্ট দেব। আপাতত কিছু দেব না ... একটু বিক্ষিপ্ত মানসিক অবস্থা।
তাছাড়া পোস্টানো কমানোর চেষ্টা করছি। সবার মুখের কথা কেড়ে নিয়ে পোস্টানো খুব ভালো কিছু মনে হচ্ছে না ।
আমান ভাই:
সহমত কথাটা আমি সামহোয়্যারইনব্লগ থেকে শিখছি।
ই-গভর্নেন্সের উপরে কোন ইংরেজি প্রবন্ধ থাকলে সেটা অনুবাদ করে পোস্ট করা যেতে পারে। তাছাড়া যেই ওয়েবসাইটগুলোর লিংক দিলেন .. ওখানে কি আছে.. সেগুলোও বাংলাতে সারমর্ম আকারে পোস্টানো যায়। অন্তত পক্ষে সরকারী তরফ থেকে কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে সেটাও আমাদের জানা থাকা দরকার।
সময় পেলে করে দিবেন কি কেউ?