Re: বাঁচতে হলে জানতে হবে।
উক্ত থ্রেড টি কে আমি আরো আগে বাড়াতে আজ থেকে নতুন লেখা শুরু করলাম ।আসা করি সবার উপকার হবে।কিন্তু এতে কিছুটা বয়স্ক মানুষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। এটা কি আমি করতে করতে পারি?
আমি যথা সম্ভব সঠিক বংলা প্রয়োগের মাধ্যমে তথ্য দেবার চেষ্টা করবো।
আজকের বিষয় নিরাপদ যৌন আচারন বা ABC
যে ধরনের যৌন আচরনে কোন প্রকার ঝুঁকি থাকে না অর্থাৎ আনাকাঙ্খিত গর্ভধারণ যৌনরোগ সংক্রমন এবং এইচআইভি / এইডস থেকে নিরাপদ থাকা যায় সে ধরনের যৌন আচারনকেই নিরাপদ যৌন আচারন বলে।
A – বিয়ের আগে যৌন মিলন থেকে বিরত থাকা। (Abstinence)
B – একে অপরের প্রতি বিশ্বস্ত থাকা অর্থাৎ স্বামী - স্ত্রীর মধ্যে যৌনসম্পর্ক সীমাবদ্ধ রাখা।( Be faithful)
C – যদি একান্ত উপরের শর্ত দুটি পালন করা না সম্বভ হয় তাহলে প্রতিবার যৌন মিলনের সময়
অবশ্যই সঠিক নিয়মে কনডম ব্যবহার করা। ( Use condom consistently and correctly )