টপিকঃ কাল বের হচ্ছে এসএসসি ২০১০ এর রেজাল্ট
আগামী কাল বের হতে যাচ্ছে ২০১০ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট... আসেন সবাই মিলে দোয়া করি যেন সবাই তাদের কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারে...এবং এ+ এর সংখ্যা যেন মাত্রারিক্ত না হয়...
রেজাল্ট পাবেন এখানে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » কাল বের হচ্ছে এসএসসি ২০১০ এর রেজাল্ট
আগামী কাল বের হতে যাচ্ছে ২০১০ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট... আসেন সবাই মিলে দোয়া করি যেন সবাই তাদের কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারে...এবং এ+ এর সংখ্যা যেন মাত্রারিক্ত না হয়...
রেজাল্ট পাবেন এখানে
ধন্যবাদ। এবার নতুন সুবিধা হিসেবে রাখা হয়েছে আপনার রোল নম্বরটাকে ইচ্ছে করলে আপনি ই-মেইল এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। তবে একটা ই-মেইল ঠিকানার বিপরীতে এক বা একাধিক রোল নম্বর রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু একটা রোল-নম্বরের বিপরীতে একাধিক ই-মেইল ব্যবহার করতে পারবেন না। রেজিস্ট্রেশন করলে রেজাল্ট আপনার মেইলে পৌছে যাবে।
**শিরোনামটা এভাবে লিখলে কি আরও একটু দৃষ্টিনন্দন হত না " কাল প্রকাশিত হচ্ছে এসএসসি ২০১০ এর রেজাল্ট"
Everyone please pray for me...........
আমার জন্য ও
আমাদের অয়ন ভাইও পরীক্ষা দিয়েছেন...
ওনার জন্যও একরাশ শুভ কামনা !
আমাদের অয়ন ভাইও পরীক্ষা দিয়েছেন...
ওনার জন্যও একরাশ শুভ কামনা !
এসএসসি না এইচএসসি?
শিমুল,হাসান -দুইজনের প্রতিই রইল শুভ কামনা।মহান আল্লাহ রাব্বুল আ'লামীন যেনো আপনাদের কাঙ্খিত ফলাফল হাসিল করার তৌফিক দেন।
আমাদের অয়ন ভাইও পরীক্ষা দিয়েছেন
এইচ এস সি, উনি তো রাইফেলস পাবলিক কলেজে পড়েন
এইচ এস সি, উনি তো রাইফেলস পাবলিক কলেজে পড়েন
ওহহ... তাইলে মিচটেক হইছে!
এবং এ+ এর সংখ্যা যেন মাত্রারিক্ত না হয়
মাত্রারিক্ত হলে অসুবিধা কি? আপনি কি চান না দেশের সব ছাত্রই ভাল ছাত্র হোক?
সেলফ_স্যাটার্ড লিখেছেন:এবং এ+ এর সংখ্যা যেন মাত্রারিক্ত না হয়
মাত্রারিক্ত হলে অসুবিধা কি? আপনি কি চান না দেশের সব ছাত্রই ভাল ছাত্র হোক?
মনে হয়, গণহারে সবাইকে এ+ দিতে থাকলে আগে যারা এ+ পাইছিলো বিয়ের বাজারে তাদের দাম কমে যাবে বলে চিন্তিত...
Just kidding
আমার বহু পরিচিত লোকজন দিয়েছে
মিলন লিখেছেন:মাত্রারিক্ত হলে অসুবিধা কি? আপনি কি চান না দেশের সব ছাত্রই ভাল ছাত্র হোক?
মনে হয়, গণহারে সবাইকে এ+ দিতে থাকলে আগে যারা এ+ পাইছিলো বিয়ের বাজারে তাদের দাম কমে যাবে বলে চিন্তিত...
Just kidding
আপনাদের আর কিছুই বলার নেই আমার
গুনগত মান বাড়ানোর দরকার বলে মনে করি।
মিলন লিখেছেন:মাত্রারিক্ত হলে অসুবিধা কি? আপনি কি চান না দেশের সব ছাত্রই ভাল ছাত্র হোক?
মনে হয়, গণহারে সবাইকে এ+ দিতে থাকলে আগে যারা এ+ পাইছিলো বিয়ের বাজারে তাদের দাম কমে যাবে বলে চিন্তিত...
Just kidding
ভাই আমরা যখন প্রথমদিকে গ্রেডিং সিস্টেমে এস,এস,সি পরীক্ষা দিয়েছি তখন এ+ জিনিসটার দিকে হা করে থাকিয়ে থাকতাম। বাংলাতে এ+ পাওয়া তখন স্বপ্নের ব্যাপার ছিলো। আর এখন নাকি রুলস লেখার মান মোটামুটি হলেই নাকি ১০ এ ৭ দিতে হবে আর ভালো হলে ৯ এমনকি ১০ দিতে হবে!!! আর আমাদের সময় অপশনাল সাবজেক্ট এর নাম্বার যোগ হতোনা আর এখন অপশনাল সাবজেক্টে এ+ পেলে ৩ পয়েন্ট যোগ হয়।
সেলফ_স্যাটার্ড লিখেছেন:এবং এ+ এর সংখ্যা যেন মাত্রারিক্ত না হয়
মাত্রারিক্ত হলে অসুবিধা কি? আপনি কি চান না দেশের সব ছাত্রই ভাল ছাত্র হোক?
এ+ এর সংখ্যা বাড়লেই কি সব ছাত্ররা ভালো হয়ে যাবে। আসল কথা হলো পড়ালেখার গুনগত মান। এ+ নয় শিক্ষার গুনগত মান বাড়া দরকার।
invarbrass লিখেছেন:মনে হয়, গণহারে সবাইকে এ+ দিতে থাকলে আগে যারা এ+ পাইছিলো বিয়ের বাজারে তাদের দাম কমে যাবে বলে চিন্তিত...
Just kiddingভাই আমরা যখন প্রথমদিকে গ্রেডিং সিস্টেমে এস,এস,সি পরীক্ষা দিয়েছি তারা এ+ জিনিসটা হা করে থাকিয়ে থাকতাম। বাংলাতে এ+ পাওয়া তখন স্বপ্নের ব্যাপার ছিলো। আর এখন নাকি রুলস লেখার মান মোটামুটি হলেই নাকি ১০ এ ৭ দিতে হবে আর ভালো হলে ৯ এমনকি ১০ দিতে হবে!!! আর আমাদের সময় অপশনাল সাবজেক্ট এর নাম্বার যোগ হতোনা আর এখন অপশনাল সাবজেক্টে এ+ পেলে ৩ পয়েন্ট যোগ হয়।
মিলন লিখেছেন:মাত্রারিক্ত হলে অসুবিধা কি? আপনি কি চান না দেশের সব ছাত্রই ভাল ছাত্র হোক?
এ+ এর সংখ্যা বাড়লেই কি সব ছাত্ররা ভালো হয়ে যাবে। আসল কথা হলো পড়ালেখার গুনগত মান। এ+ নয় শিক্ষার গুনগত মান বাড়া দরকার।
এসব কথা এদের মাথায় ঢুকবে না...মোটা মাথা তো just kidding
এসব কথা এদের মাথায় ঢুকবে না...মোটা মাথা তো just kidding
সেলফ ভাই আপনারা প্রজন্মের সিনিয়র সদস্য। আপনারা যদি এভাবে ব্যক্তিগত আক্রমন করে টপিকটাকে অফটপিকের দিকে নিয়ে যান তাহলে আমরা নবাগতরা আর কিই বা বলতে পারি।
সেলফ ভাই আপনারা প্রজন্মের সিনিয়র সদস্য। আপনারা যদি এভাবে ব্যক্তিগত আক্রমন করে টপিকটাকে অফটপিকের দিকে নিয়ে যান তাহলে আমরা নবাগতরা আর কিই বা বলতে পারি।
কোন কথাটা অফটপিক... আমি আপনার কথার সাথে সহমত পোষন করেছি কেবল মাত্র...তার মানে কি আপনার পোষ্ট অফটপিক?
যাই হোক এসএসসির রেজাল্ট দিয়ে দিয়েছে... তার সামান্য উপাত্ত এখানে পাবেন
সরি, অফটপিক নয় বলতে চেয়েছিলাম...ব্যক্তিগত খোচাখুচি না করার জন্য।
বের হয়ে গেছে!
ডিপ্লোমা রেজাল্ট পেতে চাইলে নিচের লিংকে ভিজিট করতে পারেন।
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » কাল বের হচ্ছে এসএসসি ২০১০ এর রেজাল্ট
০.০৭৮৬৫১১৮৯৮০৪০৭৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৭৪২৭৬১০০৬০৪১ টি কোয়েরী চলেছে