টপিকঃ পৃষ্ঠার প্রথম পোস্টকারী হোন (নতুন খেলা) (and the winner is...)
খেলাটি সিম্পল:
এই টপিকটি যত পৃষ্ঠা বাড়বে, প্রতি পৃষ্ঠার প্রথম পোস্টকারী পাবেন ৫ পয়েন্ট। তাকে এই পোস্ট করতে সাহায্যকারী আগের পৃষ্ঠায় শেষ পোস্টকারী পাবেন ৩ পয়েন্ট। তবে এজন্য সাহায্যকারীকে তার পোস্টে লিখতে হবে 'সাহায্য করলাম'। এই কথাটা না লিখলে ৩ পয়েন্ট পাবেন না। এডিট করে লেখা যাবে না। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, প্রজন্ম ফোরামে এক পৃষ্ঠায় বিভিন্ন সংখ্যার পোস্ট করা যায়/দেখা যায়। (সবাইকে অনুরোধ, আপনার প্রোফাইলে যেন এক পৃষ্ঠায় ২০টি পোস্ট দেখানোর অপশন সিলেক্ট করা থাকে। সাধারণত এটি ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে)। প্রতি ২০ নম্বর পোস্টটি হবে 'সাহায্য করলাম' পোস্ট (এভাবে ৪০, ৬০, ৮০......। আর প্রতি ২১ নম্বর পোস্টটি হবে ৫ নম্বরের পোস্ট (এভাবে ৪১, ৬১, ৮১.....)।
বাকি পোস্টকারীরা পাবেন ১ পয়েন্ট করে। এক পৃষ্ঠায় দু'বার পোস্ট করলে শুধুমাত্র ঐ পৃষ্ঠার ১টি পোস্টের পয়েন্ট পাবেন।
প্রথম পোস্টে একটা লিডারবোর্ড রাখা হবে যা দেখে সবাই বুঝতে পারবেন কে জিতছে। দয়া করে নিজের পোস্টের শেষে আগের পয়েন্টের সাথে যোগ করে বর্তমান পয়েন্টটি লিখবেন। এতে আমার পক্ষে লিডারবোর্ডটি অর্গানাইজ করা সহজ হবে। খেলাটি একশ পৃষ্ঠা পর্যন্ত বা একমাস চলবে (যেটা আগে হয়)।
ফোরামের নিয়ম মেনে যা খুশি পোস্ট করতে পারবেন। খেলার শুরুতে একটু চিটিং করে নিচ্ছি । যেহেতু আমি এই পৃষ্ঠার প্রথম পোস্টকারী, আমি পাচ্ছি ৫ পয়েন্ট। এবার আপনারা শুরু করুন।
লিডারবোর্ড
প্রথম ১০:
১. babuks = ২৩৯
২. শান্ত বালক = ২০৩
৩. শরীফ আহমেদ = ১৬০
৪. দ্যা ডেডলক = ১২৮
৫. জাহিদুল আলম = ১১১
৬. অনুপ = ১০৭
৭. tamim69 = ৭৯
৮. নামহীন = ৭৩
৯. ইলিয়াস = ৫৪
১০. watchcricketfree.com = ৩৬সেলফ_স্যাটার্ড = ২৩
qshohenq = ২২
Drakula = ১৯
রুমেল = ১৪
ইমরান্ = ১২
শিমুল১৩ = ৬
স্বপ্নচারী = ৩
সাদাত হাসান = ৩
অয়ন খান = ২
সাইফ দ্য বস = ২
শিমুল = ২
সারিম = ২
মাহ্দী = ১
কমরেড পৃথি = ১
বেঙ্গল বয় = ১
হাঙ্গরিকোডার = ১
shitol69 = ১
বেঙ্গল বয় = ১
জুয়েল = ১
জাহিদ = ১
জুবায়ের আলম = ১
নির্ঝর = ১
বি: দ্র: এই খেলাটি একটি ফোরামে ১৩৫০ পৃষ্ঠা ছাড়িয়েছে।