Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
গিম্প চালাতে গিয়ে মনে হল আমি পিছিয়ে গেছি। আবার সব শিখতে হবে
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
শিমুল১৩:
যে ফটোসপে কাজ করার পর গিম্পে গিয়ে গিম্পের সাথে ফটোসপের পার্থক্য খুজে পায় না, তার গ্রাফিক্স ডিজাইন স্কিল নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার সাথে আমি কোন তর্কে যেতে চাই না।
আমার ফটোসপ ভাল লাগে তাই ব্যবহার করি। আপনার যেটা ভাল লাগে সেটা ব্যবহার করেন। আমার আর কিছু বলার নেই।
বাই..বাই.....
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
২৬ ১৬-০৪-২০১০ ১৭:১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন কবির (১৬-০৪-২০১০ ১৭:২১)
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
ওরেব্বাপসসসস। কঠিন হইছে, সেরকম, চালিয়ে যান... আপনার পিছনেই আছি।
৩০ ১৬-০৪-২০১০ ২১:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১৬-০৪-২০১০ ২১:২৬)
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
মজার ব্যাপার কি জানেন, এই রাসেল-ই এর আগে ফটোশপের টিউটোরিয়াল দিতেন। এমনকি টেকটিউনসে উনি মিঃ ফটোশপ নামেই লিখেন। কাজেই ফটোশপ আর গিম্প নিয়ে উনার মূল্যায়নকে অবহেলা করার উপায় নাই ... ... কারণ দুইটি সফটওয়্যার ব্যবহারেই উনার অভিজ্ঞতার প্রমাণ চোখের সামনেই আছে।
====
ফ্রী মানেই খারাপ ... এটা প্রমাণ করা কিন্তু খুব শক্ত হবে ... ফায়ারফক্স, উইকিপিডিয়া, লিনাক্স ... ... উপদেশ
====
পৃথিবীর দারুন সব শিল্পকর্ম একেবারে প্রাথমিক কিছু যন্ত্রপাতি দিয়ে তৈরী ... অর্থাৎ হাতুড়ি বাটাল। দামী অনেক বস্তুই মেশিনের বদলে হাতে তৈরী হয় ... ... এইতো সেদিন কোনো এক চ্যানেলে রোলস রয়েসের ফিনিশিং দেখাচ্ছিলো .... হাতে তৈরী (ম্যানুয়ালি অপারেটেড সেলাই মেশিন/এসেম্বল) সিট, ড্যাশবোর্ড ... এমনকি শেষের যে একটা দাগ দেয় সেটাও হাতে = তুলিতে।
দক্ষতা থাকলে সামান্য পেন্সিলেই দারুন সব ছবি হয়ে যায়, আর না থাকলে ঘর-ভর্তি রং-পেন্সিলে কাজ হবে না। পেইন্ট ব্রাশের মত একটা সামান্য টুল দিয়ে বানানো দারুন সব ছবি দেখেছিলাম এক জায়গায়।
আসল শক্তি হল ঘাড়ের উপরে আর কর্মীর হাতে।
====
অকর্মা হিংসুটে নিন্দুকদের নিয়ে একটা গল্প আছে না:
ছেলে হয়েছে তো কি হয়েছে, ওর লেখাপড়া হবে না .... ... পাশ করেছে তো কি হয়েছে, চাকরী পাবে না ... চাকরী পেয়েছে তো কি হয়েছে, বেতন পাবে না ... বেতন পেয়েছে তো কি হয়েছে, ঐ বেতনে ভাল বৌ পাবে না ... ... ... ...
নিন্দুকের কাজই হল নিন্দা করা কারণ তার অন্য যোগ্যতা নাই। কাজেই এসব বিষয়কে পাত্তা না দিয়ে cool থাকুন আর নিজের কাজ করুন।
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
অনেক দিন পর আপনার কাছ থেকে একটা ভালো পোস্ট পেলাম। অনেক ধন্যবাদ শমীম ভাই।
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, নিজের অভিজ্ঞতা থেকে বলছি- আমার মতে দুটো সফটয়্যারই ভালো। অভাবে স্বভাব নষ্ট করে চোর সাজবার জন্য ফটোসপ ভালো আর সাধু হয়ে থাকবার জন্য গিম্প ভালো।
আমাদের মতো যারা সাধারন মানুষ বিভিন্ন প্রয়োজনে ফটোনিয়ে কাজ করে থাকি তাদের জন্য গিম্পই যথেষ্ট।
দুটো দিয়েই ভালো ভালো কাজ করা যায় যদি কাজ করবার যোগ্যতা আপনার থেকে থাকে। যেমন: আমি মাইক্রোসফট অফিস এর সকল কাজ ওপেন অফিস দ্বারা করতে পারি।
৩৬ ১৭-০৪-২০১০ ১২:২২ সর্বশেষ সম্পাদনা করেছেন রাসেল আহমেদ (১৭-০৪-২০১০ ১২:২৬)
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
৩৭ ১৭-০৪-২০১০ ১৪:১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন অভি আহমেদ (১৭-০৪-২০১০ ১৪:২৪)
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
রাসেল আহমেদ:
আপনার লজ্জার পরিমানতো অনেক বেশি। এজন্য চুরি করা সফট(ইউলিড, কনভাটার....) ইউজ করে ফোরামে আবার বড় গলা করে বলেন। চুরি করতে লজ্বা লাগে না?
আবার টিউটেরিয়ালতো লেখেন অন্য সাইট থেকে অনুবাদ করা। আর যেগুলো নিজে দেন সেগুলো ছাই ছাতা।
বেহায়া, লজ্জাসরম নাই, চোর কোথাকার।
Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
পলাশ:
তর্ক আমি শুরু করি নাই। শুরু করেছে রাসেল। সেই আগে আমাকে - দিয়েছে। তার আগের পোস্ট আপনার চোখে পড়ল না?