Re: আপনি কি না দেখে এই বাক্যটি টাইপ করতে পারবেন?
can you type thid sentense wirh your eyea closef?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » আপনি কি না দেখে এই বাক্যটি টাইপ করতে পারবেন?
can you type thid sentense wirh your eyea closef?
শামীম লিখেছেন:CAn you type this sentence with your eyes closed?
শামীম ভাই, ক্যাপস লক না দেখে কিভাবে ঠিক করলেন?
আমি টাচ্ টাইপিস্ট। কীবোর্ড তো দেখার প্রশ্নই উঠে না, টাইপ করার সময় স্ক্রিনের দিকেও তাকাইনি, চোখ বন্ধ রেখেছিলাম। এমনকি চোখ বন্ধ অবস্থায় টাইপের সময়ে এক পর্যায়ে মনে হল যে একটা কী ভুল চাপা হয়েছে, স্বয়ংক্রিয়ভাবেই ডান কড়ে আঙ্গুল ব্যাকস্পেসে চলে গেল ... ... (চোখ বন্ধ ছিল, পুরা সময়েই)।
ডান হাতের কড়ে আঙ্গুল দিয়ে শিফট কী চেপে c a টাইপ হয়ে গেছে। অর্থাৎ a তে বাম হাতের কড়ে আঙ্গুল ছোঁয়ার আগেই ডান শিফট ছেড়ে দেয়ার কথা ছিল যেটা হয়নি। ক্যাপস্ লক কী-টা সবচেয়ে কম ব্যবহৃত কী। ওটার প্রয়োজনই হয়না, কারণ বড় হাতে অক্ষর কালে ভদ্রে টাইপে আসে। বাক্যের শুরুতে যেটা আসে সেটার জন্য শিফট কী-ই দ্রুততর। আর, যেই কী-টাকে ক্যাপস্ হিসেবে লিখতে হবে, সেটা যেই হাতে তার বিপরীত হাতের কড়ে আঙ্গুল, স্বয়ংক্রিয়ভাবেই শিফট চেপে ফেলে।
babuks লিখেছেন:
শামীম ভাই, ক্যাপস লক না দেখে কিভাবে ঠিক করলেন?
আমি টাচ্ টাইপিস্ট। কীবোর্ড তো দেখার প্রশ্নই উঠে না, টাইপ করার সময় স্ক্রিনের দিকেও তাকাইনি, চোখ বন্ধ রেখেছিলাম। এমনকি চোখ বন্ধ অবস্থায় টাইপের সময়ে এক পর্যায়ে মনে হল যে একটা কী ভুল চাপা হয়েছে, স্বয়ংক্রিয়ভাবেই ডান কড়ে আঙ্গুল ব্যাকস্পেসে চলে গেল ... ... (চোখ বন্ধ ছিল, পুরা সময়েই)।
ডান হাতের কড়ে আঙ্গুল দিয়ে শিফট কী চেপে c a টাইপ হয়ে গেছে। অর্থাৎ a তে বাম হাতের কড়ে আঙ্গুল ছোঁয়ার আগেই ডান শিফট ছেড়ে দেয়ার কথা ছিল যেটা হয়নি।
আমিও এমনটাই আন্দাজ করেছিলাম। আপনাকে এ্যাত্তো বড় বড় পোস্ট করতে দেখার পর আপনার টাইপিং স্পিড আর দক্ষতা নিয়ে আমার সন্দেহ ছিলো না কখনোই
আমি ও কিবোর্ডে দিকে না তাকিয়ে টাইপ করি। ঔটা টাইপ করার সময় বুঝা গেল যা ভুল কীতে চাপ পড়তে পারে কিন্তু অত ভালো বুঝতে পারি নি।
আমি কিবোর্ড না দেখে বাংলা টাইপ করতে পারি, ইংরাজী পারি না। এটার প্রমান পেলাম এই ইংরাজী লাইনটা টাইপ করতে গিয়ে।
Can you type this sentence with your eyes closed?
Can you type this sentence with your eyes closed.
চোখ বন্ধ করে-
can you type this sentence with your eyes closed?
৭ বছরের কম্পিউটার অভিজ্ঞতায় ইংরেজী লেখাটা এখন না দেখেই মোটামুটি পারি। সাধারণত স্ক্রীণের দিকে তাকিয়েই লিখি। উপরের লেখাটা চোখ বন্ধ করেই লিখছি।
can you type this sentence with oyur eyes closed?
এটা তো বেশিরভাগ মানুষই পারবে। আমি নাদেখেই টাইপ করি সবসময়? ভুল করলে কড়ে আঙ্গুল দিয়েই ব্যাকস্পেস চাপি। এবং হরহামেশাই ভুল করি।
Can you type this sentence with your eyes closed?
Can you type this sentence with your eyes closed ?
কুন প্রবলেম হয় নাইক্কা........। আইচ্ছা সমস্যাটা কি.......এইডা কি এমন বিশেষ কথা যা লিখ্যা "কাচা গাব পাকা গাব" বা "পাখি পাকা পেঁপে খায়" টাইপের ধরা খাইতে হবে.....???
@মেহেদী ভাই,
আগের পোস্টগুলো দেখুন, কয়েকজন কিন্তু ঠিকই মিসটেক করেছে। আর এখানে আপনাকে কি-বোর্ড দেখতে মানা করা হয়েছে।
আমিতো চোখ বন্ধ করে লিখলাম
Can you type this sentence close your eyes
Can you type this sentence with your eyes closed ?
![]()
![]()
কুন প্রবলেম হয় নাইক্কা........। আইচ্ছা সমস্যাটা কি.......এইডা কি এমন বিশেষ কথা যা লিখ্যা "কাচা গাব পাকা গাব" বা "পাখি পাকা পেঁপে খায়" টাইপের ধরা খাইতে হবে.....???
না, বাক্যটা সিম্পলই। তবে বাক্যটার অর্থটা খেয়াল করুন। যে কাজ করছেন তা আপনাকে করতে বলা হচ্ছে। এটা ছাড়া বাক্যটার আর কোন বিশেষত্ব নেই।
Can you type this sentence with your eues closed
Can you type this sentence with your eues closed?
Can you type this sentencre euth your rurs cosed?
Can you type this sentence with your eyes closed?
ফলাফল মোটেও কনসিসটেন্ট নয়! তবে চারবারের চেষ্টায় মোটামুটি কাছাকাছি যাওয়া গেছে!!
Can you type this sentence close your eyes
Can you tuoe this senrwce with your eues closed>
can u type this sentence close u eyes?
ক্যান ইউ ক্লোজ ইউর আইস এ্যান্ড টাইপ দিস সেন্টেন্স?
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » আপনি কি না দেখে এই বাক্যটি টাইপ করতে পারবেন?
০.০৯০৫৬৪০১২৫২৭৪৬৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৭৮২৮২৯৪৪১৯১৬ টি কোয়েরী চলেছে