Re: দেখে এলাম খোজ-দি সার্চ
ঢিশুয়াই শব্দ নাই ? ছবিটাতো ফ্লপ করলো শুনলাম। নায়ক রে দেইখাই নাকি সবাই হাসতে হাসতে কাহিল । যা হোক এতদিনে একটা আনইন্টেশনাল কমেডি ছবি দেখলো দর্শক।
শোনা কথায় কান দিতে নেই
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » দেখে এলাম খোজ-দি সার্চ
ঢিশুয়াই শব্দ নাই ? ছবিটাতো ফ্লপ করলো শুনলাম। নায়ক রে দেইখাই নাকি সবাই হাসতে হাসতে কাহিল । যা হোক এতদিনে একটা আনইন্টেশনাল কমেডি ছবি দেখলো দর্শক।
শোনা কথায় কান দিতে নেই
এতদিনে একটা আনইন্টেশনাল কমেডি ছবি দেখলো দর্শক।
আগে দেখেন তারপর খারাপ না ভালো তা বলেন
সিনেপ্লেক্স এ মুক্তি পায় নাই?
কোথায় কোথায় চলছে উপরের পোস্টারে লিখা আছে দেখে নিন।
সিনেপ্লেক্সে তো মুক্তি পেয়েছে। ওখানে গিয়ে দেখতে সমস্যা কি?
মেশিন ম্যান বের হও্যার পর দেখার ইচ্ছা ছিল ইফেক্টের জন্য। অনেকদিন পর দেখেছিলাম। পূর্বে সুনেছিলাম বাজে, কোন ইফেক্ট নেই। আমার দেখার আগ্রহ আর বাড়ল। তারপর যখন দেখলাম, কমেডি ফিল্ম মনে হল।
মেশিন ম্যান বের হও্যার পর দেখার ইচ্ছা ছিল ইফেক্টের জন্য।
মেশিন ম্যান সিনেমাতো ছিলো এফ.ডি.সি মুভি - সল্প বাজেট মুভি । বাংলাদেশি টার্মিনেটর বানাতে গিয়েছিল।
আমার একটাই প্রশ্ন সার্চ খোজে কেমনে?
![]()
ভাই সার্চ তো খোঁজে না।
খোঁজ-দা সার্চ!
মানে বাংলা ইংলিশ নাম আলাদা লিখছে!
আমি সেদিন দেখলাম, মনে হয় প্রথম দিনেই। এক কথায়: এই রকম ফালতু বাংলা ছবি আমি দেখি নাই (আমার প্রেক্ষিতে বললাম)
এইটা কোন নায়ক হইছে? নায়কোচিত কোন ভাব নাই। ওর ডায়ালগ গুলা শুনলে খালি কষে গালে থাপ্পড় দিতে ইচ্ছা করে। দেখতে পুরা হাফ লেডিস মনে হয়। কাহিনী খুবই দুর্বল। কাহিনী যে কি তা আমার মগজে ঢুকে নাই। নায়িকা যে কোনটা সেইটাও বুঝি নাই।
ভাল দিক গুলি যা চোখে পড়েছে:
~ টেকনোলজি'র ব্যবহার শুরু হয়েছে, যা বাংলা ছবিতে সেভাবে শুরু হয় নাই।
~ গানগুলা ভাল ছিল, দৃশ্যায়ন ভাল ছিল (নায়ক বাদে)
এছাড়া আর কিছু আমার ভাল লাগে নাই
আমার দেখার খুব ইচ্ছে। কিন্তু দেখার কোন উপায় নাই
এইটা কোন নায়ক হইছে? নায়কোচিত কোন ভাব নাই
ভাই উনিই তো টাকা ঢালছে আর এইটা আমাদের বাঙ্গালীর স্বভাব। নিজে টাকা ঢালছে নায়ক হইতে। সাধারণ মুভি করলে কি আর আপনি দেখতেন + ওনাকে চিনতেন?
নাটোরে আসার অপেক্ষায় থাকলাম। আসলে দেখব
তারেক হাসান লিখেছেন:এইটা কোন নায়ক হইছে? নায়কোচিত কোন ভাব নাই
ভাই উনিই তো টাকা ঢালছে
আর এইটা আমাদের বাঙ্গালীর স্বভাব। নিজে টাকা ঢালছে নায়ক হইতে। সাধারণ মুভি করলে কি আর আপনি দেখতেন + ওনাকে চিনতেন?
