২১

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

Rabbi লিখেছেন:

ঢিশুয়াই শব্দ নাই ? ছবিটাতো ফ্লপ করলো শুনলাম। নায়ক রে দেইখাই নাকি সবাই হাসতে হাসতে কাহিল । যা হোক এতদিনে একটা আনইন্টেশনাল কমেডি ছবি দেখলো দর্শক।

শোনা কথায় কান দিতে নেই

২২

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

Rabbi লিখেছেন:

এতদিনে একটা আনইন্টেশনাল কমেডি ছবি দেখলো দর্শক।

আগে দেখেন তারপর খারাপ না ভালো তা বলেন

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

২৩

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

সেভারাস লিখেছেন:

সিনেপ্লেক্স এ মুক্তি পায় নাই?

কোথায় কোথায় চলছে উপরের পোস্টারে লিখা আছে দেখে নিন।

২৪

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

সিনেপ্লেক্সে তো মুক্তি পেয়েছে। ওখানে গিয়ে দেখতে সমস্যা কি?

২৫

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

মেশিন ম্যান বের হও্যার পর দেখার ইচ্ছা ছিল ইফেক্টের জন্য। অনেকদিন পর দেখেছিলাম। পূর্বে সুনেছিলাম বাজে, কোন ইফেক্ট নেই। আমার দেখার আগ্রহ আর বাড়ল। তারপর যখন দেখলাম, কমেডি ফিল্ম মনে হল।  lol

২৬

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

শোভন আলম লিখেছেন:

মেশিন ম্যান বের হও্যার পর দেখার ইচ্ছা ছিল ইফেক্টের জন্য।

মেশিন ম্যান সিনেমাতো ছিলো এফ.ডি.সি মুভি - সল্প বাজেট মুভি । বাংলাদেশি টার্মিনেটর বানাতে গিয়েছিল।  lol2

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

২৭

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

আমার একটাই প্রশ্ন সার্চ খোজে কেমনে? hairpull hairpull

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন shitol69 (২১-০৪-২০১০ ২১:১১)

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

অনুপ লিখেছেন:

আমার একটাই প্রশ্ন সার্চ খোজে কেমনে? hairpull hairpull

ভাই সার্চ তো খোঁজে না।
খোঁজ-দা সার্চ!
মানে বাংলা ইংলিশ নাম আলাদা লিখছে! tongue tongue

২৯

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

আমি সেদিন দেখলাম, মনে হয় প্রথম দিনেই। এক কথায়: এই রকম ফালতু বাংলা ছবি আমি দেখি নাই (আমার প্রেক্ষিতে বললাম)

এইটা কোন নায়ক হইছে? নায়কোচিত কোন ভাব নাই। ওর ডায়ালগ গুলা শুনলে খালি কষে গালে থাপ্পড় দিতে ইচ্ছা করে। দেখতে পুরা হাফ লেডিস মনে হয়। কাহিনী খুবই দুর্বল। কাহিনী যে কি তা আমার মগজে ঢুকে নাই।  নায়িকা যে কোনটা সেইটাও বুঝি নাই।

ভাল দিক গুলি যা চোখে পড়েছে:
~ টেকনোলজি'র ব্যবহার শুরু হয়েছে, যা বাংলা ছবিতে সেভাবে শুরু হয় নাই।
~ গানগুলা ভাল ছিল, দৃশ্যায়ন ভাল ছিল (নায়ক বাদে)

এছাড়া আর কিছু আমার ভাল লাগে নাই

৩০

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

আমার দেখার খুব ইচ্ছে। কিন্তু দেখার কোন উপায় নাই crying crying

৩১

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

তারেক হাসান লিখেছেন:

এইটা কোন নায়ক হইছে? নায়কোচিত কোন ভাব নাই

ভাই উনিই তো টাকা ঢালছে  tongue আর এইটা আমাদের বাঙ্গালীর স্বভাব। নিজে টাকা ঢালছে নায়ক হইতে। সাধারণ মুভি করলে কি আর আপনি দেখতেন + ওনাকে চিনতেন?

৩২ সর্বশেষ সম্পাদনা করেছেন তৌফিক ইমাম (২১-০৪-২০১০ ২৩:১৪)

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

নাটোরে আসার অপেক্ষায় থাকলাম। আসলে দেখব  clap

৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন shitol69 (২১-০৪-২০১০ ২৩:১৯)

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

সামিউল লিখেছেন:
তারেক হাসান লিখেছেন:

এইটা কোন নায়ক হইছে? নায়কোচিত কোন ভাব নাই

ভাই উনিই তো টাকা ঢালছে  tongue আর এইটা আমাদের বাঙ্গালীর স্বভাব। নিজে টাকা ঢালছে নায়ক হইতে। সাধারণ মুভি করলে কি আর আপনি দেখতেন + ওনাকে চিনতেন?

সামিউল ভাই নায়ক নাকি ইতালিয়ান! tongue

৩৪

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

shitol69 লিখেছেন:

সামিউল ভাই নায়ক নাকি ইতালিয়ান!

ভাই ভিলেন ইতালিয়ান - নিনো

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন shitol69 (২১-০৪-২০১০ ২৩:৪৯)

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

দ্যা ডেডলক লিখেছেন:
shitol69 লিখেছেন:

সামিউল ভাই নায়ক নাকি ইতালিয়ান!

ভাই ভিলেন ইতালিয়ান - নিনো

হুম! ধন্যবাদ ডেডলক ভাই।
নেট স্পীড এত খারাপ যে ছবিটা একবারও পুরা লোড হইলনা sad
তাই ভুল হয়ে গেসে। sad
পোস্টার দেখলে আর ভুল করতাম না। smile

আর নায়ককে ভালো লাগেনাই। sad

৩৬

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

shitol69 লিখেছেন:

নেট স্পীড এত খারাপ যে ছবিটা একবারও পুরা লোড হইলনা

নেটে এসে গেছে ?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

৩৭ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (২২-০৪-২০১০ ০০:৪০)

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

দ্যা ডেডলক লিখেছেন:
Rabbi লিখেছেন:

এতদিনে একটা আনইন্টেশনাল কমেডি ছবি দেখলো দর্শক।

আগে দেখেন তারপর খারাপ না ভালো তা বলেন


যারা দেখেছে তারা সবাই বলছে ছবিটা মহা ফালতু। কি কারনে আপনার এত ভালো লাগলো যে ৮.৫ /১০ দিলেন তা বুঝলাম না । হয়ত টেকনোলজির কারনে । আকাশে হেলিকাপটার উড়া দেখলেই সেটা অসাধারন ছবি হয়ে যায় না। একটি ছবির আসল জিনিস কাহিনী ।  কাহিনীটাই নাই এই ছবিতে। কোন ছবিতে নায়কের এত বাজে অভিনয় বাংলার ইতিহাসে খুব কম দেখা মেলে ( যারা দেখেছে তারা সবাই বলেছে) । ছবিতে কে নায়ক আর কে নায়িকা , এটা নিয়েই কনফিউজড তারা । এক কথায় মহা ফালতু এবং হাস্যকর ছবি । lol2
ছবিটার ব্যাপারে  এইসব মন্তব্য শুনার  পর ছবিটা নিজে দেখার কোন ইচ্ছা নাই। ছবিটার পোস্টারটা দেখলে কারো এই ছবি দেখার ইচ্ছা জাগবে বলে মনে হয় না।

৩৮

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

সামিউল লিখেছেন:
তারেক হাসান লিখেছেন:

এইটা কোন নায়ক হইছে? নায়কোচিত কোন ভাব নাই

ভাই উনিই তো টাকা ঢালছে  tongue আর এইটা আমাদের বাঙ্গালীর স্বভাব। নিজে টাকা ঢালছে নায়ক হইতে। সাধারণ মুভি করলে কি আর আপনি দেখতেন + ওনাকে চিনতেন?

টিভিতে খোমা দেখাইতে সবারই মন চায়। যার ট্যাকা আছে...তারতো আরো বেশি...........। বাঙ্গালী কইয়াই যে সব গুলার স্বভাব একই? হেইডা বুঝলি ক্যামনে?

৩৯

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

দ্যা ডেডলক লিখেছেন:
shitol69 লিখেছেন:

নেট স্পীড এত খারাপ যে ছবিটা একবারও পুরা লোড হইলনা

নেটে এসে গেছে ?

নারে ভাই।
পোষ্টে যে ছবিটা আছে সেটাই লোড হয়না পুরা। crying crying
আমি এইটার কথাই বলসি।

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

৪০

Re: দেখে এলাম খোজ-দি সার্চ

মনি লিখেছেন:

টিভিতে খোমা দেখাইতে সবারই মন চায়। যার ট্যাকা আছে...তারতো আরো বেশি...........। বাঙ্গালী কইয়াই যে সব গুলার স্বভাব একই? হেইডা বুঝলি ক্যামনে?

সব গুলা মানে ১০০% নয়। মোর দ্যান ৮০% ধরে নিতে হবে তোকে। আমাদের দেশের নেতা নেত্রীরা ত্রাণ বিতরণ করে যদি সেখানে টেলিভিশনের ক্যামেরা থাকে তাহলে। ঠিক তেমনি নাটক এবং চলচ্চিত্রে ওনার উত্তরসূরী কেউ অভিনয় করলে টাকা ঢালে। যেমন কাজি হায়াতের ছেলে একমাত্র বাবার ছবিতেই অভিনয় করে। রাজ্জাকের ছেলের বেলায়ও একই কাহিনী। সো আমি কি সেটা বলতে পারি না?