টপিকঃ সামহোয়ারইন ফোরাম প্রসঞ্গে
হাসিন হায়দার যখন punBB কে নিয়ে সামহোয়ারইন ফোরাম নিয়ে এলেন তখন আমি যে কি খুশী হয়েছিলাম। কিন্তু ওটাতে ইউনিকোড ছিল না। বিজয় কি-বোর্ড ব্যাবহার করতে হতো । সে তুলনায় এটা বেশ ভালো । যদিও প্রজন্মফোরাম এবং সামহোয়ারইনফোরাম ২টি সেই punBB দিয়েই তৈরী।
সেসময় হাসিন ভাই আমাকে এক মেইলে জানিয়েছিলেন যে এটাই সম্ভবত তার ASCIIতে করা সর্বশেষ application.
তবে ব্লগিং এর ক্ষেত্রে সামহোয়ারইনব্লগ এক যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি।