Re: কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)
উইন্ডোজ সেভেন
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)
১। ম্যাক ( স্নো লেপার্ড ) কয়েকদিন হল কিনেছি , সারাদিন মোটামুটি এটাতেই থাকি । এতে অবশ্য ভিএম এ xp ও আছে ।
২। উইন ৭ ডেস্কটপে । এটাতেও ভিএমে এক্সপি আছে ।
৩। উবুন্টু ৯.১০ ।
১. ভিস্তা ব্যবহার করছি সব সময়ের জন্য।
২. সপ্তম জানালায় মাঝে মাঝে ঢু মারি। তবে আগামীবার ফরম্যাট দিলে বিষ্ঠা ছেড়ে ৭ম জানালা খোলার ইচ্ছা।
৩. এক্সপি। এটা না রাখলে চলবে কি করে? যে কোন সমস্যা হলেই দৌড় মারি (জরুরী প্রয়োজনে)।
লিনাক্স কিছুদিন ব্যবহার করেছিলাম। এখন আর করছি না। কারণ হার্ডডিস্কে স্পেস সংক্রান্ত জটিলতা + আমার অনেক সফট এর বিকল্প এখনো লিনাক্সে পাই নাই। তবে মিন্ট ইনস্টল করার ইচ্ছা আছে। বিষ্ঠা বাদ দিয়ে ঐখানে দিব ভাবতেছি। যে কয়দিন লিনাক্স সাবজেক্ট হিসেবে ছিল সেই কয়দিন লিনাক্সের ডিস্ট্রো নপিক্স নিয়ে নাড়াচাড়া করেছি। আমার কাছে নপিক্স ভালই লেগেছে।
1. Windows Seven. (genuine license)
2. Windows xp. (genuine license)
3. Windows Vista. (pirated, শুধু বানানো software এর compatibility test করার জন্য)
4. Ubuntu
5. Opensuse
Windows 7 is the best. Directx 10 গেম চমত্কার চলে। Directx 9 emulation is passable.
windows XP কারণ আমার কাজের সব সফটওয়্যার চলে এটাতে। আমার পেশাগত কারনে ইচ্ছা থাকিলেও অন্য কোন অপারেটিং সিস্টেম যাওয়ার উপায় নাই ।
শুধু ফটোশপ আর ইলাষ্ট্রেটর ব্যবহার করার জন্য উইন্ডোজ৭ ব্যবহার করি তাছাড়া লিনাক্স মিন্ট
উইন্ডোজ ৭ -- ডেস্কটপ, নোটবুক, নেটবুক তিনটাতেই।
Windows xp
Ubuntu 9.4
এক্সপি তে হাতে খড়ি।তাই ওই টাতে অভ্যত্থ।
তবে মুক্ত এর ডাকএ ও সাড়া না দিয়ে পারলাম না।
কেন জানি উবুন্টু ও খুব ভাল লাগে।যদি ও মাত্র শুরু কিরেছি।
নতুন সমস্যা (বানান??) সমাধান করতে ই ভাল লাগে।যদি ও সময় পাই না পিসি তে বসার।
নিজের ল্যাপে: উবুন্তু সর্বশেষ যেটা সেটা
বাসায় আরেকটা ল্যাপে ভিস্তা
বাসায় আরেকটা ল্যাপে এক্সপি (এটা অনেক পুরানো মেশিন, ২০০৪ সালের)
বাসায় ডেস্কটপে এক্সপি (এটাতে উবুন্তু করতে চেয়েছিলাম কিন্তু এটাও অনেক পুরানো মেশিন, ড়্যাম কম)
বি.দ্র. সংখ্যার বিচারে বাসায় তিনজন মানুষের জন্য চারটি পিসি
১. জানালা ৭
২. জানালা এক্সপি
৩. কুবুন্টু,
৪. মিন্ট
জানালাই বেশি ব্যবহার করা হয়। আলসেমির কারণে অন্য ওএস গুলোতে বেশি দৌড়ঝাঁপ করতে মন চায় না!
ধন্যবাদ দ্যা ডেডলক, বাতেন, রুমেল, Sun, শিপলু, !#, তারেক হাসান, আরাফাত, mcctuhin, অর্থহীন স্বপ্ন, সাইফ দি বস ৭, সারিম, মেহেদী৮৩, কবির, ত্রিমাত্রিক, হাসান-মাহমুদ, শামীম, অয়ন খান, সেলফ_স্যাটার্ড, মাহ্দী, সামিউল,Shafayat, ইলিয়াস, সাদাত হাসান, pezzonovante, Rupok_kar, প্রকৃতিপ্রেমিক, উদাসীন ......... সবাইকে এই জরিপে অংশগ্রহণ করার জন্য। এখন পর্যন্ত ব্যবহারকারীদের সংখ্যার ভিত্তিতে এগিয়ে আছে উবুন্তু।
দেখা যাক বাকিরা কে কী বলে।
আমার সবচেয়ে প্রিয় ওএস হলো উইন্ডোজ সেভেন। তবে এটাকে জীবনেও ব্যবহার করা তো দূরের কথা টাচ পর্যন্ত করি নাই কারণ হলো আমার ব্রিটিশ আমলের আগের যুগের পিসিটার জন্য!!!
এখন এক্সপিকেই ব্যবহার করতে হয়। তবে নতুন একটা পিসি কিনলেই সেভেনে চলে যাবো।
লিনাক্স উবুন্টু জীবনে ব্যবহার করি নাই। এদের নিয়ে ১% ঘাটাঘাটি করি নাই যা আমি সেভেনকে নিয়ে করেছি। উইন্ডোজ সেভেন ইজ দ্যা বেষ্ট!!!
উইন্ডো ৭।
আমিতো ভাই ডিরেক্ট এক্স ১০/ ১১ বেজড গেম খেলি। এবং পিসিকে একটা গেম খেলার যন্ত্র হিসাবেই দেখি। মাঝেমাঝে গান শুনি, আপনাদের প্রজন্মে যেমন আসলাম, সে রকম ইন্টারনেটেও বসি। সফটয়ার আপডেট করে মানসিক প্রশান্তি পাই। ওহ্ হো, মুভিও তো দেখি (তবে কারেন্ট না থাকলে মোবাইলে দেখি)।
কোন ভিত্তিতে উইন্ডোজ এক্সপির পরিবর্তিতে উবুন্তু এগিয়ে আছে? বেশির ভাগ মানুষই এক্সপি অথবা ৭ ব্যবহার করেন।
এখন যদি মিন্ট, ফেডোরা, ওপেন সুসি কে উবুন্তু ধরেণ তাহলে আরেক কথা
WIndows XP
Windows 7
Mac OS X 10.6.2
Ubuntu 9.10
Xp এর মতো সফট সাপোর্ট আর কারো নাই তাই Xp তে আছি তবে লিনাক্স এর প্রায় সব ডিষ্ট্রো ব্যবহার করেছি রেডহ্যাট বাদে । বর্তমানে puppy লিনাক্স এ ছোট এবং চমৎকার একটা ডিষ্টো এটি। ৭ নাম্বার জানালা একবার দিয়েছি নেট থেকে নামিয়ে প্রথম দিকে তিন দিন চালিয়ে বাদ দিতে হলো সফট সাপোর্ট এর কারনে যদিও গ্রাফিক্স সুন্দর ছিল তবুও কাজ আগে.....................
১। উবুন্টু ৯.১০ (সবসময় ব্যবহার করি ভাইরাস মুক্ত থাকার জন্য।এবং প্রতিনিয়ত আপডেট পাওয়া যায় তাই।)
২। উইন্ডোজ এক্সপি ২০০৮ (এটাকে চিড়িয়াখানার খাচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছি।)
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)
০.০৪৬০৩০৯৯৮২২৯৯৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৪.০৪৫৯৬৭৬৩৮৩৪৫ টি কোয়েরী চলেছে