২১

Re: উবুন্টু কি শুধু অনলাইন ইউজারদের জন্যই ?

সেভারাস লিখেছেন:

উইন্ডোজ ৭ এ তো ড্রাইভার ইন্সটল করা লাগে না।


উইন্ডোজ সেভেন একটা ডিভিডিতে থাকে। অথচ এর সাথে না থাকে অফিস না থাকে ফটোশপ টাইপের এডভান্স কিছু।
উবুন্তুর এক সিডিতেই এসব থাকে আর ইন্সটল ও হয়ে যায়।

কিন্তু এসব তর্ক করে কি লাভ?

Feed থেকে ফোরাম সিগনেচার, imgsign.com
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২২

Re: উবুন্টু কি শুধু অনলাইন ইউজারদের জন্যই ?

শিপলু লিখেছেন:
সেভারাস লিখেছেন:

উইন্ডোজ ৭ এ তো ড্রাইভার ইন্সটল করা লাগে না।


উইন্ডোজ সেভেন একটা ডিভিডিতে থাকে। অথচ এর সাথে না থাকে অফিস না থাকে ফটোশপ টাইপের এডভান্স কিছু।
উবুন্তুর এক সিডিতেই এসব থাকে আর ইন্সটল ও হয়ে যায়।

কিন্তু এসব তর্ক করে কি লাভ?

ফটোশপ, অফিস সবইতো অনেক দামি। এসব দিলে উইন্ডোজের দাম হবে কত একবার চিন্তা করেন।

২৩

Re: উবুন্টু কি শুধু অনলাইন ইউজারদের জন্যই ?

soja linux mint a jan sob somadan
so chen ta ke

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

২৪

Re: উবুন্টু কি শুধু অনলাইন ইউজারদের জন্যই ?

এইখানে উইন্ডোস আসতাছে কেন? এটা তো Online Ubuntue V/S Offline Ubuntu! ! !  smile smile smile

"Internet is my school, Google is my teacher and Blogs & Website's are my Books."

Connect Me on FaceBook