১৬১ সর্বশেষ সম্পাদনা করেছেন মুক্তবিহঙ্গ (২৩-০৫-২০১৩ ২০:৩৩)

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

ডেক্সটপ- উবুন্টু ১৩.০৪, ৬৪ বিট, উইন্ডোজ ৭ এন্টারপ্রাইজ, ৬৪ বিট (পাইরেটেড  dontsee)
মোবাইল- এন্ড্রয়েড ৪.১ জেলি বিন

উবুন্টু ব্যবহার করতে ভালো লাগে তাই করি। উইন্ডোজ গেম খেলার জন্য ব্যবহার করি। এন্ড্রয়েড ব্যবহারের কারণ বলতে হবে?  thinking উইন্ডোজ ফোন জঘন্য লাগে তাই এন্ড্রয়েড ব্যবহার করি।

১৬২

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

at last install arch linux but can not config teletalk 3g modem .. (KDE)
can anyone help ?  sad

১৬৩

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

১৬৪

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

শুরুতে সবার মতই পাইরেটেড এক্সপি , মাঝখানে কিছুদিন লিনাক্স মিন্ট ইউজাইছি, আমার ব্যবসার কোন কাজই করতে পারি না বলে লিনাক্স বাদ দিছি। বর্তমানে জানালা নম্বর সেভেন এ আছি।

১৬৫

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

১৬৬

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

কিছু দিন আগে মোজিলা থেকে একটা খেলনা পাঠাইছে কমিউনিটির জন্য, যার পিছনে লেখা আছে Firefox OS Developer Preview ।
অফিসের পিসিতে ফেডোরা ১৮ (৬৪ বিট), ল্যাপ্টপে ওপেন সুসে ১২.৩, বন্টু ১৩.০৪ (যদিও এইটাতে বন্টুতে ঢুকে কালে ভদ্রে), পাইরেটেড উইন্ডোজ ৭ (বিলাই রে টাক্স এ চালানর উপযোগী করার জন্য রাখতে হয়)। আরেকটাতে শুধুই উবুন্টু (ভাইয়া এইটাতে অভ্যস্ত হয়ে গেছে)।

আশিকুর_নূর'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৬৭

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

১৬৮

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

১৬৯

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

পিসি-তে জানালা ভিস্তা, বেশ কিছু টাকা খরচ করে অরিজিনাল কপি কিনেছিলাম। দেখতেও সুন্দর-ই লাগে তাই ছাড়তে ইচ্ছা করছে না!  dream dream
মাঝে মাঝে লিনাক্স ডিস্ট্রো চালাই।  smile
আর ফোনে অযান্ড্রয়েড আই সি এস।  big_smile
জিঙ্গারব্রেড চালাতাম বাট ম্যাপ অ্যাপ্স জিমেইল কাজ করে না ইউটিউব বন্ধের জন্য মনে হয়!  hairpull hairpull
আর জেলী-বীন এর কিছু অ্যাপ্স অস্বাভাবিক আচরণ করে বা চলে না (কাস্টম রম) তাই এইতাতেও স্টাবল না।  sick

১৭০

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

উইন্ডোজ ৮  (পাইরেটেড)

১৭১

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

১৭২

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

@ পার্থ: দয়া করে বাংলায় লিখুন।

এই সমস্যাগুলো টপিকের সাপেক্ষে অফটপিক। এগুলো আলাদা করে একটা স্বতন্ত্র ট্রাবলশুটিং টপিক হওয়ার যোগ্যতা রাখে।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৭৩

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

১৭৪

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

আল্লাহ্ তা’আলার বাণীঃ আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।”(২:১৭৭)

১৭৫

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

১৭৬

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

১৭৭

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

১৭৮

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

মোবাইলে উইন্ডোজ ১০ ও এন্ড্রয়েড।
ম্যাকবুক (এমবিপি) ওএসক্স এলক্যাপিটান
ল্যাপি-২ উইন সেভেন
ল্যাপি-৩ জরিনা ( যোরিন )
ডেক্সটপ উইন সেভেন

১৭৯

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

ল্যাপ্পুঃ Win 8.1 (ব্যাবহারে এতই হ্যাপী যে আর Win 10 এ মুভ করিনাই)
মোবাইলঃ Android 5.1 (আপডেট করার উপায় নাই neutral )
ডেস্কুঃ আপাতত নষ্ট আছে, তবে মরার আগে তার Win XP দেওয়া ছিল lol

Seen it all, done it all, can't remember most of it.

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৮০

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

মোবাইলঃ উইন্ডোজ ১০
ল্যাপটপঃ উইন্ডোজ ১০ প্রো ৬৪ বিট
অফিস ডেক্সটপঃ উইন্ডোজ ১০ প্রো ৬৪ বিট