সামিউল ভাই নায়ক নাকি ইতালিয়ান!
সামিউল ভাই নায়ক নাকি ইতালিয়ান!
ভাই ভিলেন ইতালিয়ান - নিনো
shitol69 লিখেছেন:সামিউল ভাই নায়ক নাকি ইতালিয়ান!
ভাই ভিলেন ইতালিয়ান - নিনো
হুম! ধন্যবাদ ডেডলক ভাই।
নেট স্পীড এত খারাপ যে ছবিটা একবারও পুরা লোড হইলনা ।
তাই ভুল হয়ে গেসে।
পোস্টার দেখলে আর ভুল করতাম না।
আর নায়ককে ভালো লাগেনাই।
নেট স্পীড এত খারাপ যে ছবিটা একবারও পুরা লোড হইলনা
নেটে এসে গেছে ?
Rabbi লিখেছেন:এতদিনে একটা আনইন্টেশনাল কমেডি ছবি দেখলো দর্শক।
আগে দেখেন তারপর খারাপ না ভালো তা বলেন
যারা দেখেছে তারা সবাই বলছে ছবিটা মহা ফালতু। কি কারনে আপনার এত ভালো লাগলো যে ৮.৫ /১০ দিলেন তা বুঝলাম না । হয়ত টেকনোলজির কারনে । আকাশে হেলিকাপটার উড়া দেখলেই সেটা অসাধারন ছবি হয়ে যায় না। একটি ছবির আসল জিনিস কাহিনী । কাহিনীটাই নাই এই ছবিতে। কোন ছবিতে নায়কের এত বাজে অভিনয় বাংলার ইতিহাসে খুব কম দেখা মেলে ( যারা দেখেছে তারা সবাই বলেছে) । ছবিতে কে নায়ক আর কে নায়িকা , এটা নিয়েই কনফিউজড তারা । এক কথায় মহা ফালতু এবং হাস্যকর ছবি ।
ছবিটার ব্যাপারে এইসব মন্তব্য শুনার পর ছবিটা নিজে দেখার কোন ইচ্ছা নাই। ছবিটার পোস্টারটা দেখলে কারো এই ছবি দেখার ইচ্ছা জাগবে বলে মনে হয় না।
তারেক হাসান লিখেছেন:এইটা কোন নায়ক হইছে? নায়কোচিত কোন ভাব নাই
ভাই উনিই তো টাকা ঢালছে
আর এইটা আমাদের বাঙ্গালীর স্বভাব। নিজে টাকা ঢালছে নায়ক হইতে। সাধারণ মুভি করলে কি আর আপনি দেখতেন + ওনাকে চিনতেন?
টিভিতে খোমা দেখাইতে সবারই মন চায়। যার ট্যাকা আছে...তারতো আরো বেশি...........। বাঙ্গালী কইয়াই যে সব গুলার স্বভাব একই? হেইডা বুঝলি ক্যামনে?
shitol69 লিখেছেন:নেট স্পীড এত খারাপ যে ছবিটা একবারও পুরা লোড হইলনা
নেটে এসে গেছে ?
নারে ভাই।
পোষ্টে যে ছবিটা আছে সেটাই লোড হয়না পুরা।
আমি এইটার কথাই বলসি।
টিভিতে খোমা দেখাইতে সবারই মন চায়। যার ট্যাকা আছে...তারতো আরো বেশি...........। বাঙ্গালী কইয়াই যে সব গুলার স্বভাব একই? হেইডা বুঝলি ক্যামনে?
সব গুলা মানে ১০০% নয়। মোর দ্যান ৮০% ধরে নিতে হবে তোকে। আমাদের দেশের নেতা নেত্রীরা ত্রাণ বিতরণ করে যদি সেখানে টেলিভিশনের ক্যামেরা থাকে তাহলে। ঠিক তেমনি নাটক এবং চলচ্চিত্রে ওনার উত্তরসূরী কেউ অভিনয় করলে টাকা ঢালে। যেমন কাজি হায়াতের ছেলে একমাত্র বাবার ছবিতেই অভিনয় করে। রাজ্জাকের ছেলের বেলায়ও একই কাহিনী। সো আমি কি সেটা বলতে পারি না?
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » দেখে এলাম খোজ-দি সার্চ
০.০৮৫৩৩৪০৬২৫৭৬২৯৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৯৮০৫৮০০১১৫৬৭ টি কোয়েরী চলেছে