৪১

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

ম্যাক নিয়ে খুব আগ্রহ থাকলেও স্বপ্নচারী ভাইয়ের একটা পোষ্টে দেখেছিলাম যে সাধারন ব্যবহারকারীর কাছে লিনাক্স আর ম্যাক তেমন আলাদা ভাবে টের পাওয়া যায় না। গত কয়দিন ধরে উবুন্টুতেই পড়ে আছি। আর সত্যি কথা বলতে, উইন্ডোজ ৭ কে যথেষ্ঠ পানসে মনে হচ্ছে উবুন্টুর তুলনায়।  donttell

৪২

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

৪৩

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৪৪ সর্বশেষ সম্পাদনা করেছেন তৌফিক ইমাম (০৬-০৪-২০১০ ২২:৫১)

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

গত নভেম্বর থেকে ফুলটাইম উবুন্টু। smile এর আগের দু মাস xp চালিয়েছি
কারন: শুরু করেছিলাম কৌতুহলী হয়ে। পছন্দ হওয়ায় স্হায়ী হয়েছি

৪৫

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

৪৬

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

৪৭ সর্বশেষ সম্পাদনা করেছেন কবির (০৬-০৪-২০১০ ২৩:৫৯)

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

ও এইগুলো আপনার পার্থক্য! আমি ভাবছিলাম খুব বড়সর পার্থক্য হবে বুঝি। আমি খুব অবাক হচ্ছিলাম ইউনিক্স পরিবারের দুই সদস্যের মধ্যে কি ধরনের আকাশপাতাল পার্থক্য থাকতে পারে সেটা চিন্তা করে। চেহারার পার্থক্যতো আপনি বলেই দিয়েছিলেন, তাই অনেক চিন্তা করে মোটামুটি আরো দুইটা পার্থক্য বের করেছিলাম। একটা হল ইন্সটল পদ্ধতি ভিন্ন আরেকটা হল উবুন্টুতে .deb লাগে কোন কিছু ইন্সটল করতে, ম্যাকে লাগে .dmg।

অফটপিক: আপনার নাম কি? আশ্চর্য-হ্যাশ??

৪৮

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

আমি 7 জানালা এবং xp  ডুয়েল বুট এ ব্যবহার করি আমার কাছে এই দুই টাই ভালো লাগে  কারন ubuntu এবং linux  আমার ভালো লাগে নাই linux and ubuntu software  ড্রাইভার available na windows always user friendly বলে রাখা ভালো আমার দুই টা জানালা আসল ভারসন পাইরেটেড না  windows এর মজাই আলাদা

৪৯

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৫০

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৫১

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

আইচ্যাটের চাইতে পিজিনে অনেক বেশি ফিচার আছে। এই কারণে ম্যাক ইউজাররা (যেমন আমি - আমার ডেস্কটপ, ল্যাপটপ দুটোই ম্যাক) আডিয়াম ব্যবহার করে। আডিয়াম হচ্ছে পিজিনের উপর তৈরী। আইচ্যাটে শুধু দুটো জিনিস অন্য যেকোন কিছুর চাইতে উন্নত - গোলটেবিল ভিডিও চ্যাট ও ডেস্কটপ শেয়ারিং। তবে এ দুটো জিনিস ইনস্ট্যান্ট ম্যাসেজিং-এ পড়ে না।

আইটিউনস হচ্ছে এ্যপলের সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে শয়তানি সফটওয়্যার। এর জন্য আমি ইচ্ছা ও যোগ্যতা থাকা সত্তেও আইফোন ও আইপ্যাডের জন্য সফটওয়্যার বানাতে পারি না। মিডিয়া প্লেয়ার হিসেবে আমারক ও বাঁশি খুবই ভাল জিনিস।

কুইকটাইম এক্সে অনেক ধরণের ভিডিও চালানো যায় না। যে কারণে প্রত্যেক ম্যাক ইউজারের ভিএলসি হচ্ছে প্রিয় ভিডিও প্লেয়ার। কোন ম্যাকে যদি ভিএলসি না থাকে, তাহলে ধরে নিতে হবে সে ভিডিও চালায় না।

ম্যাকের ডকের চাইতে আরও অনেক বেশি ফিচার সমৃদ্ধ ডক আছে লিনাক্সের জন্য। ম্যাকের ডকে শুধু এ্যপ্লিকেশনের আইকন থাকে। লিনাক্সের ডকে আরও অনেক কিছুই রাখা যায়।

টাইমমেশিন হচ্ছে মানুষের পকেট খালি করার আরেক উপায়। ব্যাকআপ রাখার সবচেয়ে ভাল উপায় যুগ যুগ ধরে রয়েছে সকল সিস্টেমেই। চকচকে গ্রাফিক্স দিয়ে সেরা সফটওয়্যার হয় না। টাইমমেশিন একটা ফাইলের আগের ভার্সন ও নতুন ভার্সনের পার্থক্য বোঝে না। ফলে যদি একটি ২জিবি ফাইলে একটি অক্ষর পরিবর্তন করা হয়, তবে ব্যাকআপ হিসেবে ৪জিবি-র দুটো ফাইল থাকে। যেখানে যুগ যুগ পুরনো ব্যাকআপ সফটওয়্যার শুধুমাত্র বদলকৃত অক্ষরের সাথে কিছু মেটাডাটা সংরক্ষণ করবে।

যাইহোক, টাইমমেশিনের মত সফটওয়্যার লিনাক্সেও আছে। নাম - টাইমভল্ট, ফ্লাইব্যাক।

আইফটো গুগল পিকাসার কাছে কিছুই না। পিকাসার অটো ফোল্ডার আপডেটার আইফটোতে নাই। আইফটোতে ছবি ম্যানুয়ালি যোগ করতে হয়। ফলে একাধিক কপি হার্ডডিস্কে থেকেই যায়। তাছাড়া আইফটো ছবিগুলো তার ইচ্ছামত ফোল্ডারে সাজায়। ফলে স্রেফ ফাইন্ডার থেকে কয়েকটা ছবি কপি পেস্ট করে বন্ধুদের কাছে দেয়া যায় না। বরং আইফটোর ভেতরে ঢুকে বহু কসরৎ করে ছবি বাছাই করে এক্সপোর্ট করে তারপর সেই ছবিগুলো ইমেইল বা শেয়ার করা যায়। অন্যদিকে পিকাসাতে ছবির ফোল্ডার দেখিয়ে দিলেই হয়, পিকাসা সেই ফোল্ডারকে সাজানোর কোন চেষ্টা করে না। যেখানে খুশি সেখানে ছবি রাখা যায়। তাছাড়া অটো ওয়াচ তো আছেই। কোন ফোল্ডার পিকাসাতে যোগ থাকলে সেখানে ছবি রাখলেই পিকাসা নিজে থেকেই লাইব্রেরিতে যোগ করে নেয়।

আইমুভি, গ্যারেজব্যান্ড এগুলো সাধারণ ইউজারদের জন্য না। আমি আমার জীবনেও এগুলো ব্যবহার করি নাই। এগুলো আমার ম্যাকে ইনস্টল করাও নাই। তবে হ্যাঁ, এগুলোর কোন বিকল্প নাই।

দুনিয়ার সবচেয়ে জঘন্য ফাইল ম্যানেজার হচ্ছে ফাইন্ডার। FTFF নামে একখানা জনপ্রিয় টার্মই আছে এর জন্য। এর থেকে বাঁচার জন্য অনেকেই টাকা দিয়ে ফাইল ম্যানেজার কেনে। এর চাইতে উইন্ডোজের ফাইল এক্সপ্লোরারও অনেক ভাল। নটিলাস তো অবশ্যই ভাল।

চকচক করলেই সোনা হয় না। হ্যাঁ, ম্যাকের চাইতে সুন্দর জিনিস দুনিয়াতে আর নাই। সেটা হার্ডওয়্যার হোক কিংবা সফটওয়্যার। কিন্তু এগুলো দেখতে সুন্দর হলেও এগুলোর চাইতে অনেক ভাল ভাল সফটওয়্যার আছে লিনাক্সে। ওপেনসোর্স সফটওয়্যারের চেহারা চকচকে হয় না, কারণ প্রোগ্রামাররা বিনা পয়সায় কোড করলেও ভাল ডিজাইনাররা বিনা পয়সায় ডিজাইন করে না।

তারপরও সৌন্দর্য সংজ্ঞায়িত করা খুবই কঠিন কাজ। উইন্ডোজ ভিস্তা/সেভেনের যে ট্রান্সপারেন্সি দেখে আজকালকার পোলাপাইন মুগ্ধ। ম্যাকে সেই ট্রান্সপারেন্সি উইন্ডোজ এক্সপির আমলেই পুরনো হয়ে গেছে। এবং এখনকার ম্যাকে ট্রান্সপারেন্সি প্রায় অনুপস্থিত।

এবারে আমার পছন্দের ওএসের তালিকা:

১। ম্যাক ওএস এক্স এবং উবুন্তু (এ দুটোর একটা ছাড়া আমার চলে না)
৩। হাইকু (অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি এর জন্য)

৫২

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

আমার প্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এবং উবুন্টু/মিন্ট।

উইন্ডোজ ভাল লাগে অসংখ্য কারণে। ভাল লাগে না ভাইরাসের কারণে, দিন দিন স্লো হয়ে যায়, আমার কাজের পরিবেশ তৈরি করতে অনেক সময় লাগে।

উবুন্টু/মিন্ট ভাল লাগে আমার কাজের সুবিধার জন্য। পাইরেসি অনেকটা কমে গেছে এজন্য। যদিও এখনও ফটোশপ, ড্রিমওয়েভার ব্যবহার করি। ভাইরাস নাই। খারাপ লাগে ফটো অর্গানাইজিং এ যেটা এখানে মজা পাই না। উইন্ডোজে অনেক দ্রুত করতে পারি।

৫৩

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৫৪

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

৫৫

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

লিনাক্সে ডিফল্ট সফট বলে কিছু নাই। একেবারে কার্ণেল থেকে শুরু করে সবকিছুই থার্ড-পার্টি। ক্যানোনিকাল উবুন্তু বানায়, কিন্তু তারা লিনাক্সও বানায় না, ওপেনঅফিসও বানায় না, এফস্পটও বানায় না। আর ডিফল্ট সফটওয়্যারের সংজ্ঞা কী? এ্যপল সফটওয়্যার বানিয়ে ওএসের সাথে দিয়ে দিয়েছে বলে ডিফল্ট হয়ে গেল? এগুলোর বেশিরভাগই যে ওপেনসোর্স থার্ডপার্টি লাইব্রেরি দিয়ে বানানো।

ম্যাকের জন্য জটিল সফটওয়্যার নাই, সেটা তো কোথাও বলি নাই। আপনার উদাহরণগুলোর ভিত্তিতে জানালাম যে, ওগুলো সেরা সফটওয়্যার না। ম্যাক ভাল লাগে বলেই তো আমার সব কম্পিউটার ম্যাক। প্রিয় ওএস-ও ম্যাক। কিন্তু তাই বলে অন্ধভক্ত হওয়ার তো কোন কারণ নাই।

লিনাক্স ব্যবহারের ছোট্ট একটা ভাল দিকের উদাহরণ দেই। ডেভেলপার হিসেবে আমি প্রচুর লাইব্রেরি ইনস্টল করি আমার কম্পিউটারে। ফলে মেশিন টালমাটাল হওয়ার সম্ভাবনা থাকে প্রায় ৭০ ভাগ। এবং হয়ও। উবুন্তুতে এই সমস্যায় পড়লে apt-get remove বা make uninstall দিয়েই সিস্টেম রেস্টোর করা যায়। কিন্তু ম্যাক বা উইন্ডোজে এই কাজ করা যায় না। সিস্টেমের বিভিন্ন আনাচে কানাচে খুঁজে খুঁজে বের করতে হয়, কোথায় কী ইনস্টল হয়েছে। তারপর বেছে বেছে মুছতে হয়।

আর রিইনস্টল করা। সে তো আরেক মহা ঝামেলা। যেখানে উবুন্তু ছয় মাস পরপরই আপডেট/রিইনস্টল করে ফেলি। সেখানে ম্যাক রিইনস্টল করার সকল সম্ভাবনা এড়িয়ে চলি। কারণ? উবুন্তু রিইনস্টলের পর প্রয়োজনীয় সফটওয়্যারগুলো রিপোতে ডিপেন্ডেসী সহকারে খুব সুন্দরভাবেই সাজানো থাকে। ফলে কোনটা আগে কোনটা পরে ইনস্টল করতে হবে সেটা নিয়ে গবেষণা করতে হয় না। স্নো লেপার্ড বের হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই এ্যপল স্টোর থেকে কিনেছিলাম। কিন্তু সেটা ইনস্টল করতে আমার দুইমাসের মত সময় লেগেছে। কেন? আপগ্রেড করি নাই। কারণ আমার অতি প্রয়োজনীয় অনেক সফটওয়্যার তখন স্নো-তে কাজ করত না। ফলে সেগুলো অযথা জায়গা নষ্ট ও সিস্টেম আনস্টেবল করবে। তাই আলাদা পার্টিশনে ইনস্টল করার সিদ্ধান্ত। এরপর আমার সব লাইব্রেরী ও সফটওয়্যার একে একে আলাদা আলাদা ইনস্টল করতে করতেই দুই মাস লেগে গেছে। তারপর ব্যবহার করতে শুরু করেছি স্নো।

৫৬

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

লিনাক্স এ hardware supporting a problem

৫৭ সর্বশেষ সম্পাদনা করেছেন কবির (০৯-০৫-২০১০ ১৪:৫২)

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

৫৮

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

Windows 7 ব্যবহার করে সবচেয়ে শান্তিতে আছি ।
আগে Windows XP(সবচেয়ে বেশি ব্যবহার করেছি)-Windows Vista-Ubuntu ব্যবহার করে দেখেছি,
Windows 7 আসার আগে কয়েকবার Vista & Ubuntu try করেছি(বারবার Windows XP তে ফিরে আসতাম) ।
Windows XP was best before Windows 7। কিন্তু আমার পক্ষে আর Windows XP ব্যবহার করা সম্ভভ নয় ।

৫৯

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

Windows XP
মাঝে মাঝে Ubuntu অথবা Mint সেটআপ দেই। ভার্চুয়াল বক্সেও মাঝে মাঝে এগুলো use করি।

এই অপারেটিং সিস্টেমে সাচ্ছন্দ বোধ করি আর দরকারি সফটওয়্যার গুলো অনায়াসে ব্যবহার করা যায় -
01. MS Office
02. Firefox
03. Foxit Reader
03. AVR Studio
04. Proteus
05. VMLAB
06. Electronics Workbench
07. Nokia PC Suite
08. Virtualbox
09. Google earth, GTalk
10. KMplayer/VLC
11. Adobe Flash, Photoshop
12. Xilisoft Video Converter
13. Format factory
... ইত্যাদি

উইন্ডোজ সেটআপ দেওয়ার পরই এগুলো ইন্সটল করা লাগে।

৬০

Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)

আমার পছন্দের অপারেটিং সিস্টেমগুলোঃ
১ . উবুন্টু ১০.০৪(ল্যাপটপে)
২. জানালা সাত(ডেস্কটপে)
আপাতত এই দুটাই ব্যাবহার করছি ।
নতুন ল্যাপটপ কিনে বেশ কয়েকদিন দোকান থেকে দিয়ে দেয়া এক্সপি চালিয়েছি। তাতে উবুন্টু ১০.০৪ ডাউনলোড big_smile করেই উবুন্টু ইনস্টল করে দিলাম। পারফর্মেন্স যথেষ্ট ভাল আগেরগুলোর চেয়ে। তবে জিম্প না দেয়ায় একটু মাইন্ড খাইছি  whats_the_matter

জানালা সাত এর যে জিনিশগুলা আমার ভাল লাগছে সেগুলার মধ্যে অন্যতম হল এর সার্চিং। যথেষ্ট ভাল ইনডেক্সিং মনে হয়েছে আমার কাছে। যেকারনে সার্চ বেশ ফাস্ট। আর টাস্কবার আগের জানালাগুলোর চেয়ে বহুগুনে ভাল। তবে এইটার লুক দেখে আমি ইমপ্রেস্ড।(কেন সেইটা ঠিক বুঝলাম না  thinking)

এইবার আসি কেন কোনটা ব্যাবহার করছি সেই ব্যাপারে।
২০০৪ এ যখন আমি পিসি কিনি তখন আমার হাতে খরি জানালা ৯৮ দিয়ে। যদিও ২ দিন বাদেই আমার বন্ধু এক্সপি দিয়ে দেয়। তারপর প্রায় ৩ বছর আমি তাই ইউজ করতাম। প্রায় প্রতি এক থেকে ২ মাস পর রিইনস্টল দিতে হইত। কাজ ছিল গান শুনা, মুভি দেখা আর হ্যা  ঠিক ই ধরছেন, গেম খেলা

লিনাক্স কি জিনিস তা কারও কাছে তখনও শুনি নাই। একাধিক অপারেটিং সিস্টেম থাকতে পারে এ জাতীয় কোন ধারনাই আমি কারও কাছ থেকে বা অন্য কোথাও থেকে জানতে পারিনাই  hairpull । আফসোস। যাই হোক তারপর লিনাক্স নামক জিনিসটার নাম জানলাম। এবং এও জানলাম যে এইটা নাকি বস মানুষরা ব্যাবহার করে। প্রচন্ড কৌতুহল নিয়া মেলা খোজখবর নিয়া শেষে এক বন্ধুর কাকার কাছ থাইকা যোগার করলাম রেড হ্যাট (খুব সম্ভবত ৬)। এইটা দেয়ার আগে যদিও পার্টিশন সম্পর্কে সম্মক ধারনা নিয়ে রেখেছিলাম আগেই তারপরও সামান্য ভুলের কারনে আমার পুরা হার্ড ডিস্ক ই  ghusi। তারপর ২ দিন গুতাইয়াই আগ্রহ মইরা গেল।

তারপর বেশকিছুদিন পর হটাৎ কার কাছ থাইকা জানি ফেডরা পাইলাম। আবার একই দুর্ভাগ্য। শুধুমাত্র নিজের অসাবধানতার কারনে পুরা হার্ডডিস্ক ghusi। ভাগ্য ভাল খুবই গুরুত্বপুর্ন ডাটাগুলো ব্যাকআপ কইরা রাখছিলাম big_smile

এরপর ২০০৮ এর শুরুতে(খুব সম্ভবত) উবুন্টুর খোজ পাইলাম। সিডি জোগার করলাম। ততদিনে রেগুলার ইন্টারনেট ইউজ করা শুরু করছি। কিন্তু তবুও ২০০৮ এ রেগুলার উবুন্টু ইউজ করতাম না। ২০০৮ এর মাঝামাঝি থাইকা মোটামুটি রেগুলার ইউজার। ২০০৯ থেকেত পুরাপুরি। তবুও ডুয়েল বুটে এক্সপি থাকত। নিজে গেম খেলার আর তেমন সময় না পেলেও ছোট ভাই খেলত।
উবুন্টুতে একাধিক ওয়ার্কস্পেস জিনিসটা ব্যাপক কাজে দেয়। ইউজ্যাবিলির দিক দিয়া জানালা থাইকা বহুদুর আগায়া আছে।
অতিতে নানাভাবে কাস্টমাইজ করে ফাটাফাটি টাইপের লুক দিয়েছি। তবে উবুন্টুর ডিফল্ট ইন্টারফেস অনেকগুনে বেশি ইউজেবল। তাই ইন্টারফেস নিয়া আর বেশি একটা গুতাই না।
একটা জিনিস মিস করি। তা হল ডাউনলোড এক্সেলেরেটর। উবুন্টুর বেশ কিছু ডাউনলোড এক্সেলেরেটর ব্যাবহার করছি। কিন্তু কোনটাই আমাকে সন্তুষ্ট করতে পারে নাই।
আর একটা ব্যাপার বলে শেষ করি। ব্যাপারটা শুধুই আমার অবজার্ভেশন। আমার মনে হয় এক্সপির চেয়ে উবুন্টুতে আমার ল্যাপটপ বেশি ঠান্ডা থাকে

You Dont use windows.
    Windows Use you.
that's why i choose Linux ;-)