টপিকঃ লিনাক্স: ফাইল নামের কেস পরিবর্তন
একটি ফোল্ডারের সমস্ত ফাইল এর নাম আপারকেস থেকে লোয়ার কেস-এ পরিবর্তন করতে চাইলে নিচের কোডটি রান করুন:
for i in *; do mv $i `echo $i | tr [:upper:] [:lower:]`; done
-----------
সংগৃহীত
জানি ছোট্ট একটা পোস্ট।লিনাক্সে কাজ করার সময় এমন অনেক কিছু দরকার হয়। ওয়েবে তো পাওয়াই যায় জানি, কিন্তু কয়দিন পরে আবার দরকার হলে আবার খোজা লাগে আমার, স্মৃতীশক্তি কম । তাই ভাবলাম এমন কিছু সব এখানে পোস্ট করব
যাতে পরে একবারে খুজে পাই
http://www.amanpages.com/