টপিকঃ লেআউট সেটিং সংরক্ষন
ফোরামের অনেক সদস্যের অনেক দিনের চাহিদা তারা যে লেআউট ব্যবহার করছেন তা যেন ডিফল্ট সেটিং হিসেবে থাকে। এখন থেকে এ সুবিধা পাওয়া যাবে।
অথ্যাৎ আপনি সর্বশেষ যে লেআউটটি ব্যবহার করেছেন পরবর্তী সময়ে সে লেআউটটি পাবেন। তবে এ সুবিধা পাবেন নিম্মোক্ত জায়গায়:
১. দ্রুত পোস্ট করুন
২. পোস্টের উত্তর দিন
৩. পোস্ট এডিট করুন
সমস্যা হলে জানাবেন। মতামতের অপেক্ষায়।
ধন্যবাদ।
what to do?