টপিকঃ মুঠোফোনে প্রতারণার নতুন কৌশল - লটারি জিতেছেন।
গত শুক্রবার আমার শাশুড়ি আম্মার ফোনে (গ্রামীন) ফোন করে ১৬৯০০ টাকা জিতিয়ে দিল। এমনকি ব্যালেন্স চেক করলেও ওটা দেখাচ্ছিলো। তারপর আরেকটা মটরসাইকেল বা ক্যাশ ২লাখ ৬৫ হাজার টাকা জেতার খবর দিল। কিন্তু পাইতে হলে ৯০০০ টাকা ভ্যাট বা অন্য খরচ হিসেবে ফ্লেক্সি করতে হবে বলে।
যথারীতি এই লোভের ফাঁদে পা দেয়নি ওনারা। এরপর ব্যালেন্স থেকেও ঐ টাকা হাওয়া।
অবাক হয়ে ভাবছি, এটা কীভাবে সম্ভব?
বিস্তারিত কাসুন্দি লিখেছি আমার ব্লগে।
আশা করি আপনারা কেউ এ ধরণের প্রতারণার স্বীকার হননি, এবং হবেন না।