Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
পলাশ:
তর্ক আমি শুরু করি নাই। শুরু করেছে রাসেল। সেই আগে আমাকে - দিয়েছে। তার আগের পোস্ট আপনার চোখে পড়ল না?
আমি সবার পোষ্টই পরেছি। পরেই কথা বলেছি।রাসেলের -"আসলেই আপনাদের লজ্জার পরিমাণটা কম!" এই কথাটা বলাটা উচিত হয় নি। আর উনি আপনাকে উদ্দেশ্য করে বলেন নি, বলেছেন যারা মাইক্রোসফট নিয়ে এতো হইচই করে তাদের সবাইকে।
তবুও ভাই যদি আপনি আমার কথা থেকে কোনরূপ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দু:খিত।
দয়া করে এই সব বন্ধ করুন। ভালো লাগে না, তর্কে জড়াতে। আর তর্ক করতে হলে নতুন টপিক খুলুন। এতো সুন্দর একটা টপিককে এ ভাবে টানা হেচরা করবেন না।