Re: প্রজন্ম ফোরাম মোবাইল সংস্করণ (বেটা)
আমার w700i অপেরা মিনি ৪ ব্রাউজার দিয়ে ভালো ভাবেই দেখা যাচ্ছে। সব চেয়ে বড় কথা পেইজ খুব দ্রুত আসছে । অনেক ধন্যবাদ সুমন ভাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » প্রজন্ম ফোরাম মোবাইল সংস্করণ (বেটা)
আমার w700i অপেরা মিনি ৪ ব্রাউজার দিয়ে ভালো ভাবেই দেখা যাচ্ছে। সব চেয়ে বড় কথা পেইজ খুব দ্রুত আসছে । অনেক ধন্যবাদ সুমন ভাই।
আপনাদের মোবাইলের স্ক্রীনশট বা ছবিতুলে কেউ দিতে পারবেন? কি অবস্থায় আসছে আমি কিছুই বুঝতে পারছি না।
চিন্তা কি? হুইল সাবান (অপেরা সিমুলেটর) আছে না?
বাংলা দেখার জন্যে এখানেও about:config এর টিপসটা প্রযোজ্য
স্ট্যান্ডার্ড ভিউ:
মোবাইল ভিউ:
আজকে প্রথম এটি ব্যবহার করলাম, ভালোই লাগলো । আগে নরমাল লিংক দিয়ে ঢুকলে অনেক সময় নিত। টপিক টি স্টিকি করা যেতে পার, যাতে সবার চোখে পড়ে।
খুবই পছন্দ হল ।পোস্ট করার ব্যবস্থাটা হলেই আমার ফ্রেন্ড দের বলা যাবে।
একটা পেজ লোড হতে কত কে.বি খরচ হয় কেউ বলতে পারেন? আমার আবার কিলোবাইট প্রতি প্যাকেজ কী না।
একটা পেজ লোড হতে কত কে.বি খরচ হয় কেউ বলতে পারেন? আমার আবার কিলোবাইট প্রতি প্যাকেজ কী না।
প্রতি পেইজ ৭-৯ কিলোবাইট সাইজ
বা এই সাইট হতে হিসাব দেখতে পারেন http://www.justsearching.co.uk/tools/page-size
অনুপ লিখেছেন:ভাল খবর
এবার একটা কিবোর্ড এর দরকার
সহমত।
মোবাইলে বাংলা লিখার একটা সুবিধাজনক( অভ্র এর মত) কিবোর্ড ছাড়া এই মোবাইল সংস্করণের প্রচেষ্টা অসম্পূর্ণই থেকে যাবে।
আমিও একমত।
মোবাইল খেকে বাংলা লেখার কি কোন সুযোগ আছে? থাকলে জানাবেন।
ধন্যবাদ।
আগে আনন্দের বহিপ্রকাশ করে নেই, পরে লেখবো। আমার আসলেই খুব ভালো লাগছে।
ধন্যবাদ সুমন ভাইকে এমন একটি উদ্দ্যেগ নেয়ার জন্য।
আমার ব্লগের জন্য (ওয়ার্ডপ্রসের ব্লগ সাইট http://www.alinblog.co.cc) মোবাইল ভার্সন করতে চাই। সুমন ভাই আমাকে বলবেন কোন প্লাগইনসটি ব্যবহার করলে ভালো হবে ?
আপাতত মোবইল ভার্সন করা রয়েছে যা আমি WPTouch ওয়ার্ডপ্রেস প্লাগইনস ব্যবহার করে করেছি। কিন্তু প্রজন্মের মত এতো ভালো দেখায় না। আর পেজ লোড হয় ১৪ কেবি।
ভাল পদক্ষেপ। আশাকরি অনকে নতুন মেম্বার জয়েন করবে মোবাইল থেকে.
ভাল পদক্ষেপ। আশাকরি অনকে নতুন মেম্বার জয়েন করবে মোবাইল থেকে.
ধুর মিয়া... শুধু শুধু ডাইনাসোর আমলের পোস্ট গুলারে বাম্প করতেছেন কেন।
উল্টা আরো রিরক্তি বারাইতেছেন। পোস্টে কমেন্ট করার আগে তারিখ দেইখা নিয়েন।
ঃ-@
সুমন৫৭৯ লিখেছেন:ভাল পদক্ষেপ। আশাকরি অনকে নতুন মেম্বার জয়েন করবে মোবাইল থেকে.
ধুর মিয়া... শুধু শুধু ডাইনাসোর আমলের পোস্ট গুলারে বাম্প করতেছেন কেন।
![]()
উল্টা আরো রিরক্তি বারাইতেছেন। পোস্টে কমেন্ট করার আগে তারিখ দেইখা নিয়েন।
ঃ-@
২/১টা তবারক খাওয়া ছাড়া উনি থামবেন বলে মনে হয় না।
ভাল হইছে।
ধন্যবাদ । আমি এই জিনিস টা চাইতেছিলাম মনে মনে ।
মনের কথা বঝে বলে এত ভাল লাগে ।
পদক্ষেপ টা অনেক সুন্দর ।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » প্রজন্ম ফোরাম মোবাইল সংস্করণ (বেটা)
০.০৭৭৫৮৪৯৮১৯১৮৩৩৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.২৭৮৪৬৫৮১১৩৪৯ টি কোয়েরী চলেছে