টপিকঃ উবুন্টুর জয়যাত্রা
বাসা ছেড়ে এখন উবুন্টু অফিসের কম্পিউটারেও। আজই আমার কম্পিউটার ও এক সহকর্মীর কম্পিউটারে উবুন্টু ইনস্টল করেছি। আমাদের অফিসের নীতি অনুযায়ী এতদিন মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি ব্যবহৃত হয়ে আসছিল। ব্রান্ড কম্পিউটারের সাথে এক্সপি প্রিইনস্টলড থাকার কারণে কেউ আমরা ওএস বদলাতে চাই নি।কিছুদিন যাবৎ ভাইরাসের উৎপাত বাড়ায় এর পরিত্রাণের বিভিন্ন উপায় খোঁজা হচ্ছিল। সব কম্পিউটারের জন্য নূতন এন্টিভাইরাস কেনা হবে নাকি একটি সার্ভার কিনে তার মাধ্যমে নেটওয়ার্ক এডিশনের এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হবে সেই নিয়ে চিন্তাভাবনা চলছিল।
আমাদের অফিসে যে কোম্পানি আইটি সাপোর্ট দেয় তাদের মত হলো নূতন সার্ভার ও এন্টিভাইরাস সফটওয়্যার কেনা। এটি করলে আমাদের নেটওয়ার্কে ভাইরাস আক্রমণ করবে না এমন নিশ্চয়তা চাইলে তারা তা দিতে পারে নি। দেয়া সম্ভবও নয়। এই সুযোগে আমি লিনাক্স এবং উবুন্টুকে উপস্থাপন করি। এটি অনেকের নিকট সম্পূর্ণ অপরিচিত। এরকম কিছু থাকতে পারে তা অনেকের বিশ্বাস হয় না। শেষে ঠিক হয় আমি প্রথমে এটি ব্যবহার করে অন্যদের দেখাব। তারা যদি এতে আকৃষ্ট হয় তাহলেই সব কম্পিউটারে ব্যবহার করা হবে। সেই কথামতো আমার কম্পিউটারে ইনস্টল করি। মাত্র ৩০ মিনিট সময়ে। তারপর এটির চেহারা দেখে আরেকজন উৎসাহী হয়ে ওঠেন। এখন আমার কম্পিউটার একটি উবুন্টু প্রদর্শনী ক্ষেত্র। আশা করি শীঘ্রই সব কম্পিউটারে উবুন্টু দেখতে পাব।
এই ফোরামে যারা উবুন্টু ভালবাসেন তাদের জন্য এটি নিশ্চয় আনন্দের কথা।
আমার ব্লগ