১ ০৬-০৪-২০১০ ২২:৪৬ সর্বশেষ সম্পাদনা করেছেন তৌফিক ইমাম (০৭-০৪-২০১০ ০০:০০)
Re: মিনিক্স বনাম লিনাক্স বিতর্ক
Re: মিনিক্স বনাম লিনাক্স বিতর্ক
অনেক কাল আগে comp.os.minix নিউজগ্রুপের আর্কাইভে পড়েছিলাম। সেখানে ওদের এত মেইল চালাচালি দেখে বেশ অবাক হয়েছিলাম। মনে হয়েছিল দুজন মানুষ খুবই ইজিলি রিচেবল।
মিনিক্স ডাউনলোড করে রাইট করে রেখে দিয়েছি। যারা ট্যানেনবামের অপারেটিং সিস্টেমের বইটা ( অপারেটিং সিস্টেমের উপর লেখা সেরা বই এটা!) পড়েছেন তারা জানেন বইটার শেষে মিনিক্সএর কার্ণেলের সোর্স দেয়া আছে।
ইউনিতে থাকতে বইটার পড়ার পর ভেবেছিলাম সোর্সটা পুরো লিখে কম্পাইল করব। ভাগ্য ভাল ভাবনা টা ভাবনাই ছিল। নয়ত লিখতে গেলে খবর হয়ে যেত। তার চাইতে ডাউনলোড করে কম্পাইল করা মনে হয় আরও সহজ।
Re: মিনিক্স বনাম লিনাক্স বিতর্ক
:-
পুরান জিনিশ নিয়ে এত ক্যাচালের দরকার কী.........
Re: মিনিক্স বনাম লিনাক্স বিতর্ক
ভাই আমাকে কি আপনারা সাহায্য করতে পারবেন।আমি ভি-বক্সে মিনিক্স সেটআপ করতে চাই।
যদি পুরো সেটআপের প্রক্রিয়াটা বলতেন আমার বেশ উপকার হত।