টপিকঃ আরব দেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন
সংযুক্ত আরব আমিরাতে দুই ব্যক্তিকে অপহরণের পর সব কিছু চুরি করে তাদেরকে মরম্নভূমিতে ফেলে আসার দায়ে এক বাংলাদেশী গাড়ি চালক ও তার দুই সহযোগীকে কারাদণ্ড দেয়া হয়েছে।
গালফ নিউজ এক রিপোর্টে গতকাল জানিয়েছে দুবাইয়ের একটি আদালত বৃস্পতিবার ২৯ বছর বয়সী বাংলাদেশী গাড়িচালক জি.এমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। সেই সঙ্গে তার দুই সহযোগী ২৮ বছর বয়সী জেড. কে এবং ৪৪ বছর বয়সী কর্মচারী এন. কে কে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তিরা এক কাঠমিস্ত্রি এবং তার এক সহযোগীকে অপহরণ করে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং পুলিশকে জানালে জীবনত্ম মরম্ন ভূমিতে কবর দেয়ার হুমকি দিয়েছিল। বিচারক বলেছেন কারাদণ্ডের সাজা শেষ হওয়ার পর তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে।