Re: পৃষ্ঠার প্রথম পোস্টকারী হোন (নতুন খেলা) (and the winner is...)
আমি এখানে কি পোষ্ট করবো?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » পৃষ্ঠার প্রথম পোস্টকারী হোন (নতুন খেলা) (and the winner is...)
আমি এখানে কি পোষ্ট করবো?
আমি এখানে কি পোষ্ট করবো?
![]()
![]()
![]()
![]()
![]()
আপনি পোস্ট করেছেন এবং ২১ তম (প্রতি ২১ তম পোস্টকে আমরা নতুন পৃষ্ঠা ধরছি) পোস্টে পোস্ট করার জন্য পাচ্ছেন ৫ পয়েন্ট। অভিনন্দন।
আমি কত পাব?? = ১
আমি কত পাব?? = ১
হ্যাঁ। প্রতি সাধারণ পোস্টের জন্য ১ পয়েন্ট। আপনার নাম লিডারবোর্ডে তুলে দিচ্ছি।
আর পৃষ্ঠার শেষ পোস্টে 'সাহায্য' করার জন্য ৩ পয়েন্ট (পরবর্তী 'সাহায্য' পোস্ট হবে ৪০ নম্বরটি) আর পৃষ্ঠার প্রথম পোস্টকারী পাবেন ৫ পয়েন্ট (পরবর্তী 'প্রথম পোস্ট' ৪১ নম্বর পোস্ট)।
খাইছে আমারে আমি দেখি ৫ পাইছি!!!!!
ভাইজান এই পোস্টের লেইগাওকি ১ পামু।
খাইছে আমারে আমি দেখি ৫ পাইছি!!!!!
ভাইজান এই পোস্টের লেইগাওকি ১ পামু।
না, প্রতি পৃষ্ঠায় মাত্র একবার পয়েন্ট পাবেন।
১
ভাল করে পড়ার পর নিয়ম বুঝতে সক্ষম হয়েছি
অফটপিক
একেক ফোরাম একেক ধরনের খেলা জনপ্রিয়তা লাভ করে
এখন কেউ খেলছে কিন্তু কয়েকদিন পর এটা বোরিং হয়ে যেতে পারে
এই ফোরামে তেমন একটা খেলা জনপ্রিয় হতে দেখিনি
না, প্রতি পৃষ্ঠায় মাত্র একবার পয়েন্ট পাবেন।
ঠিক আছে।
বৌ গেছে বাপের বাড়ি
তাই আইজ সারা রাইত
আমি নেটেই আছি
আহ!
স্বাধীন স্বাধীন স্বাধীনতা
আমার এখন ২
লিডারবোর্ড আপডেট করা হলো।
আরে সবাই দেখি পয়েন্ট পাইয়া গেল খেলা কখন শুরু হইল আমি টেরই পাইলাম না এখন কিযে করি কত পিছে পইরা গেলাম গো
খেলাটা মজার হবে মনে হচ্ছে ।
খেলাটা মজার হবে মনে হচ্ছে ।
সেই সম্ভবনাই বেশী
ইলিয়াস লিখেছেন:খেলাটা মজার হবে মনে হচ্ছে ।
সেই সম্ভবনাই বেশী
আসলেই কি তাই ?
আসলেই কি তাই ?
সন্দেহ আছে??
আচ্ছা সন্দেহ বানানে কি "স" না "শ" হবে?
ঠিক আছে "স" হবে।
আপনি সিওর? এইযা সিওর বানানের বিষয়টাওতো স-শ এর ঘাপলা আছে। কি হবে ভাই?
আপনি সিওর?
হে হে এবার ভুল করে ফেলেছেন আমি শিওর,শিওর বানান "শ" দিয়েই হবে ।
৫ পাইছি
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » পৃষ্ঠার প্রথম পোস্টকারী হোন (নতুন খেলা) (and the winner is...)
০.০৭৮১০৪৯৭২৮৩৯৩৫৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৩৮৮৭৬৭১৪০০১৪ টি কোয়েরী চলেছে