টপিকঃ আমার উইন্ডোস বুট মেনুর খুব বিপদ, জরুরী সাহায্য দরকার

নতুন উইন্ডোস সেট আপ দেয়ার পর উবুন্টু grub চলে যাই। উবুন্টু grub update করার পর এখন উইন্ডোস বুট মেনু উধাও হয়ে যাই  অনেক চেষ্টা করেও উইন্ডোস বুট মেনু আনতে পারিনি। দয়া করে একটু সমাধান দেন। না হলে ভাই মারা যাবো।

Re: আমার উইন্ডোস বুট মেনুর খুব বিপদ, জরুরী সাহায্য দরকার

আপনার সিস্টেম কি? কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন জানান। পরিষ্কারভাবে ধারনা না পেলে সমাধান করা সম্ভব কি?

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আমার উইন্ডোস বুট মেনুর খুব বিপদ, জরুরী সাহায্য দরকার

উবুন্টু চালু করুন।
টারমিনাল ওপেন করুন।

নিচের কোড গুলা চালান।

gksu update-grub2

যদি এরর বলে বা কমান্ড নট ফাউন্ড বলে, তাহলে,

gksu update-grub

চালান।
আশাকরি সমাধান হয়ে যাবে।

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আমার উইন্ডোস বুট মেনুর খুব বিপদ, জরুরী সাহায্য দরকার

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আমার উইন্ডোস বুট মেনুর খুব বিপদ, জরুরী সাহায্য দরকার

sarim@sarim-desktop:~$ gksu update-grub2
Found linux image: /boot/vmlinuz-2.6.32-21-generic
Found initrd image: /boot/initrd.img-2.6.32-21-generic
Found memtest86+ image: /boot/memtest86+.bin
Found Windows 7 (loader) on /dev/sda1
Found openSUSE 11.2 (i586) on /dev/sda10
done
sarim@sarim-desktop:~$ 

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত