২১

Re: কম্পিউটার সামগ্রীর উপর শুল্ক আরোপ

২২ সর্বশেষ সম্পাদনা করেছেন অয়নবাংলা (১৯-০৬-২০০৭ ২১:৪০)

Re: কম্পিউটার সামগ্রীর উপর শুল্ক আরোপ

আমি প্রোগ্রামিং বলতে Advanced Use বুঝিয়েছিলাম। যেহুতু  confusion হচ্ছে কাজেই আমি অন্য term ব্যবহার করব। আমি কম্পিউটারের উপকারিতা বা অপকারিতা নিয়ে কথা বলছি না।

যার ১০% বেশী  দেওয়ার সামর্থ্য নাই সে কোর্স করে, ঐ বিদ্যা ব্যবহার করে তারপর কিনবে। Graphics আর Programming ছাড়া কোন কিছু শিখতে বেশিদিন লাগার কথা না। আমান ভাই আপনার ঐ আত্মীয়কে জীগেস করে দেখেন, উনি কম্পিউটার না কিনলে তাই করত। ১০%  কেন  ৫০% ও উনাদের আটকাতে পারবে না।

শামীম ভাই, প্রথমত আপনি যেসব ডাটাবেইসের উধারণ দিয়েছহেন (জমি-জমা ইত্যাদি) তা বাংলাদেশে কবে সম্ভব তা বলা যাচ্ছে না, তবে জমি-জমার তথ্য কোন দেশেই publicly disclose করা হয় না। ই-গভর্নেন্স যারা ব্যবহার করে তারা ১০% দিতে পারবে না - এইটা আমি মানতে পারলাম না।

আমাদের প্রায় ৫০% মানুষ দারিদ্রসিমার নীচে। শুধু হারানো রাজস্ব দিয়ে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব?

২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (১৯-০৬-২০০৭ ২১:৪২)

Re: কম্পিউটার সামগ্রীর উপর শুল্ক আরোপ

২৪

Re: কম্পিউটার সামগ্রীর উপর শুল্ক আরোপ

অামি অর্থনীতি বুঝি না। তবে এটুকু বুঝি যে, সবাইকে স্কুলে পাঠালেও ভালো ফল করে কিছু করার যোগ্যতা মাত্র কয়েকজনেরই হয়। এটা ঠিক যে, অামার দেখা এ পর্যন্ত যত কম্পিউটার মালিক দেখেছি, তার বেশীরভাগই তেমন কোন কাজে এটাকে ব্যবহার করেন না। কিন্তু সত্যি যারা কাজে ব্যবহার করার যোগ্যতা রাখে, তাদের পক্ষে কম্পিউটার কেনার সামর্থ্য থাকে না। অামি নিজের কথাই বলতে পারি। অামি সিনিয়র প্রোগ্রামার হিসেবে একটা কোম্পানীতে চাকরী করেছি, কিন্তু ওই চাকরীতে ঢোকার অাগেও অামার নিজস্ব কোন কম্পিউটার ছিলো না। বন্ধুদের কম্পিউটার ব্যবহার করেই প্রোগ্রামিং শিখেছি। কোন রকম কর না থাকার পরও অামার কেনার সামর্থ্য ছিলো না। তারপর অফিস থেকে একটা কম্পিউটার পাই ফ্রি। সেটাও ছিলো সেলেরন ৭০০ মে.হা, যখন কিনা বাজারে ১.২ গি.হা. চলছে, বিল্ট-ইন অডিও-ভিডিও, ইত্যাদি। তখনকার সময়ের দাম ২৩,০০০ টাকা। (অফটপিকঃ ওটা এখন অামার ছোট ভাই চালাচ্ছে লিনাক্সে)

যাইহোক, অামার কথা হচ্ছে যারা কম্পিউটার কিনে তারা সবসময় এটাকে কাজে ব্যবহার করবে সেটা অাশা করা যায় না। এর মধ্যে কয়েকজন ভালো কাজ করবে। তাছাড়া, তাদের গরীব বন্ধুরাও এ থেকে উপকৃত হয়। ধনীরাই যে শুধু কম্পিউটার কেনে, এরকম কথা কিন্তু অামি বলছি না। কম্পিউটার সহজলভ্য হওয়াতেই অামার পক্ষে প্রোগ্রামার হওয়া সম্ভব হয়েছে। কম্পিউটারের দাম বেশী হলে, অামার বন্ধুরাও কিনতে পারতো না, অামিও কিছু শিখতে পারতাম না।

২৫

Re: কম্পিউটার সামগ্রীর উপর শুল্ক আরোপ

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৬ সর্বশেষ সম্পাদনা করেছেন অয়নবাংলা (১৯-০৬-২০০৭ ২৩:২৮)

Re: কম্পিউটার সামগ্রীর উপর শুল্ক আরোপ

২৭

Re: কম্পিউটার সামগ্রীর উপর শুল্ক আরোপ

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন অয়নবাংলা (২০-০৬-২০০৭ ১২:১৫)

Re: কম্পিউটার সামগ্রীর উপর শুল্ক আরোপ

শামীম ভাই , আপনি আর আমি আসলে দুই জন ২ view থিকে দেখছি - যদিও আমি আপনার view কে  respect করি। এটা সত্য আমরা জানি না দারিদ্র বিমোচনে সরকার কি পদখ্খেপ নিবে। ট্যাক্স টা যাতে তাদের কাজে লাগে সেটা আশা করতে কোন অসুবিধা নাই।

লরিয়ে আমাদের থেকে ১০ মিন দুরে। আইসে ঘুইরে যান, ৬৮' এ  বিজনেস এডমিনিস্ট্রেশনের - hats off to him   smile

২৯ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (২০-০৬-২০০৭ ১২:১৮)

Re: কম্পিউটার সামগ্রীর উপর শুল্ক আরোপ

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত