Re: পৃষ্ঠার প্রথম পোস্টকারী হোন (নতুন খেলা) (and the winner is...)
খেলাটার আগা মাথা কিছুই বুঝি নাই, ব্যস্ততার কারণে ২ দিন আসিনি। এর মধ্যে দেখি টপিক চালু হয়ে মেলা পোস্ট হয়ে গেছে। নিয়ম কানুন পড়ে কিছুই বুঝলাম না, তাই এই পোস্টের দিকে ঘুরেও তাকাইনি।
বিজয়ী সহ খেলায় অংশগ্রহণকারীদের সবাইকে অভিনন্দন। যেহেতু খেলায় ছিলাম না, তাই কিভাবে অনেকেই অনেকের কাছে চলে এসেছে তা অজানায় থেকে গেল